নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

পরাজিত মানবতা, হীন জাতি #RohingyaStory1

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৪২


ব্যাক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ। এবং দেশের চেয়েও বড় মানবতা। মিয়ানমার এর বাংলা ভাষাভাষী মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চলছে কয়েক দশক ধরে। বিশ্বের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর এতে তেমন নজর নেই, শধু আল জাজিরা মাঝে মাঝে একটু কথা বলে। সেটা এত আস্তে যে কারো কান পর্যন্ত পৌছে না। জাতিসংঘ লেজ নারে যথারীতি, তার কাজ শুধু ছড়ানো বিশ্বগীতি।
আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা একদমই আসে না। মাঝে মাঝে আসে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে, এতে দেশের খাদ্য ঘারতি হবে, সমস্যা হবে, আমাদেরই বেকারত্ব সমস্যা ইত্যাদি ইত্যাদি। এটা কখনও আসে না যে এক পরিবারের সকলকে হত্যা করা হয়েছে, মা তার শিশুকে নিয়ে অনেকটা বিনা কাপড়ে কোন পালিয়ে নাফ নদী সাঁতরে পার হয়ে বাংলাদেশে ঢুকেছিল আর আমারা তাকে কয়েক ঘণ্টা দাঁর করিয়ে রেখে লাত্থি মেরে আবার কসাইদের বার্মাতে ফেরত পাঠিয়েছি। না শেষ পর্যন্ত সে ফিরতে পারে নাই, তার আগেই...........
আচ্ছা মিডিয়ার কথা ছেড়ে দিলাম, আমাদের সাধারন মানুষ এর কি অবস্থা? এই ইস্যুতে আমরা মিডিয়াকেই সাপোর্ট করে বেশিরভাগ মানুষ। আমরা এখন তুচ্ছার্থে "রোহিঙ্গা" শব্দটি ব্যবহার করি। জাতি হিসেবে আমরা কতটা হীন/নিচ............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


রোহিংগারা নিজ বিপদের সময় সঠিকভাবে নিজকে তুলে ধরেনি; সৌদী কিছু রোহিংগা নিয়েছিল, ওরা সেখানে ক্রাইম করছে; ওরা বাংলাদেশে ক্রাইম করছে।

ওরা বার্মাতে সব হারানোর পর, সুস্হ মাথায় কোন পদক্ষেপ নেয়নি।
যাক, ওরা যদি মালয়েশিয়া চলে যায়, কিছুটা শান্তি পাবে; মগের মুল্লুকের মানুষ ওদের চায় না।

১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৬

যাযাবর চিল বলেছেন: বাংলাদেশে কি ক্রাইম করছে??? আমি এমনকি প্রথম আলুতেও তেমন কোন খবর দেখি নাই। আর ভাই ভাল বলছেন (য়) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.