নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Time and tide wait for none

ছামিউন জামান ছামি

Time and tide wait for none

ছামিউন জামান ছামি › বিস্তারিত পোস্টঃ

কী কী অভ্যাসের কারণে ভবিষ্যৎ খারাপ হতে পারে

২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০


ভবিষ্যত ভালো করার জন্য ভালো ভালো অভ্যাস গড়ে তুলুন, কিন্তু খারাপ করার জন্য কয়েকটি সাধারণ বাজে অভ্যাস বলছি, দেখুন তো আপনার সঙ্গে মিলছে কিনা--

১. দিনে ফেসবুক, ওয়াটস অ্যাপ, ইন্সট্রাগ্রাম, কোয়ারা, ইউটিউব মিলিয়ে ৫/৬ ঘন্টা ব্যয় করছেন।

২. টাকা ইনকাম করা উচিত জেনেও আপনি টাকা ইনকামের ব্যাপারে নতুন কিছু শিখছেন না।

৩. ভালো কম্পিউটার কোর্স আজ করবো কাল করবো বলে পিছিয়ে যাচ্ছেন।

৪. রোজই ভাবছেন সঞ্চয় জরুরি কিন্তু দিনের শেষে আপনার সঞ্চয় জিরো। ভবিষ্যতে ভালো থাকতে সঞ্চয় জরুরি।

৫. অকারণে বিছানায় পরে থাকা, চায়ের দোকানে আড্ডা মারা আপনার ভবিষ্যতের বারোটা বাজাবে

৬. ওয়ান সাইডেড সম্পর্কে থেকে একটা ছেলের বা একটা মেয়ের পিছনে বছরের পর বছর সময় ব্যয় করছেন।

৭. বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু কতগুলো নতুন স্কিল আপনি শিখেছেন?

৮. সিনেমা নায়কের মতো বড়ো বাইক কিনে খুব দামি জামা প্যান্ট পরে ঘুরে বা একটা নায়িকার মতো একটা মেয়েকে পটাতে পারলেও দিনের শেষে আপনার অবস্থান কোথায়? দু দিন পরে আপনার পকেটে টাকা না থাকলে ওই মেয়েটাই আপনাকে লাথি মেরে পালাবে।

৯. টিনএজ ম্যাগাজিন পরে দিবাস্বপ্নে ভাসবেন না, প্রতিটি কাজকে যথাযথ প্ল্যান করে করুন

১০. সর্বশেষ একটা কথা মাথায় রাখবেন, টাকা ইনকাম করুন, সঙ্গে দানধ্যান করুন, মানুষের ভালোবাসা শ্রদ্ধা এইগুলোও অর্জন করুন, ভবিষ্যতে এগুলোও আপনার দিনকে শুভময় করে তুলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.