![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১২ রবিউল আউয়াল। বেশির ভাগ মুসলিমদ ১২ রবিউল আউয়ালকে মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে বিশ্বাস করেন।
বিখ্যাত ইতিহাসবেত্তা এবং তাফসিরকারক ইসমাইল ইবনে কাছির তার "আল বিদায়া ওয়ান নিহায়া" বইয়ে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন কবে সে সম্পর্কে বর্ণনা করেন। তিনি এ ব্যাপারে যে মত গুলা প্রচলিত ছিল তা বিস্তারিত বর্ণনা করেন
প্রথম মত- আবু মায়াসা (-১৭১ হিজরি), ইবনে আব্দুল বার(-৪৬৩ হিজরি), আল ওয়াকিলি (-২০৭ হিজরি) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ২ রবিউল আউয়াল ।
দ্বিতিয় মত- ইবনে হাজম, ইমাম মালিক, আজ জুহুরি (১২৮), মুহাম্মাদ ইবনে জুবাইর এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ৮ রবিউল আউয়াল।
তৃতিয় মত- ইবনে আসাকের, হযরত জাফর সাদিক (রাসুল সাঃ চতুর্থ বংশধর) এর মতে হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম তারিখ ১০ রবিউল আউয়াল।
চতুর্থ মত- ইবনে ইসহাক ( ৮৫ -১৫০ হিজরি)- ১২ রবিউল আউয়াল। তবে এর কোন বর্ণনাকারি নেই। ইবনে ইসহাক নিজে লেখেন। তিনি রেফারেন্স উল্লেখ করেন নি।
কোন কোন বিশেষজ্ঞ বলেন ১৭ রবিউল আউয়াল। কেউ কেউ মত প্রকাশ করেন ২১ রবিউল আউয়াল।
প্রথম মক্কার ইতিহাস লেখেন জুবাইর ইবনে বাক্কার (২৫৬ হিজরি)। তিনি বলেন হজরত মুহাম্মাদ সাঃ এর জন্ম গ্রহণ করেন রমাদান মাসে রবিউল আউয়াল মাসে না।
এই সবগুলা মতের মধ্যে ১০, ৮ এবং ২ তারিখের মত দিয়েছেন যারা, তারা ইতিহাসে অনেক বেশি বিখ্যাত এবং তাদের অবস্থান জ্ঞানের জগতে ইবনে ইসহাকের অনেক উপরে। একাডেমিকালি ১০, ৮ এবং ২ তারিখ এর মত ১২ তারিখের মতের চেয়ে বেশি গ্রহণযোগ্য।
১২ রবিউল আউয়াল জনপ্রিয় হওয়ার কারনঃ
এক- ইবনে ইসহাক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন। সিরাতে ইবনে ইসহাক সবচেয়ে বিখ্যাত সিরত গ্রন্থ। প্রায় সব সিরাত গ্রন্থ ইবনে ইসহাকের কপি-পেস্ট।
দুই- প্রথম মিলাদুন নবি সাঃ পালন করা হয় ১২ রবিউল আউয়ালে। মিশরের ফাতেমি সাম্রাজ্যের রাজা আল আমর ৫১৭ হিজরিতে প্রথম মিলাদুন নবি উৎসব চালু করেন। জন্মদিন পালন করা ইসলাম বা আরবদের মধ্যে কখনওই ছিল না। এই ফাতেমিরা ছিল শিয়াদের একটি চরমপন্থি দল। বর্তমান ইসমাইলিয়া আগা খান পরিবার এই ফাতেমিদের বংশধর। ফাতেমিরা ৩০-৪০ টি নতুন উৎসব চালু করে। মিলাদুন নবি উৎসব তার মধ্যে অন্যতম। এর ১৫০ বছর পর সুন্নিদের মধ্যে প্রথম মিলাদুন নবি পালন শুরু হয়। ৬৭০ হিজরিতে মসুলের [বর্তমান ইরাকের একটি শহর] গভর্নর উমর আল মওলা প্রথম মিলাদুন নবি পালন করা শুরু করেন। এরপর বিভিন্ন গভর্নর এই উৎসব গ্রহণ করে। এবং ক্রমেই এই উৎসব খুবই জনপ্রিয়তা লাভ করে, অত্যান্ত জাঁক-জমক পূর্ণ ভাবে পালন হওয়া শুরু হয়। বিভিন্ন প্রদেশের গভর্নর প্রতিযোগিতা শুরু করে। এবং ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মাদ সাঃ এর জন্মদিন হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায়।
আরও বিস্তারিত জানতে পড়তে পারেন-
http://muslimmatters.org/…/the-birth-date-of-the-prophet-a…/
[বিঃদ্রঃ]
তবে হ্যাঁ ১২ রবিউল আউয়ালের ব্যাপারে একটা নন-মুসলিম সোর্স আছে। হিন্দু লিটারেচারে ১২ তারিখের রেফারেন্স আছে। কাল্কি পুরাণের দুই নম্বর অধ্যায়ের ১৫ নম্বর চ্যাপ্টারে উল্লেখ আছে, কাল্কি অবতার মাধব মাসের দ্বাদশতম দিনে জন্মগ্রহন করবেন। [কল্কি পুরান পুরাটা মুহাম্মাদ সাঃ এর ব্যাপারেই বিস্তারিত ভবিষ্যৎ বানী]
১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩
যাযাবর চিল বলেছেন: ভাই ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান একবারেই শূন্য। জিরো নলেজের কারো সাথে আমি আলোচনা করি না। শুধু উত্তর দিচ্ছি পরে আর রিপ্লাই করবো না। একটু পড়াশোনা করে আসেন এরপর আলোচনা হবে বিস্তারিত।
উত্তর- ইসলাম থিওলজি মতে, আল্লাহ প্রত্যেক জাতির কাছেই নবী পাঠিয়েছেন। সময়ের আবর্তে তা বিকৃত হয়ে গেছে। তবে যতই বিকৃত হোক না কেন, কিছু সত্য থাকে। মুহাম্মাদ সাঃ হবেন শেষ রাসূল, যিনি সারা দুনিয়ার সব মানুষের রাসূল হবেন। তাই প্রত্যেক নবী, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর ব্যাপারে তাদের উম্মাহকে বলে গেছেন। এই উপমহাদেশেও আল্লাহ নবী পাঠিয়েছিলেন। কল্কি পুরান হয়তো সেই নবীর কথা লিপিবদ্ধ রেখেছে।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
আহলান বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট ... ওনার জন্ম ও ওফাত দিবস একই দিন হিসাবে পালিত হয়। এমনটি নাকি ৬৩ বছর পর পরই হয়ে থাকে। গবেষক গন ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
এই আমি রবীন বলেছেন: আন্দা’র হাতে থার্মোমিটার দিলে সে ০ ও কি বুঝবে, ৯৮ ও কি বুঝবে? তার কথার কোন মূল্য আছে? আপনি ও আপনার মত কিছু লোক আছে জন্মান্ধ। কি আর করা।
আপনাদের স্ব-বিরোধীতা: কোরাণে সব কিছু আছে। (শুধু কোরাণ পড়ে ইসলামকে জানা যাবে না। হাদিস আছে, সিরাত আছে, আলেম আছে, মুফতি আছে....।)
শিলা (Hail) কি আকাশে অবস্থিত কোন শিলাস্তুপ (sky mountains/ heaven mountains) থেকে নিক্ষিপ্ত হয় (Quran 24:43) ?
১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
যাযাবর চিল বলেছেন: এটাকে বলে শয়তানী। একটা টপিক শেষ করে এরপর অন্য টপিকে যান। ভাসা ভাসা কথা বলা মানে সময় নষ্ট করা।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
এই আমি রবীন বলেছেন: আপনি উত্তর দেয়াতে খুব খুশী হইছি।
রতনে রতন চিনে..........। আপনি ‘এক্সপার্ট’ লোক।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
এই আমি রবীন বলেছেন: "হিন্দু লিটারেচারে?"
আপনারা হিন্দু ধর্ম কে স্বীকার করবেন না, খ্রীস্টান ধর্মকে স্বীকার করবেন না, ইহুদী, বৌদ্ধ, জৈন কোন ধর্মকেই আপনারা ধর্ম হিসাবে মানবেন/স্বীকৃতি দিবেন না। তবে স্বার্থের বেলায় ঠিকই কল্কি (পুরান) টানবেন।
যাইহোক, নবীর জন্মবৃত্তান্ত জানার জন্য নিশ্চয় কিছু পড়া লেখা করেছেন, এঠুকুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোথাও থেকে কপি-পেষ্ট মারলে .............