![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#১
শেখ মুজিবঃ এ কি শুনছি। আপনার শিক্ষকেরা নাকি আমার বিরুদ্ধে কথা বলছে?
আব্দুর রাজ্জাক স্যার - বললোই বা। আপনে না বঙ্গবন্ধু, জাতির পিতা। তো তারা আপনেরে নিয়া আলোচনা করবে না তো কি আব্দুর রাজ্জাককে নিয়ে আলোচনা করবে?
-জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারক গ্রন্থ, ১৮৯ পৃষ্ঠা
#২
"নাইনটিন সিকস্টি নাইন থেইক্যা নাইনটিন সেভেনটি টু পর্যন্ত শেখ সাহেব যারেই স্পর্শ করছেন, তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। হের পরের কথা আমি বলবার পারুম না"।
-যদ্যপি আমার গুরু, ৭৩ পৃষ্ঠা
#৩
"সেভেন্টিটুতে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন ত আদব লেহাজ আছিল খুব ভালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনের হাতে ত অখন দেশ চালাইবার ভার, আপনে অপজিশনরে কী করবেন। অপিজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে। জওহরলাল নেহেরু ক্ষমতায় বইস্যাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপজিশন পাটি গইড়্যা তোল। শেখ সাহেব বললেন, আগামী নির্বাচনে অপজিশান পাটিগুলা ম্যাক্সিমাম পাঁচটার বেশি অাসন পাইব না। আমি একটু আহত অইলাম, কইলাম, আপনে অপজিশনরে একশো সিট ছাইড়্যা দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইল্যা আইলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান অইবার সুযোগ দিছিল। তিনি এইডা কামে লাগাইবার পারলেন না"।
-যদ্যপি আমার গুরু, ৭৩ পৃষ্ঠা
২| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু ছিলেন 'বাঙালির দেবদূত'! পরাধীন জাতিকে মুক্তি দিতে আল্লাহ তাঁকে পাঠিয়েছিলেন সবুজ-শ্যামলে ঘেরা পলিমাটির দেশে।
৩| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ এক জন মানুষ।
৪| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৮
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম জানলাম।
কিছু কিছু ব্যাপার আছে যা নিয়ে ভাবতে বসলে বর্তমান আর অতীতের মধ্যে এক আকাশ ফারাক বের হয়ে যায়।
৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো পোস্ট।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১২
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে আমাদের এই তথ্যটি জানানোর জন্য। আহমদ ছফা অসাধারণ একজন লেখক। তার যদ্যপি আমার গুরু সবার অবশ্যই পড়া উচিৎ