নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারন একটা ছেলে। দেশ বিদেশ ঘুরতে খুব পছন্দ করি।

সম্রাট আলম

সম্রাট আলম › বিস্তারিত পোস্টঃ

Petronas Twin Towers Malaysia.

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

মালয়েশিয়া KLCC Tower . মালয়েশিয়া যতগুলি পর্যটক জায়গা আছে তার মধ্যে এটা অন্যতম । মালয়েশিয়া আসার পর এটা দেখার লোভ সামলাতে পারছিলাম না। আমরা ৩ জন বন্ধু বের হলাম দেখার জন্য। আগে থেকেই আমরা তথ্য নিয়েছিলাম কোন সময় কামন দেকতে হয় এটা। এটার রুপ নাকি একেক সময় একেক রকম দারণ করে। দিনের বেলা একরকম সন্ধার বেলা আর একরকম এবং রাতের বেলা অন্যরকম। আমরা টিক ৫ টায় বের হলাম কারন মালয়েশিয়ায় ৭ টায় সন্ধ্যা হয়। আমরা ভাবছিলাম এটা সুধু মাত্র বড় ধরনের একটা বিল্ডিং হবে। কিন্তু আমরা আমাদের ধরনা ভুল ছিল । আমরা গিয়ে দেখলাম এখানে সুন্দর বাগান আছে লেক আছে এবং সুউস বিল্ডিং আছে। তো দিনের বেলা একরকম দেখলাম। ভাল লাগল কিন্তু খুব একটা না।মজা পেলাম সন্ধার সময়। টিক ৭ টার পর।খুব সুন্দর একটা গান ছাড়া হল আর লেকে পানির নাচ শুরু হল.৭ টা থেকে ৮ টা পর্যন্ত এই পানির নাচ চলে। আমরা সত্যি মুগ্ধ পানির নাচ দেখে। এত সুন্দর যে না দেখে বুজানো যাবে না। একটা করে গান শুরু হয় সেই গান অনুযায়ী পানির নাচ চলে।

দিনের বেলাই KLCC. এটা Internet থেকে নেওয়া।


সন্ধার সময় আমার তোলা কিছু ছবি।



পানির অপরুপ নাচ।








আজকে এই পর্যন্ত । যেহেতু নতুন আমি তাই বাংলা বানান ভুল এবং অন্য কিছু ভুল হলে ক্ষমা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.