নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যার যার উৎসব সবার এবং একজন হিন্দুর একটি মন্তব্য

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:০৬





ছবিটি না দেখে মার্ক করা মন্তব্যটি পড়ুন।

(মন্তব্যেটি হলঃ একটা কথা জানেন? এগুলো সব বাইরেরে পোলাপান, একটাও হিন্দু না। আর শাঁখারিবাজার এর মাইয়ারা রাস্তায় নামে না সকালে (নামলেও চিপায় থাকে) ঘটনাটা আমার সামনেই হইছে,, ঘেন্না লাগছিলো। হারামজাদারা নিজেগোর ধর্মের ১২ টা বাজাইছে সাথে আমাগো ধর্মের অনুষ্ঠানে আইসা ফাত্রামি মারাইতাছে )

কিছু দিন পর পর বিভিন্ন ধর্মীয় উৎসব যায়, এগুলোতে অনেক কিছুই হয় যা হওয়া মোটেও উচিত না। কিছু মানুষ এটা নিয়ে লেখা লিখি করে। তবে অবস্থায় উন্নতি খুব একটা হচ্ছে না।

হলি একটি ধর্মীয় বিশ্বাসের অংশ। যা আমি বিশ্বাস করি না তাতে অংশ নেয়া, বাহ্যিক দিক দিয়ে কপটতা, ধর্মীয় দৃষ্টিতে নিষিদ্ধ (আমরা থোরাই কেয়ার করি)। এবার আমি এগুলো নিয়ে কোন পোস্ট দেব না বলে ঠিক করেছিলাম। তবে শেষ পর্যন্ত দিচ্ছি, কিছু ছবি দেখলাম হিজাব পরা মেয়েরাও রাধা এবং গোপী সেজে তাদের কৃষ্ণের সাথে রং লীলায় মত্ত হয়েছে। এত বেশি রং লাগিয়েছে সারা অঙ্গে, (শ্রী কৃষ্ণকীত্তন এ যেমন বর্ণনা) আমার সন্দেহ আছে সয়ং গোপীও এত রং লাগিয়েছিল কিনা।

আগে আমার বিশ্বাসের কাউকে এসব উৎসব উদযাপন করতে দেখলে খারাপ লাগতো, এখন আর লাগে না। তবে যারা পোশাকে অন্তত ইসলামকে ধারন করে তাদের এই সব লীলায় মত্ত দেখলে খারাপ লাগে। কি জানি কিছুদিন পর হয়তো এটাও লাগবে না.....

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: আসলে কি ওরা মুসলমান নাকি হিন্দুই আবার মুসলিম সেঝে মুসলিমকে বোকা বানাচ্ছে কে জানে । আল্লাহু পরম ক্ষমাশীল ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৫

যাযাবর চিল বলেছেন: সুযোগটা তো করে দিছে আমাদের কিছু কিট

২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪

রাজীব দে সরকার বলেছেন:
মন্তব্য দেখলাম

এবার ছবির কথায় আসি
পুরোটা জিনিসটা না জেনে কোন কিছু শেয়ার দেওয়া স্মার্টনেস না

এটা একটা আবালের মতো কাজ, শিক্ষিত আবাল!!।

লিঙ্ক

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৮

যাযাবর চিল বলেছেন: মহাজ্ঞানী সাহেব আমার ব্লগের প্রথম লাইনটি পড়ুন।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

যাযাবর চিল বলেছেন: "কমেন্ট দেখতে" ছবি না। তারা কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিংবা আমার কোন আগ্রহও নাই। আমার পয়েন্ট ঐ কমেন্টটা, ছবি না
। বঝেছেন মাহজ্ঞানি দাদা >??

৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫২

নাহিদ রুদ্রনীল বলেছেন: লেখক সাহেব, রাজীব ভাইয়ের লিংকে ঢুকে পুরো ঘটনার বিস্তারিত দেখে আসুন। আশা করি সব বুঝতে পারবেন।

রাজীব ভাই লিংকের জন্য আপনাকে ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:০১

যাযাবর চিল বলেছেন: তারা কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিংবা আমার কোন আগ্রহও নাই। (স্পষ্ট দেখা যাচ্ছে কি করছে)। আমার পয়েন্ট ঐ কমেন্টটা, ছবি না। বুঝেছেন দাদা??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.