![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরশাদ চাচা ইসলামকে রাষ্ট্রধর্ম করার আগে দেশে ইসলাম যেমন ছিল, রাষ্ট্রধর্ম করার পরে তেমনই আছে।
ইসলামকে রাষ্ট্রধর্ম করার আগে দেশে অন্য ধর্মের অবস্থা যেমন ছিল, ইসলামকে রাষ্ট্রধর্ম করার পরের তেমনই আছে।
আমাদের সংবিধানে ইসলামের মর্যাদা অনেকটা জাতিয় পাখির মত। সংবিধান মতে আমাদের দেশের জাতিয় পাখি দোয়েল। কিন্তু দোয়েল নিজেও জানে না যে সে এই দেশের জাতিয় পাখি বা এজন্য সে কোন সুবিধাও পায় না। কিংবা অন্য পাখিরা কোন অসুবিধায়ও পরে নাই।
ইসলামও, রাষ্ট্রধর্ম এজন্য সে নিজেও কোন সুবিধাও পায় না। বা অন্য ধর্ম কোন সমস্যায়ও পরে নাই।
পুরোটাই রাজনিতি। চাচা এরশাদ এক রাজনিতি করে এটাকে সংবিধানে ঢুকিয়েছিলো। এখন আর এক রাজনিতি করে এটাকে সংবিধান থেকে বের করার চেষ্টা করেছে একপাল সুশিল। অন্য একদল আরেক রাজনৈতিক চাল দিয়ে দিলো হরতাল।
অর্থাৎ, আমাদের মনের সবচেয়ে নির্মল, নিখাদ অনুভূতি "ধর্ম" নিয়ে অত্যান্ত নোংরা ভাবে খেলা হচ্ছে। একদিন এর বিচার হবে। সরকারই করবে.........
[ এটা আমাদের গনতান্ত্রিক দেশ। ৫২ থেকে ৭১, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই গনতান্ত্রের জন্য। বেশির ভাগ মানুষ যেটা চায়, সেটাই হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬
মাসূদ রানা বলেছেন: ইসলামও, রাষ্ট্রধর্ম এজন্য সে নিজেও কোন সুবিধাও পায় না। বা অন্য ধর্ম কোন সমস্যায়ও পরে নাই।

ইসলামের উদ্দেশ্য ইসলামের সুবিধা বাড়ানো নয় । ইসলামের উদ্দেশ্য মানুষের সুবিধা প্রতিষ্ঠিত করা, মানুষের ভালো করা । রাষ্ট্রধর্ম ইসলাম থাকা বা না থাকা তেমন গুরুতর কোন ব্যপার নয় । তবে সাম্প্রতিক সময়ে কমিউনিস্ট পন্থীরা ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দেয়ার জন্য যেসব শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রকাশ করেছে, সেটা তাদের ছোটলোক মানসিকতারই বহি:প্রকাশ । এতে ইসলামের কোন সম্মানহানী ঘটেনি, বরংচ তাদের কদর্জ চেহারা প্রস্ফূটিত হয়ে পড়েছে সবার সামনে