![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শারলি এবাদা এর ঘটনা নিয়ে কিছু বলবো না বলে ভেবেছিলাম, কিন্তু এটা নিয়ে আলোচনা থামছেই না। আজও দেখলাম অনেক কথা। ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। এজন্য পশ্চিমা এবং তাদের ধামাধরারা খুবই চিন্তিত মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। আজ অনেকটা বিরক্ত হয়ে লিখতে বসলাম, এই মত প্রকাশের স্বাধীনতা নিয়ে হওয়া প্যারিস র্যা লির প্রথম সারিতে ছিলেন জনাব বেন ইয়ামিন নেতানিয়াহু। যিনি শুধু মাএ গত গ্রীষ্মে গাজা থেকে বিনা কারনে, কোন রকম ওয়ারেন্ট ছাড়া ১৭ জন সাংবাদিককে গ্রেফতার করেন। তাদের অন্যায় ভাবে কারাগারে আটকে নির্মম নির্যাতন করা হচ্ছে। এটা কি মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি না???
আর হ্যাঁ এই সন্ত্রাসী ঘটনায় যারা জড়িত তাদের ধরেন, বিচার করেন। শুধু সন্দেহ বসত বিনা বিচারে কাউকে হত্যা করা কি সন্ত্রাস না? এটা কি ন্যায় বিচারের জন্য হুমকি না???
আর সর্বশেষ মত প্রকাশের স্বাধীনতা অশ্লীললতার লাইসেন্স না। যদি দেখেন ইসলাম এ কোন সমস্যা আছে যুক্তি দিয়ে সমালোচনা করেন, কোন সমস্যা নেই। অশ্লীললা ছড়াবেন না, এতে মানুষের আবেগের জায়গায় আঘাত লাগবে তখন এমন ঘটনা আরও ঘটবে তা নিশ্চত। । ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
শোভন মোস্তাফিজ বলেছেন: হুম।আমিও একমত