![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরাঘুরির পাগল আমি। সমস্যা শধুই টাকা!! কি আর করা। চায়না যেতে মন চাইতাসে। ভারতের পর কম খরচে নেপাল, ভূটান ছাড়া আর কি বা আছে....।মালায়সিয়া তো ঘুরসি। থাইল্যান্ডও আল্লাহ চাইলে এই বছর যাব। হটাত google maps দেখতে দেখতে মনে হল বাই রোড এ চীন যাওয়ার কোন রাস্তা আছে নাকি, মানে চেকপোস্ট/ বর্ডার?? থাকলে বা ঢুকা গেলে ইন্দিয়ার ডবলএন্ট্রি ভিসা নিয়ে খুব কম খরচে ঘুরে আসা যায়.......এই বিষয়ে কোন ভাই-ব্রাদারের ধারনা থাকলে দয়া করে আওয়াজ দেন।
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
রহমান সাম্য বলেছেন: ভাই মজা পাইলাম
২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:১২
পথহারা নাবিক বলেছেন: বার্মা গেলে আওয়াজ দেন!!
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫
রহমান সাম্য বলেছেন: ভাইজান, কবে যাবেন, খরচ কেমন? বাইরোডে যাওয়া যায় নাকি??
৩| ০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪৩
নিশি মানব বলেছেন: মোটাম্যটি দেশ বিদেশে গঝুরে এসেছেন মনে হয়। এই নিয়ে কিছু লি৮খুন। অভিজ্ঞতা শেয়ার করুন। আমাদের কাজে আসতে পারে।
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
রহমান সাম্য বলেছেন: ভাই খুব বেশি না। ভারত, মালায়সিয়া, সিঙ্গাপুর দর্শন করলাম। তাও আবার ভারতের কলকাতা, হুবুহু বাংলাদেশ অথবা আরও কম উন্নত মনে হইসে। মালায়সিয়া ভালো ও সুন্দর। প্রাকেতিক সুন্দর, সাধারন জীবনযাত্রা। র সিঙ্গাপুর দেখে হতাশ। ছোটবেলা থেকে যা শুনছি অনেক উন্নত, সুন্দর সেরকম মনে হয়নি। তবে নিয়ম-শৃঙ্খলা সেইরকম। অনেক খরচ ও!!
৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪
পেইচিং বলেছেন: মিয়ানমার থেকে চীনে (খুনমিং বর্ডার) আসতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে মিয়ানমার যা্ওয়ার উপায় আমার জানা নেই। সেক্ষেত্রে তো আপনাকে মিয়ানমারের ভিসা্ও নিতে হবে।
খুনমিং আসলে চীনের দর্শনীয় স্থানের বেশিরভাগই দেখতে পারবেন। কারণ দক্ষিণ চীনেই দর্শনীয় স্থান বেশি।
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯
রহমান সাম্য বলেছেন: দরকার হলে ভিসা নিলাম। আপনি কি গাছিলেন? তবে ভাই তত্থের জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩
সেতু আমিন বলেছেন: হন্টন পদ্ধতিতে ট্রাভেল করেন।