![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের ৯৯ ভাগ মানুষ কোন ধারণা বা মতবাদকে ধারন করতে পারে না হোক সেটা ইসলাম, বুদ্ধইজম, বা সেকুলারিজম। তারা ব্যাপার গুলোকে খুবই খেল বা সহজ মনে করে। ভাসা ভাসা জ্ঞান নিয়েই নিজেকে সেই আইডিয়োলজির অংশ মনে করে।সত্য বলতে, কোন একটা আইডিয়োলজির অংশ হওয়া এত সহজ না। কোন একটা ইজম বা আইডিয়োলজিকে বুঝতে হলে তার থিয়োলজিকাল ব্যাপারগুলো আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে। শুধু এক দৃষ্টিতে না। বিভিন্ন ভাবে। কারন একই টেক্সট এর বিভিন্ন রকম গ্রহণযোগ্য ব্যাখ্যা হতেই পারে। এর পর আমাদের দেখতে হবে ঐতিহাসিক প্রমান। অর্থাৎ যখন ঐ ইজম ক্ষমতায় ছিল বা পৃথিবী শাসন করেছে তখন তার প্রয়োগ হয়েছে কিভাবে। এরপর বর্তমান বাস্তবতা এবং এর সংশোধন বা পরিবর্তন। এরপর আমাদের উদ্দেশ্য এবং মানবতার কল্যাণে কিভাবে টা কাজে লাগানো যায় (মানবতা- শুধু নিজের পক্ষের লোকের না)। আমাদের দেশের সব মতবাদের সিংহ ভাগ অনুসারি মানুষেরই সমস্যা হল তারা এই ব্যাপারগুলো বুঝে না। নিজের ব্যাক্তিগত আবেগে চলে, আর ভাবে ওহ! I’m doing something great!।
আরও বিস্তারিত বলতে হবে কিন্তু আজ পারছি না। তবে শেষ কথা বলি অধিকাংশ নাস্তিকদের সমস্যা হল তারা ধর্মগুলোকে গালা গালি করে অত্যান্ত জঘন্য ভাষায়, করতেই পারে, শুধু এটা আমার মাথায় ঢোকে না এতে বিশ্বশান্তির কি উপকার হবে? নাকি সমস্যা বাড়বে? উনাদের উদ্দেশ্য কি মানবতার কল্যাণ?? এটাই তারা দাবি করে তবে সত্যি বলতে তারা অশান্তি, উওেজনা আরও বারাচ্ছেন যার প্রতিক্রিয়া অবধারিত তাদের উপর সরাসরি পড়ছে। (আমার মনে হয় গালাগালি করার কারন হল অল্প সময়ে সহজে বিখ্যাত হওয়ার খায়েস)
আর অন্য পাশের সমস্যা হল তাদের ইসলাম এর থিয়লজিকাল জ্ঞান এর ভয়াবহ রকম স্বল্পতা। আবেগের জালে বন্দী। নিজের আবেগকে অনেক বেশি গুরুত্ব দেয়।
তবে এটা সত্য তাদের ঐ ব্যাক্তিগত আবেগকে উস্কে দেওয়ার জন্য কিছু নাস্তিক এর ব্যক্তিগত আবেগ অর্থাৎ স্বল্প সময়ে বিখ্যাত হওয়ার খায়েস দায়ী।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
রোড সাইড হিরো বলেছেন: কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। ভালো লিখেছেন...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩
যাযাবর চিল বলেছেন: শুকরিয়া
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
ধূসরছায়া বলেছেন: সুন্দর করে দরকারি কথা গুলো লিখেছেন, চমৎকার!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
শোভন মোস্তাফিজ বলেছেন: চরম লেখছেন ভাই।ক্যারি অন
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯
নতুন বলেছেন: বেশির ভাগ মানুষই যুক্তি দিয়ে আলোচনা করেনা.... করতে পারেনা...
কিন্তু অবাক লাগে ফেসবুকে/অনলাইনে অনেক মানুষই কিন্তু এই হত্যায় খুশি হয়েছে...
এই অংশকে ধমান্ধতা থেকে বের না করতে পারলে এই রকমের হত্যা চলতেই থাকবে...
দরকার শিক্ষার... বিশ্বসাহিত্যের চচা`...
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৬
যাযাবর চিল বলেছেন: দরকার শিক্ষার... বিশ্বসাহিত্যের চচা > সহমত। আমার কাছে মনে হয় সমস্যা তখনই শুরু হয়েছে যখন থেকে নাস্তিকরা ধর্মকে অশ্লীল আশাব্য ভাষায় গালা গালি শুরু করছে। যেসকল নাস্তিক গালাগালি না করে জ্ঞান চর্চা করে তাদের কেউ কিছু বলে না।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
মিন্টুর নগর সংবাদ বলেছেন: হুম
০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৬
যাযাবর চিল বলেছেন: ধন্যবাদ
৭| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫
নতুন বলেছেন: নাস্তিকতা অবশ্যই ধর্মকে অশ্লীল আশাব্য ভাষায় গালি দিয়ে নয়...
০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮
যাযাবর চিল বলেছেন: নাস্তিকরা এটা বুঝলে তো হয়েই যেত সমস্যার সমাধান। । । ।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫৭
কুষ্টিয়ারশুভ বলেছেন: অভিজিৎ রায় বা রাজীবের হত্যার খবর ও আমার সন্দেহ।
অভিজিৎ রায় বা রাজীবের হত্যার ঘটনার পরই এদেরকে আমি চিনেছি বা এদের নাম জেনেছি। ইচ্ছা হয়েছে এরা কী এমন লিখতো তা পড়ে দেখার।
আমি জানি, আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের আমার মতোই অবস্থা।
কারা চায় আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তাদের ব্লগ পড়াতে?
হজরত মুহম্মদ (সঃ)-কে অভিজিৎ রায় ডাকছেন- হজরত মহা...(!)
রাজীবের মৃত্যুর পর ফেইসবুকে তাঁর কিছু নোট আমি পড়েছিলাম। তিনি হযরত মুহম্মদ (সঃ)-কে ডাকতেন ...(!)
প্রশ্ন: এরা কি পেইড ব্লগার ছিল?
যাদের দ্বারা পেইড ও নিয়ন্ত্রিত হতো তাদের উদ্দেশ্য সাধন হয়ে গিয়েছিল?
এরপর ১. প্রমাণ মুছে ফেলতে, ২. বিশাল প্রচারণার জন্যে তারাই এদেরকে হত্যা করে? ( যেমন শার্লি হেবদো সাধারণত: ছাপা হতো ৫০-৬০ হাজার, আর সন্ত্রাসী হামলার পরের সংখ্যা ছাপা হলো ৩০ লক্ষ)
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:০৮
যাযাবর চিল বলেছেন: হুম হতে পারে, তবে আমি কোন মন্তব্যে যাব না। আমি প্রশ্ন করতে পারি, কেন এটা হচ্ছে.।.।.।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:০৮
যাযাবর চিল বলেছেন: হুম হতে পারে, তবে আমি কোন মন্তব্যে যাব না। আমি প্রশ্ন করতে পারি, কেন এটা হচ্ছে.।.।.।
৯| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৮
এম এম হোসাইন বলেছেন: আল্লাহ ও তার রাসুল (স) কে যে যত গালি দিতে পারবে সে তত বেশি মুক্তমনা, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক!!!??
ভাব দেখে মনে হয় মুক্তমন ও বিজ্ঞানের ঠিকাদারি দেয়া হয়েছে তাদেরকে।
আপনি নাস্তিক হন, সমস্যা নাই, কিন্তু মানুষকে ভালবাসতে শিখুন, মানুষের প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ যেন আপনার মধ্যে থাকে। তা না হলে সাময়িক উত্তেজনা সৃস্টি করতে পারবেন হয়তো, কিছু লোককে নিজেদের দলেও পেয়ে যাবেন, কিন্তু মানুষের ভালবাসা পাবেন না।
নবী রাসুলগন ভালবাসার মাধ্যমেই মানুষের মন জয় করেছেন। তাই যুগ যুগ ধরে লক্ষকোটি মানুষ রাতের অন্ধকারে নবীর নামে দরুদ পড়ে চোখের জলে বুক ভাষায়। আপনি তাদের সাথে একমত না হতে পারেন, কিন্তু তাদেরকে দিনের পর দিন কটুকথা শোনানোর দরকার কি আপনার?
মনটাকে একটু বড় করুন। একটু সময়ের জন্য সত্যিকারের মুক্তমনা হোন, সব চিন্তা ঝেড়ে ফেলে একবার সেই বৃদ্ধলোকটির (হয়ত সে আপনার বাবা কিংবা দাদা) দিকে তাকান, তাকে অপমান করতে আপনার কি একটুকুও খারাপ লাগবেনা? আমার তো মনে হয় অবশ্যই আপনার খারাপ লাগবে যদি আপনি সত্যি সত্যি মানুষ হয়ে থাকেন। আমার
বাবাকে আমি যতটা ভালবাসি আমার নবীকে আমি তার চেয়েও বেশি ভালবাসি। এটা বুঝার ক্ষমতা যদি আপনার নাই থাকে তাহলে আপনি নিজেকে মুক্তমনা দাবি করতে পারেন কি?
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লিখেছেন