নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

মূত্রত্যাগ রোধে পিকে থেরাপি এবং সামান্য দুঃচিন্তা

১২ ই মে, ২০১৫ রাত ১২:২৭

প্রতারণা করা খারাপ- এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
এখন যুক্তি দেখানো হচ্চে প্রতারণা করে ভাল কাজ করা যেতেই পারে। এজন্য দেয়ালে আরবি লেখা হচ্ছে, দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তারা আরবি দেখলে ভাববে কুরআনের কথা তাই সেখানে মূএ ত্যাগ করবে না। [এই আইডিয়াটি ভারত থেকে আমদানি করা। রাস্তার পাশে মূত্র ত্যাগ ঠেকাতে ভারতে ওয়াল এর গাঁয়ে বিভিন্ন দেবতার ছবি আঁকা হয়। এটা জানতাম। পিকে মুভির কল্যাণে এখন মোটামুটি সবাই জানে। তবে যতদূর জানি এতে খুব বেশি লাভ হয়নি] প্রশ্ন হল প্রতারণা করে ভাল কাজ কতটা ঠিক???
হ্যাঁ। এটা সত্য, মানুষকে বোকা বানিয়ে হয়তো কিছু দিন অব্যস্থা ভাল থাকবে। কিন্তু যখন মানুষ জানতে পারবে আসল ঘটনা তখন আরবি তথা ধর্মের প্রতি শ্রদ্ধা কমে যাবে। যার প্রভাব মারত্নক। এমনতেই সমাজের নৈতিক অব্যস্থান খুব বেশি একটা ভাল না। এটা তা আরও নিচে নামিয়ে দেবে।
আর একটি ব্যাপার আরবি হিন্দুদের কাছে সম্মান এর না। তারা কেউ যদি বাধ্য হয়ে এর উপর মুত্র ত্যাগ করে এবং এটা নিয়ে যদি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়। তাহলে তার দায় কে নেবে??
আমাদের মূল সমস্যা দেখতে হবে। সেটা হল দেশে পাবলিক টয়লেট এর পরিমান খুবই কম এবং বলতে গেলে তা ব্যবহার এর অযোগ্য। এটার সমাধান করা দরকার।
মন্তব্য: সমস্যা সমাধান না করে উল্টো নতুন সমস্যা তৈরি করা হচ্চে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ১২:৪৩

বাংলার জামিনদার বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক, ধর্মীয় অনুভুতির ক্যাচাল যে কবে লেগে যায় কে জানে।

১২ ই মে, ২০১৫ রাত ১১:১০

যাযাবর চিল বলেছেন: হুম। । ।

২| ১২ ই মে, ২০১৫ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:

ইডিয়টদের বুদ্ধিকে ইডিয়টদের মতোই।

৩| ১২ ই মে, ২০১৫ সকাল ৭:৫১

কেএসরথি বলেছেন: আচ্ছা একটা কথা জানতে চাই, একটু ভেবে উত্তর দেবেন।

আমি কখনই বিশ্বাস করিনা আমাদের নেতা-নেত্রীরা বোকা। তারা যথেষ্ট বুদ্ধির অধিকারী। তাহলে এই বুদ্ধিমান মানুষেরা কিভাবে সাম্প্রদায়িক দান্গা/মারামারির কথা ভূলে গেল??

বলুনতো আমাদের দেশে হিন্দুদের উপর অত্যাচার করা হলে কোন প্রতিবেশী দেশ সবচেয়ে তাড়াতাড়ি নাক গলাতে পারবে??

তাহলে কি এই আরবী লেখার ব্যবহার ভূল করে করা হয়েছে নাকি ইচ্ছা করে?

১২ ই মে, ২০১৫ রাত ১১:১১

যাযাবর চিল বলেছেন: আপনার কথাটা লজিকাল।

৪| ১২ ই মে, ২০১৫ সকাল ৮:১১

শাহরীয়ার সুজন বলেছেন: এই বুদ্ধি ১মে যার মাথা থেকে বেড় হয়ছে, ওর কানসির নিচে দুইটা চোপার দেয়া দরকার।

যতোসব আকাইম্মা চিন্তা-ভাবনা!

১২ ই মে, ২০১৫ রাত ১১:১১

যাযাবর চিল বলেছেন: খাঁটি কথা বলেছেন ভাই :দঃ

৫| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৫১

বিদগ্ধ বলেছেন: আপনার মন্তব্যে আমি একমত।

১২ ই মে, ২০১৫ রাত ১১:১১

যাযাবর চিল বলেছেন: শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.