![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নির্বাক, হতভম্ব। কিভাবে আমি প্রতিক্রিয়া করবো বুঝতে পারছি না। পাকিস্তানে সেনানিবাসের একটি স্কুলের ১৩২ জন ছাএ-ছাএীকে অত্যান্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। তালেবানদের এক গ্রুপ এই বর্বর হামলা চালিয়েছে। আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে এদের উপযুক্ত প্রতিদান দিয়ো।
তবে তালেবান স্পোকম্যান এর একটা কথা খুবই তাৎপর্যপূর্ণ মনে হল রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সে বলছে, আমাদের গ্রামে ড্রোন হামলা কারা হয়, আমাদের শিশু, স্বজনদের হত্যা করা হয়, তার জবাবে এই হামলা "We want them to feel the pain."
তালেবানদের বিনা বিচারে ড্রোন হামলা করে হত্যা করা হচ্ছে। হতে পারে তারা অপরাধী কিন্তু তাদের ধরেন, বিচার করেন। শাস্তি দেন। তা না করে তাদের উপর থেকে তাদের গ্রামগুলোতে হামলা করা হচ্ছে, বলা হচ্ছে সন্তাসীদের মারতে এ হামলা। কিন্তু গ্রাম পরে কারা মারা যাচ্ছে, কি অপরাধে মারা হচ্ছে তা কিছুই বলা হচ্ছে না। পরিষ্কারভাবে তাদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে এবং এর বিপরীতে যাদের স্বজন মারা গেছে তারাও সন্ত্রাস এর আশ্রয় নিলো। এভাবেই সন্ত্রাস জন্ম দিচ্ছে সন্ত্রাস।
©somewhere in net ltd.