নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো বন্ধুরা আসা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি Itel Vision 2 এর রিভিউ নিয়ে।
তো শুরু করা যাক।
এই ফোন টা আমাদের দেশের বাজার এ লন্জ করে 2020 সালের জানুয়ারি মাসে।
বর্তমানে এই ফোনটি Gradation Green এবং গাঢ় নীল এই দুই কালারে পাওয়া যাচ্ছে।
WLAN ✅ হিসেবে রয়েছে Wi-Fi Direct এবং Wi-Fi hotspot যা খুব ভালো ভাবেই কোন রকম সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে।
Bluetooth ✅ হিসেবে পাচ্ছি v4.2
আর ও রয়েছে
GPS ✅ সিস্টেম যা A-GPS
অন্যান্য ফোনের মতো এই ফোনেও রয়েছে FM Radio এবং Recorder
USB v2.0 আছে Itel এর এই ফোন এ
USB Type-C ✖
Body
Style Minimal Notch
ফোন টির বডি পিল্সাটিক বডি
ফোন টি Water Resistance ✖
Dimensions 155.3 x 73.5 x 8.5 mm thickness
Itel Vision 2 ফোনের ওজন 169
Display
ফোনের ডিসপ্লে Size 6.6 inches
Resolution HD+ 720 x 1600 pixels (282 ppi)
Technology IPS Touchscreen
Protection ✖
Features Multitouch
Back Camera
Resolution Tripl
e 13+2+0.3 Megapixel
Features Autofocus, LED flash, 4x zoom, macro, depth
Video Recording Full HD (1080p)
পেছনের ক্যামেরায় কেমন ছবি ওঠে তা একটু দেখা যাক
Front Camera
Resolution 8 Megapixel
Features
Video Recording Full HD (1080p)
Battery
আইটেল ভিশন 2 ফোন এ ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 4000 mAh নন রিমোভাল ব্যাটারি
অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড টেন (Go Edition)
চিপসেট Unisoc
ফোনের RAM পাওয়া যাবে 2 জিবি ও 3 জিবি
Processor রয়েছে Octa-core, 1.6 GHz যা মোটামুটি ভালোই পারফম করে।
GPU রয়েছে PowerVR IMG8322
Storage
ROM 32 ও 64 GB যা এই দামে অবিশ্বাস্য
MicroSD Slot ✅ সর্বোচ্চ 128 GB মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। (dedicated slot)
ফোনের পিছনে রয়েছে Fingerprint
Face Unlock ✅ তো থাকবেই যা খুব ভালো লেগেছে আমার কাছে।
ফোনটি বাংলাদেশ এ তৈরি করা হয়েছে যা আমাদের বাংলাদেশের গর্ব।
তো এই ছিল আজকের মতো আসা করি আপনাদের
কাছে এই ফোন আমি নিয়ে ভালো ভাবে ধারণা দিতে পেরেছি
ধন্যবাদ আসা করি ভালো থাকবেন।
©somewhere in net ltd.