![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকবরের থিংক ট্যাংকরা সব ধর্ম এক করে দ্বীন ই ইলাহি নামে একটি অভিনব দর্শন তৈরি করে। দ্বীন ই ইলাহির প্রভাব আরও দৃঢ় করতে ইসলামি হিজরি ক্যালেন্ডার সরানোর চিন্তা করেন। সেই চিন্তাধারা থেকে আকবরের আদেশে তার অন্যতম প্রধান উপদেষ্টা বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করেন। এই ক্যালেন্ডার বানানোর ক্ষেত্রেও ফতেহউল্লাহ সিরাজি দীন ই ইলাহির কৌশল অনুসরণ করেন। ক্যালেন্ডারের প্রথম বছর করা হয় হযরত মুহাম্মাদ সা: মক্কা থেকে মদিনায় হিজরতের বছর অর্থাৎ হিজরী সনের উপর ভিত্তি করে। আর মাস গুলার নাম নেওয়া হয় হিন্দু মিথলজি থেকে [https://goo.gl/pt8s94] । ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে এই ক্যালেন্ডারের সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই ক্যালেন্ডারের নাম ছিল তারিখ-ই-ইলাহী [https://goo.gl/VPEY0B] বা ফসলি সন, পরে এই তারিখ-ই-ইলাহী বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত পায়।
#পহেলা_বৈশাখের_ইতিহাস_পাঠ ১
#KnowYourHistor
২| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮
ধ্রুবক আলো বলেছেন: পুরোনো খবর, তবুও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্যতিত সবাই এসব তথ্য আগেই জানতেন, আপনি হয়তো আপনার জন্মের সামান্য কিছুদিন আগে শুনেছেন।