নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামুর বুকে ফিরে আসা কিছু ব্লগারের লিস্ট এবং ফিরতে চাওয়া/ফিরে আসা ব্লগারদের ৩ টি সমস্যার সমাধান!

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩২



সামুতে কিছু পুরোন ব্লগারেরা ফেরা শুরু করেছেন। এটা সামুর জন্যে অবশ্যই ভালো একটি সাইন। সামু যেসব কারণে অনেক গুণী ব্লগার হারিয়েছিল, সেসব সমস্যা আজ আর নেই বললেই চলে।
আজকাল সামুতে মাল্টিনিকের ক্যাচাল তেমন একটা দেখা যায়না। পোস্ট চুরি হবার চ্যান্স নেই যেহেতু কপিপেস্ট ফিচার বন্ধ। মাঝখানে সামুর ওপরে একটা বড় ঝড় এসেছিল যেকারণে সামুতে ঢোকাই যাচ্ছিলনা। কর্তৃপক্ষের অসীম ধৈর্য্য, পরিশ্রম ও সাহসিকতায় সেই সমস্যাও সমাধান হয়েছে। আরেকটি পয়েন্ট হচ্ছে ফেসবুক সহ অন্য যেসব প্লাটফর্মের কারণে কিছু কিছু ব্লগারেরা ব্লগ ছেড়েছিলেন, সেসবে সৃষ্টিশীলতার চেয়ে বেশি শো অফ কালচারের অনুশীলন হয়। এতে করে মেন্টাল হেলথ সাফারড হয় যা নানা গবেষনায় প্রমাণিত। সেজন্যেও অনেক ফেসবুক লেখক ব্লগের দিকে ঝুঁকতে পারেন। সবমিলে হারিয়ে যাওয়া ব্লগারদের জন্যে একটি পারফেক্ট সময় পুনরায় সামুতে ফেরার।

নিচের লিংকগুলো ফিরে আসা ব্লগারদের আগমনী বার্তা। আশা করি, সামনে আরো অনেক প্রিয় ব্লগার ফিরে আসবেন।

হেনরি রাইডার হেগার্ড

এস এম আহমেদ মনি

আলীনুর

িবপুল কুমার িবশ্বাস

ত্যাজ্যব্লগার হব কিনা

এবারে এমন কিছু সমস্যা এবং সমাধান নিয়ে লিখব যেটা ফিরে আসা ব্লগারেরা ফেস করবেন বা করতে পারেন।


অনিচ্ছা!অস্বস্তি!
এমন অনেক পুরোন ব্লগারই রয়েছেন যারা সামুতে ফিরতে চান। কিন্তু অন্য নানা রাইটিং প্রজেক্টস এ নিজেকে এতটা ব্যস্ত করে ফেলেছেন যে ইচ্ছা থাকলেও উপায় করতে পারছেন না।
সমাধান!
তাদেরকে বলব, একটা লেখা যে একই প্ল্যাটফর্মেই দিতে হবে এমনতো কোন কথা নেই। যে লেখা ফেসবুকে শেয়ার করছেন, সেটাই নাহয় সামুতে দিন। এতে করে আপনার যেমন সামুর সাথে রিকানেকশন হবে, তেমনিই সামুও পাবে উন্নত অনেক লেখা।
মনে রাখবেন, এই সামুই একদিন আপনাকে লেখক বানিয়েছিল। যে আপনি একটি লাইনও লিখতে পারতেন না, "সেফ কবে হব?" পোস্টেও একশটা বানান ভুল হতো, সেই আপনিই আজ ঝরঝরে গল্প/উপন্যাস/সিরিজ লেখেন। তাই আপনারো সামুর প্রতি কিছু দায়িত্ব আছে।
আরেকটি দল আছে, যারা সামু ছেড়ে লেখালেখিই ছেড়ে দিয়েছেন। তাদের অস্বস্তি হতে পারে পুনরায় লেখালেখি শুরু করতে। তাদেরকে বলব আস্তে আস্তে হাতটাকে খুলুন। প্রথম পোস্টে কি কি কারণে ব্লগ ছেড়েছিলেন সেটা লিখুন। এরপরে নিজের ড্রাফট দেখুন, সেখানে হয়ত কিছু পুরোন অপূর্ণ লেখা পড়ে রয়েছে। সেগুলোকে পূর্ণতা দিন। ওপরআলার নাম নিয়ে শুরু করেই দিন না, দেখবেন মনে একটা অন্যরকম শান্তি পাবেন। সৃষ্টিশীল মনের সৃষ্টিতেই যত আনন্দ এবং আলস্যে রাজ্যের অশান্তি।

অপরিচিত সামু!
ব্লগে ফেরার সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার এটাই। ফিরে এসে তেমন কোন পরিচিত ব্লগারকে পাবেন না। যাদের সাথে একসময়ে হাসিঠাট্টা, ঝগড়া, ক্যাচালে মেতে ছিলেন, তাদের জায়গায় আজ নতুন মুখ। সামুরও কিছু টেকনিক্যাল ফিচারস এর পরিবর্তন এসেছে। সবমিলে সামুতে ঢুকেই ছোটখাট ধাক্কা খেতে পারেন। মনে হতে পারে, সময়ের সাথে সাথে আপনার জীবনে/ব্যক্তিত্বে যেমন পরিবর্তন এসেছে, সামুও পাল্টে গিয়েছে। আগের সামু আর নেই, এই সামুতে বেশিক্ষন থাকতে মনও চাইবেনা।

সমাধান!
এই সমস্যার সমাধান আপনি ছোটকালেও হয়ত করেছিলেন অজান্তে। স্কুল যখন পরিবর্তন হতো, প্রথম প্রথম বন্ধু না থাকার কারণে একদমই ভালো লাগত না। কিন্তু মায়ের ভয়ে স্কুল কামাই না করে বারবার যেতে যেতে একসময়ে নতুন বন্ধু জুটে যেত এবং আপনি পুরোন স্কুলটির কথা ভুলেই যেতেন। সেই একই কাজ সামুর ক্ষেত্রেও করতে হবে।
অর্থাৎ, সামুতে মন পুনরায় ফেরাতে হলে প্রচুর সময় দিতে হবে। একটা কথা মনে রাখবেন, ব্লগারদের নাম পরিবর্তন হলেও অনেককিছুই এখনো আগের মতোই আছে। এখনো সামুতে নানা রকম লেখা আসে - কবিতা, গল্প, ধর্ম, রাজনীতি, খেলা, রম্য, সমসাময়িক বিষয়ে মতের আদান প্রদান সবই চলে আগের মতোই। অপরিচিত এই সামু ব্লগারদের ব্যাচটির সাথে মিশে যেতে হলে খোলা মনে সবার লেখা পড়ুন। এতে করে আপনি সবার ধরণ বুঝে যাবেন - কে ভাবুক, কে কাব্যিক, কে ক্যাচালিস্ট ;) ইত্যাদি বুঝে ফেলতে পারবেন। আস্তে আস্তে আপনার মনে সবার জন্যে একটা জায়গা তৈরি হবে এবং এই অপরিচিত মানুষেরাই পরিচিত হয়ে উঠবে। তখন দেখবেন, আগের মতোই একটু পরে পরে সামু পেজ ওপেন করে কে কি লেখা পোস্ট করল, কে কি মন্তব্য করল দেখার জন্যে মনটা আনচান করবে। :)

হারানো বন্ধু/পাঠক!
অনেকের ক্ষেত্রে পোস্ট রেসপন্স পরিবর্তিত হতে পারে। একসময়ে হয়ত সামুতে পোস্ট দেওয়া মাত্র আপনার পরিচিত বন্ধু, এবং গুণমুগ্ধ পাঠকেরা হামলে পড়তেন। কিন্তু এই নতুন ব্যাচটাকে আপনি যেমন চেনেন না, তারাও আপনাকে চেনেন না। সামুতে কখনো কখনো ভালো পোস্টও পাঠক প্রিয়তা পায়না এবং মোটামুটি পোস্টও "ব্লগার নেম" এর কারণে হিট হয়। এটা স্বাভাবিক, যেসব ব্লগারেরা কষ্ট করে রেগুলার থেকে নিজের নাম বানিয়েছেন সামুতে, স্বাভাবিকভাবেই তাদের লেখা আসা মাত্র সবাই ক্লিক করবে। কিন্তু অপরিচিত ব্লগারদের লেখা অতটা সহজে রেকগনিশন পাবেনা। নিজের ফাঁকা ব্লগবাড়িটা দেখলে একটা দীর্ঘনি:শ্বাস বেড়িয়ে আসতেই পারে।

সমাধান!
এত কথার শেষ মানে হচ্ছে, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। একদমই নতুন, ফ্রেশ ব্লগারের মন নিয়ে ব্লগিং করুন যে একটি দুটি লাইক পেলেও খুশি হয়ে যায়। অথবা লাইক/কমেন্টের চিন্তাই করেনা, শুধু মনের খুশিতে লিখে যায়।
সামুতে পুনরায় নিজের জায়গা বানাতে হলে, নতুন অডিয়েন্সটাকে বুঝতে হবে। ৮-১০ বছর আগের অডিয়েন্সের সামুই ছিল একমাত্র ভরসা যেহেতু এত হাজার হাজার ব্লগ/ফেসবুক পেজেস ছিলনা। আর এখন একেক টাইপের লেখার জন্যে বিশেষ বিশেষ প্ল্যাটফর্ম আছে! পুরোন পাঠকেরা লম্বা লম্বা লেখা পড়তে ভালোবাসতেন। এখন একটু বড় পোস্ট হলেই মন্তব্য আসে, "পোস্ট অনেক বড়, পরে পড়ব", কিন্তু নানা ব্যস্ততায় সেই পড়েটা আর আসেনা। এখনকার অডিয়েন্স সরল এবং কুইক কিন্তু অর্থপূর্ণ লেখা চায়। সে অনুযায়ী আপনাকে সাজাতে হবে পোস্টগুলো। নিজের জনরা মানে গল্প/কবিতা/সমসাময়িক যা লিখতেন তাতে স্টিক করতেই পারেন, কিন্তু ফরম্যাটিং/সাইজ ইত্যাদিতে নজর দিতে হবে। সহজে পয়েন্ট আকারে ফলো করা যায় এমন করে লিখতে হবে এবং সাইজ অবশ্যই এত বেশি হবে না যাতে পাঠক বোরড হন।
এসব করার পড়েও কিছু সময় পাঠক না পেতে পারেন। কনসিসট্যান্সি ইজ দ্যা কি টু সাকসেস। লিখতে থাকুন, আপনার পরিচিতি তৈরি হবে এবং আগের মতোই আপনার ব্লগবাড়িটা জাঁকজমকপূর্ণ হবে - বন্ধু পাঠকে ভরপুর!

শেষ কথা: আমি আশা করি এই পোস্টটি আমাদের প্রিয় ও পুরোন ব্লগারদেরকে ফিরিয়ে আনবে এবং যারা ফিরছেন তাদেরকে টিকে থাকতে এবং আগের মতোই ব্লগ মাতাতে সাহায্য করবে। প্লিজ কাম ব্যাক পিপল, উই ডিপলি ফিল ইওর এবসেন্স......

মন্তব্য ৭০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের লেখা চুরি হওয়াতে কিছু ব্লগার চলে গিয়েছিলেন? মিলিয়ন ডলারের লেখা কারা চুরি করে সর্বনাশ ঘটালো?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: যার যার লেখা তার কাছে মিলিয়ন ডলারেরই। একটা সময়ে সামুতে প্রতি দ্বিতীয় পোস্টে সামুর ব্লগারেরা স্ক্রিনশট শেয়ার করে দেখাতেন কিভাবে তাদের লেখা নানা পেজে অন্য কারো নামে ঘুরে বেড়াচ্ছে। অলস চোরেরা অন্যের লেখা বিনা ক্রেডিট দিয়ে শেয়ার করে নাম কামাতে চাচ্ছিল। সবাই তখন সমস্বরে কর্তৃপক্ষের কাছে এটাই চেয়েছিল যেন সামুর পোস্ট যেকেউ কপিপেস্ট করতে না পারে। নিজের লেখার সিকিউরিটি যেকোন লেখকেরই কাম্য। সেটা সামু দিতে পেরেছে এখন, এটা লেখকদের জন্যে স্বস্তির ব্যাপার। এই স্বস্তিতে আরো বেশি মানুষ সামুতে জুড়বে এটাই কামনা।

ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা।

২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট ম্যাডাম। অভিমান করে চলে যাওয়া ব্লগারগন ফিরুক। সামু পাউক আবার আগের রূপ এই কামনা সবসময়ের।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: "অভিমান" শব্দটা একেবারে ঠিক লিখেছেন ভাই। অনেক ব্লগার অভিমান নিয়ে চলে গিয়েছেন। কোন সহব্লগারের সাথে অথবা কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বে এমনই খারাপ বোধ করেছেন যে আর পিছু ফিরে তাকাননি! বাকি নানা টেকনিক্যাল ইস্যুশ তো ছিলই। এখন সব ভুলে সবাই ফিরে আসুক এবং আপনার ভাষায় সামুতে আগের মতো প্রাণ ফিরুক।

সুন্দর মন্তব্য করেছেন ভাই, থ্যাংকস।
ভালো থাকবেন।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সত্যিই সামু পাগলা। :)

ফিরে আসা বা আসার মত ব্লগারদের কাউন্সেলিং ( শব্দটার প্রয়োগ সঠিক কি না জানি না ) করার পদ্ধতিটা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি সত্যিই সামু পাগলা।
হাহা, থ্যাংকস।

কাউন্সিলিং হয়ত নয়, আহবান বলতে পারেন। আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। আশা করি যাদের উদ্দেশ্যে লেখা তাদেরও ভালো লাগবে।

ধন্যবাদ মন্তব্যে, শুভেচ্ছা।

৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫২

আরইউ বলেছেন: সামুতে কিছু পুরোন ব্লগারেরা ফেরা শুরু করেছেন। এটা সামুর জন্যে অবশ্যই ভালো একটি সাইন। সামু যেসব কারণে অনেক গুণী ব্লগার হারিয়েছিল, সেসব সমস্যা আজ আর নেই বললেই চলে।
আজকাল সামুতে মাল্টিনিকের ক্যাচাল তেমন একটা দেখা যায়না। পোস্ট চুরি হবার চ্যান্স নেই যেহেতু কপিপেস্ট ফিচার বন্ধ। মাঝখানে সামুর ওপরে একটা বড় ঝড় এসেছিল যেকারণে সামুতে ঢোকাই যাচ্ছিলনা। কর্তৃপক্ষের অসীম ধৈর্য্য, পরিশ্রম ও সাহসিকতায় সেই সমস্যাও সমাধান হয়েছে। আরেকটি পয়েন্ট হচ্ছে ফেসবুক সহ অন্য যেসব প্লাটফর্মের কারণে কিছু কিছু ব্লগারেরা ব্লগ ছেড়েছিলেন, সেসবে সৃষ্টিশীলতার চেয়ে বেশি শো অফ কালচারের অনুশীলন হয়। এতে করে মেন্টাল হেলথ সাফারড হয় যা নানা গবেষনায় প্রমাণিত। সেজন্যেও অনেক ফেসবুক লেখক ব্লগের দিকে ঝুঁকতে পারেন। সবমিলে হারিয়ে যাওয়া ব্লগারদের জন্যে একটি পারফেক্ট সময় পুনরায় সামুতে ফেরার।

নিচের লিংকগুলো ফিরে আসা ব্লগারদের আগমনী বার্তা। আশা করি, সামনে আরো অনেক প্রিয় ব্লগার ফিরে আসবেন।

view this link

view this link

view this link

view this link

এবারে এমন কিছু সমস্যা এবং সমাধান নিয়ে লিখব যেটা ফিরে আসা ব্লগারেরা ফেস করবেন বা করতে পারেন।


অনিচ্ছা!অস্বস্তি!
এমন অনেক পুরোন ব্লগারই রয়েছেন যারা সামুতে ফিরতে চান। কিন্তু অন্য নানা রাইটিং প্রজেক্টস এ নিজেকে এতটা ব্যস্ত করে ফেলেছেন যে ইচ্ছা থাকলেও উপায় করতে পারছেন না।
সমাধান!
তাদেরকে বলব, একটা লেখা যে একই প্ল্যাটফর্মেই দিতে হবে এমনতো কোন কথা নেই। যে লেখা ফেসবুকে শেয়ার করছেন, সেটাই নাহয় সামুতে দিন। এতে করে আপনার যেমন সামুর সাথে রিকানেকশন হবে, তেমনিই সামুও পাবে উন্নত অনেক লেখা।
মনে রাখবেন, এই সামুই একদিন আপনাকে লেখক বানিয়েছিল। যে আপনি একটি লাইনও লিখতে পারতেন না, "সেফ কবে হব?" পোস্টেও একশটা বানান ভুল হতো, সেই আপনিই আজ ঝরঝরে গল্প/উপন্যাস/সিরিজ লেখেন। তাই আপনারো সামুর প্রতি কিছু দায়িত্ব আছে।
আরেকটি দল আছে, যারা সামু ছেড়ে লেখালেখিই ছেড়ে দিয়েছেন। তাদের অস্বস্তি হতে পারে পুনরায় লেখালেখি শুরু করতে। তাদেরকে বলব আস্তে আস্তে হাতটাকে খুলুন। প্রথম পোস্টে কি কি কারণে ব্লগ ছেড়েছিলেন সেটা লিখুন। এরপরে নিজের ড্রাফট দেখুন, সেখানে হয়ত কিছু পুরোন অপূর্ণ লেখা পড়ে রয়েছে। সেগুলোকে পূর্ণতা দিন। ওপরআলার নাম নিয়ে শুরু করেই দিন না, দেখবেন মনে একটা অন্যরকম শান্তি পাবেন। সৃষ্টিশীল মনের সৃষ্টিতেই যত আনন্দ এবং আলস্যে রাজ্যের অশান্তি।

অপরিচিত সামু!
ব্লগে ফেরার সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার এটাই। ফিরে এসে তেমন কোন পরিচিত ব্লগারকে পাবেন না। যাদের সাথে একসময়ে হাসিঠাট্টা, ঝগড়া, ক্যাচালে মেতে ছিলেন, তাদের জায়গায় আজ নতুন মুখ। সামুরও কিছু টেকনিক্যাল ফিচারস এর পরিবর্তন এসেছে। সবমিলে সামুতে ঢুকেই ছোটখাট ধাক্কা খেতে পারেন। মনে হতে পারে, সময়ের সাথে সাথে আপনার জীবনে/ব্যক্তিত্বে যেমন পরিবর্তন এসেছে, সামুও পাল্টে গিয়েছে। আগের সামু আর নেই, এই সামুতে বেশিক্ষন থাকতে মনও চাইবেনা।

সমাধান!
এই সমস্যার সমাধান আপনি ছোটকালেও হয়ত করেছিলেন অজান্তে। স্কুল যখন পরিবর্তন হতো, প্রথম প্রথম বন্ধু না থাকার কারণে একদমই ভালো লাগত না। কিন্তু মায়ের ভয়ে স্কুল কামাই না করে বারবার যেতে যেতে একসময়ে নতুন বন্ধু জুটে যেত এবং আপনি পুরোন স্কুলটির কথা ভুলেই যেতেন। সেই একই কাজ সামুর ক্ষেত্রেও করতে হবে।
অর্থাৎ, সামুতে মন পুনরায় ফেরাতে হলে প্রচুর সময় দিতে হবে। একটা কথা মনে রাখবেন, ব্লগারদের নাম পরিবর্তন হলেও অনেককিছুই এখনো আগের মতোই আছে। এখনো সামুতে নানা রকম লেখা আসে - কবিতা, গল্প, ধর্ম, রাজনীতি, খেলা, রম্য, সমসাময়িক বিষয়ে মতের আদান প্রদান সবই চলে আগের মতোই। অপরিচিত এই সামু ব্লগারদের ব্যাচটির সাথে মিশে যেতে হলে খোলা মনে সবার লেখা পড়ুন। এতে করে আপনি সবার ধরণ বুঝে যাবেন - কে ভাবুক, কে কাব্যিক, কে ক্যাচালিস্ট ইত্যাদি বুঝে ফেলতে পারবেন। আস্তে আস্তে আপনার মনে সবার জন্যে একটা জায়গা তৈরি হবে এবং এই অপরিচিত মানুষেরাই পরিচিত হয়ে উঠবে। তখন দেখবেন, আগের মতোই একটু পরে পরে সামু পেজ ওপেন করে কে কি লেখা পোস্ট করল, কে কি মন্তব্য করল দেখার জন্যে মনটা আনচান করবে।

হারানো বন্ধু/পাঠক!
অনেকের ক্ষেত্রে পোস্ট রেসপন্স পরিবর্তিত হতে পারে। একসময়ে হয়ত সামুতে পোস্ট দেওয়া মাত্র আপনার পরিচিত বন্ধু, এবং গুণমুগ্ধ পাঠকেরা হামলে পড়তেন। কিন্তু এই নতুন ব্যাচটাকে আপনি যেমন চেনেন না, তারাও আপনাকে চেনেন না। সামুতে কখনো কখনো ভালো পোস্টও পাঠক প্রিয়তা পায়না এবং মোটামুটি পোস্টও "ব্লগার নেম" এর কারণে হিট হয়। এটা স্বাভাবিক, যেসব ব্লগারেরা কষ্ট করে রেগুলার থেকে নিজের নাম বানিয়েছেন সামুতে, স্বাভাবিকভাবেই তাদের লেখা আসা মাত্র সবাই ক্লিক করবে। কিন্তু অপরিচিত ব্লগারদের লেখা অতটা সহজে রেকগনিশন পাবেনা। নিজের ফাঁকা ব্লগবাড়িটা দেখলে একটা দীর্ঘনি:শ্বাস বেড়িয়ে আসতেই পারে।

সমাধান!
এত কথার শেষ মানে হচ্ছে, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। একদমই নতুন, ফ্রেশ ব্লগারের মন নিয়ে ব্লগিং করুন যে একটি দুটি লাইক পেলেও খুশি হয়ে যায়। অথবা লাইক/কমেন্টের চিন্তাই করেনা, শুধু মনের খুশিতে লিখে যায়।
সামুতে পুনরায় নিজের জায়গা বানাতে হলে, নতুন অডিয়েন্সটাকে বুঝতে হবে। ৮-১০ বছর আগের অডিয়েন্সের সামুই ছিল একমাত্র ভরসা যেহেতু এত হাজার হাজার ব্লগ/ফেসবুক পেজেস ছিলনা। আর এখন একেক টাইপের লেখার জন্যে বিশেষ বিশেষ প্ল্যাটফর্ম আছে! পুরোন পাঠকেরা লম্বা লম্বা লেখা পড়তে ভালোবাসতেন। এখন একটু বড় পোস্ট হলেই মন্তব্য আসে, "পোস্ট অনেক বড়, পরে পড়ব", কিন্তু নানা ব্যস্ততায় সেই পড়েটা আর আসেনা। এখনকার অডিয়েন্স সরল এবং কুইক কিন্তু অর্থপূর্ণ লেখা চায়। সে অনুযায়ী আপনাকে সাজাতে হবে পোস্টগুলো। নিজের জনরা মানে গল্প/কবিতা/সমসাময়িক যা লিখতেন তাতে স্টিক করতেই পারেন, কিন্তু ফরম্যাটিং/সাইজ ইত্যাদিতে নজর দিতে হবে। সহজে পয়েন্ট আকারে ফলো করা যায় এমন করে লিখতে হবে এবং সাইজ অবশ্যই এত বেশি হবে না যাতে পাঠক বোরড হন।
এসব করার পড়েও কিছু সময় পাঠক না পেতে পারেন। কনসিসট্যান্সি ইজ দ্যা কি টু সাকসেস। লিখতে থাকুন, আপনার পরিচিতি তৈরি হবে এবং আগের মতোই আপনার ব্লগবাড়িটা জাঁকজমকপূর্ণ হবে - বন্ধু পাঠকে ভরপুর!

শেষ কথা: আমি আশা করি এই পোস্টটি আমাদের প্রিয় ও পুরোন ব্লগারদেরকে ফিরিয়ে আনবে এবং যারা ফিরছেন তাদেরকে টিকে থাকতে এবং আগের মতোই ব্লগ মাতাতে সাহায্য করবে। প্লিজ কাম ব্যাক পিপল, উই ডিপলি ফিল ইওর এবসেন্স......
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩২

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি যে পয়েন্টটা প্রুভ করতে চেয়েছেন সেটা বুঝতে পারছি। সামুর লেখা সরাসরি কপিপেস্ট করা যায়না আমি সেটা মিন করেছি। একসময়ে জাস্ট দুই ক্লিকে কপিপেস্ট করা যেত। এখন কপি পেস্ট করতে আরো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন। অতি অলস চোরেরা সামুর উদ্যোগে কিছুটা দমে তো গিয়েছেই, এখন কিন্তু ব্লগারেরা কপিপেস্ট নিয়ে অতটা অভিযোগ করেন না। যতো যাই করা হোক না কেন, কিছু খারাপ মানুষ নতুন নতুন উপায়ে শয়তানি করার উপায় বের করবেই। প্রযুক্তির সিকিউরিটি যারা ভাঙ্গবে তাদের শাস্তি দিতে হবে।
যেই আমরা একসময়ে সামু কর্তৃপক্ষের কাছে গলা ফাটিয়েছি কপিপেস্ট বন্ধ করুন বলে, তারা আজ সামুকে কিছু ক্রেডিট না দিলে ঠিক হবেনা।

মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: হা হা হা আর ইউ ভাইয়া!!!!!!!!!! কি হলো তোমার!!!!!!!!!!!
পুরা পোস্ট কপি কেনো???

ভাইয়ামনি আই মিস ইউ!!!
আর সামুপাগলামনি!!!!!!! এত খেয়াল রাখো তুমি!!!!!!! অনেক অনেক ভালোবাসা আর থ্যাংকস তোমাকে।

অনেক ভালো থাকো!:)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই শায়মা আপু! পোস্টে পেয়ে খুশি হলাম।

কি আর হবে আপু? সামু পাগলার ব্লগবাড়িতে এলে সবাই পাগল হয়ে যায়, ওনারো তাই হয়েছে। হাহা জাস্ট কিডিং।

আপনাকেও অনেক ভালোবাসা আপু, মন্তব্য করে উচ্ছ্বাস বাড়িয়ে গেলেন।
সকল শুভকামনা।

৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

আরইউ বলেছেন: হায় শায়মা, আমি আমার মোবাইল থেকে কপি-পেস্ট করেছি পুরো পোস্ট। চাইলেই পোস্ট চুরি করা যায়।
মিস ইউ টু!

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আশা করি আপনার পয়েন্টটি কর্তৃপক্ষের চোখে পড়বে এবং তারা আরো শক্ত পদক্ষেপ নেবেন কপিপেস্টের বিরুদ্ধে। থ্যাংকস এ লট বিষয়টি সবার নজরে আনার জন্যে।

ভালো থাকুন।

৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

শায়মা বলেছেন: আপুনি!!! লাভ ইউ সো মাচ!! কত বড় হয়েছো এখন? কি পড়ছো? নাকি জবই করছো!!!

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: লাভ ইউ টু আপু! :)

আমি তো একটুও বড় হইনি, পিচ্চু আছি। :)
কোর্সওয়ার্ক শেষ প্রায়, কিন্তু কোভিডের কারণে ইন্টার্নশিপ আটকে আছে। দোয়া করো আমার জন্য এবং এই পৃথিবীর জন্যে।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

শায়মা বলেছেন: আর ইউ ভাইয়া তোমাকে মনে পড়ে!!!!!!!

লুকিয়ে থাকো তুমি পালিয়ে বেড়াও
কোনো খবর জানতে চাইলেও জানার উপায় নাই!!!


তুমি তোমার ঠিকানা দাও নাই দাও নাই!!!!!!!!!!

:( :(

ভাইয়া তুমি পতা!!!!!!!! ভালু না!!!!!!!!!!!
দুত্তু!!!!!!!!!!!!!!!!!!! :P

৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

আরইউ বলেছেন: বিলিভ মি, কোনো টেকনিকাল নলেজ ছাড়াই কপি করা যায়। আমি ব্রাউজারে ড্র্যাগ & ড্রপ করে দেখেছি; কপিং ওর্কস!

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: অবিশ্বাসের কি আছে? আপনার এই কথার উত্তর আমি ৬ নাম্বার মন্তব্যে দিয়ে দিয়েছি। আমি ব্লগ সাধারণত ল্যাপটপ থেকে করি এবং সেখানে কপিপেস্ট করা যায়না। সেজন্যে কর্তৃপক্ষকে বাহবা দিয়েছি। বাকিসব কপিপেস্টের ওয়েসও তারা বন্ধ করুক সেটাই চাওয়া।

১০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

আরইউ বলেছেন: শায়মা, প্রয়োজনে ঠিকই চলে আসবো, নো ওরিস!

১১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুলু@

সামু পাগলা আর সামু মামার সাথে আমার প্রায়ই প্যাঁচ লেগে যায় :( আপনি যে মহান জেমস বন্ড ০০৭ এটা এতদিন খেয়াল করি নি :( মহান মাহমুদ০০৭ ছাড়া আর মাত্র একজন ০০৭ ছিলেন, যার পুরা নাম ভুলে গেছি :)

সমসস্যা ও সমাধানগুলো সুন্দর।

একটা খবর দিতে হয়। মহান ম্যাভেরিক যে এই নামে ফিরে এসেছেন, এটা কি জানেন?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: তো আমি আজ থেকে সুলু? হাহা, ব্লগিং করতে গিয়ে কতশত ডাক নাম যে পেলাম! আরেকটা যোগ হলো! অনেক কিউট নাম, থ্যাংকস। :)

আপনি মহান ব্যবহার করছেন কেন সব ব্লগারের নামের আগে? কেসটা কি? মাননীয় মন্ত্রীর মতো মহান শব্দটাও ব্লগারদের সাথে জুড়তে হবে এখন থেকে? হাহা!

না তো জানতাম না! আমাকে এবং সবাইকে জানানোর জন্যে থ্যাংকস।

১২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৪

মিরোরডডল বলেছেন:



লেখা পড়ে মনেই হলোনা এটা পিচ্চুর লেখা ।
অভিজ্ঞতা থেকে এতোটাই ম্যাচিউরড লেখা যে এখন পিচ্চুবুড়ী বলাই যায় :)
ওয়েল ডান পাগলা ।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা, ইউ আর ভেরি ভেরি সুইট আপু! কি ভীষন মিষ্টি একটা মন্তব্য!

থ্যাংকস এ লট ফর এপ্রেশিয়েটিং দ্যা পোস্ট!
টেক কেয়ার।

১৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: সামুর স্বাদ একবার যারা পেয়েছে তারা ঠিকই ফিরে আসবে। দেরী হোক যায়নি সময়।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! মন ভালো করে দেবার মতো একটা কথা বললেন। আমারো তাই বিশ্বাস। পাখিকে বেলাশেষে তার নীড়ে ফিরতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম......

১৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: সত্যি, আপনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন, হারিয়ে যাওয়া এবং আবার ফিরে আসা ব্লগারদেরকে লিঙ্কসহ আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
তাদের জন্য যেসব কাউন্সেলিং (আমিও সাড়ে চুয়াত্তর এর মত কথাটাকে একটু দ্বিধার সাথেই বলছি) করেছেন, সেগুলোও খুবই আন্তরিকতার সাথে করেছেন। আশাকরি, আপনার এসব কথায় ওনারা যুগপৎ প্রীত ও অনুপ্রাণিত হবেন।
তবে, একটা কথা না বলে পারছি না, যারা ফিরে এসেছেন, তারা হয়তো তাদের নতুন পাঠকদেরকে পছন্দ করছেন না। নইলে তারা পাঠকের মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন? একজন ২৫ টি মন্তব্যের উত্তরে মাত্র ৬টি মন্তব্যের উত্তর দিয়ে হাল ছেড়েছেন (ধরে নিলাম, সময়াভাবেই), বাকিরা মোটেই কোন উত্তর দেন নি। এ অবস্থাটা হতাশাজনক, পাঠকের এত এত স্বাগতমবাণীর জবাবে লেখক নিশ্চুপ!
লিঙ্কগুলোতে "ক্লিক দিস লিঙ্ক" দেখা না গিয়ে ব্লগারদের নাম দেখা গেলে পাঠকের জন্য কিছুটা সুবিধে হতো।
পোস্টে প্লাস + +।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: কি অসাধারণ সব মন্তব্য করেন আপনি! হিংসা লাগে রীতিমত এতো গোছালোভাবে কথা বলার/লেখার গুণটি দেখে। :)

প্রথমেই বলি, আপনি শেষে যে পরামর্শটি দিয়েছেন, সেটি অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। লিংকে নাম এড করে দিয়েছি। ধন্যবাদ।

আমিও সেটা খেয়াল করেছি, এবং ফিরে আসা ব্লগারদের রেগুলার না হওয়াই এমন পোস্ট দিতে উৎসাহিত করেছে। নতুন অপরিচিত পাঠক/সহব্লগারদের মধ্যে হয়ত তাদের মন টিকছে না। পুনরায় প্রিয় একটা জায়গা ফিরে সেটাকে পাল্টে যেতে দেখলে একটু ঝটকা লাগাই স্বাভাবিক। তেমন একটি পরিস্থিতিকে সামলে কিভাবে আগের মতোই উৎসাহ ও আনন্দ নিয়ে ব্লগিং করা যায় তার কিছু আইডিয়া দিয়েছি এই পোস্টে। আশা করি তাদের কাজে লাগবে।
আমাদেরকে একটি নয়, দুটি বিষয়ে নজর রাখতে হবে; সেটাই পোস্টের মূল বক্তব্য -
১) সামুতে পুরোন ব্লগারদের ফিরিয়ে আনা
২) ফিরে আসা ব্লগারেরা যেন টিকে থাকতে পারেন সেজন্যে সাহায্য করা
আমি ওপরের কাজগুলো করার ছোট্ট একটি চেষ্টা করেছি, সামু কর্তৃপক্ষ আরো বড় কিছু করবে আশা করি।

চমৎকার মন্তব্যটিতে কৃতজ্ঞতা।
সকল শুভকামনা!

১৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: যেই আমরা একসময়ে সামু কর্তৃপক্ষের কাছে গলা ফাটিয়েছি কপিপেস্ট বন্ধ করুন বলে, তারা আজ সামুকে কিছু ক্রেডিট না দিলে ঠিক হবেনা - আপনার এ উদার দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ, এটা আমার খুব ভাল লেগেছে। আর আপনার প্রথম প্রতিমন্তব্যটাও ভাল লেগেছে।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনি পোস্টই শুধু নয় - মন্তব্য প্রতিমন্তব্যগুলোও যত্ন নিয়ে পড়েন। আমিও এই কাজটা করি, ব্লগিং এর আসল মজা এতেই পাই।
পোস্টের পাশাপাশি প্রতিমন্তব্য নিয়েও ভালো লাগা জানিয়ে যাবার জন্যে আন্তরিক ধন্যবাদ।

১৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন:



ধুলো আমাকে ডুলু বলে আর আজ থেকে পিচ্চু সুলু ।
সি, আবারও দুজনের কতো মিল ডুলুর ছোট বোন সুলু :)

আমিও একথাটা লিখতে যাচ্ছিলাম যে আমাদের মহান ধুলো তার চার লাইনের কমেন্টে তিনবার মহান বলেছে :)


শব্দ নিয়েই যার খেলা, সে মনে হয় এখন শব্দ সংকটে ভুগছে :)


০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা তাই নাকি, তোমাকে ডুলু নাম দিয়েছে ধুলো? হিহি। রূপকথায় তোমার আমার কথা লেখা থাকবে, অনেককক দিন আগে এক রাজ্য ছিল সামু, তাতে বাস করত দু বোন, ডুলু আর সুলু! হাহাহা।

ভালোই নোটিশ করেছ। এতবার মহান বলায় তার কমেন্টটিই মহান হয়ে গিয়েছে। হাহা। :)

১৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সামুকে নিয়ে দারুন ভাবনা
গলীর মাথায় শত ভাবনা
দিন রাত কিলবিল করে।
সামুর এখন সুদিন। লিলূয়া
বাতাসে সবার মনে আসুক
প্রশান্তি। ধন্যনবাদ সামু পাগলা।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ দারূণ একটি ছড়াময় মন্তব্যে কৃতজ্ঞতা।
সেকেন্ড লাইনে হয়ত পাগলী লিখতে চেয়েছিলেন।

সামুর আসলেই সুদিন। বেশ অনেকদিন ধরেই সবকিছু ভালো চলছে সামুতে আলহামদুলিল্লাহ। সামনেও এভাবে ঝড় বিহীন চলতে পারলে আরো অনেক ব্লগার জুটবে সামুতে। তাতে করে সামুতে আসা লেখার কোয়ান্টিটি এবং কোয়ালিটি বাড়বে।

১৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই ফিরে আসুক।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: একদম, আমার মনের কথাটাই বললেন - সবাই ফিরুক পুরনো নীড়ে।

মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০

শেরজা তপন বলেছেন: আমারও তেমনি আশা সামুতে ফিরে আসুক সেই স্বর্ণালী দিনগুলো। আমি আমার মতো করে চেষ্টা করছি ফেসবুকে চলে যাওয়া কিছু ঋদ্ধিমান ব্লগারদের ফিরিয়ে আনতে।দু-চারজন ফিরে আসলেও নিজেকে ধন্য মনে করব।
এমন সুন্দর একটা পোষ্টের জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ।
ভাল থাকুন

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আমার মতো করে চেষ্টা করছি ফেসবুকে চলে যাওয়া কিছু ঋদ্ধিমান ব্লগারদের ফিরিয়ে আনতে।
বাহ! অসাধারণ! আন্তরিক কৃতজ্ঞতা রইল এমন মহৎ উদ্দ্যোগে। সামুর প্রতি আপনার ভালোবাসা দেখে খুবই ভালো লাগল। আশা করি অন্যরাও এমনই চেষ্টার মাধ্যমে ফিরিয়ে আনবে পুরোন গুণী ব্লগারদের।

মোস্ট ওয়েলকাম এবং আপনাকেও ধন্যবাদ নীরবে কাজ করে যাবার জন্যে।
আপনিও ভালো থাকবেন শেরজা তপন।

২০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: ১০. ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯০

আরইউ বলেছেন: শায়মা, প্রয়োজনে ঠিকই চলে আসবো, নো ওরিস!


প্রয়োজন কবে আসবে ভাইয়া !!! আর প্রয়োজনেরা আসে না কেনো???


@ পিচ্চু!!!!!!!!! এই বয়সে এত লেখার ম্যচুরিটি!!!!!!!!!! বেঁচে থাকো আর আরও অনেক বড় হও!!! :)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: প্রয়োজন কবে আসবে ভাইয়া !!! আর প্রয়োজনেরা আসে না কেনো???
আহারে! কত মায়া করে বললেন। আসলেই পুরোন/অনিয়মত ব্লগারদের প্রয়োজনেরা কেন যে আসেনা! মিস করি আমরা তাদের এত, এটাই কি একমাত্র প্রয়োজন হতে পারেনা?

দোয়া করার জন্যে থ্যাংকস আপু। বেঁচে থাকতে চাই অনেকদিন, কিন্তু বড় হতে চাইনা। পিচ্চু থাকতে চাই। :)

২১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

মিরোরডডল বলেছেন:

হা হা হা... রূপকথা হয়ে থাকবে, ওয়েল সেইড পিচ্চু :)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: :)

ধুলো আমাদের কথার কি জবাব দেয়, দেখার অপেক্ষায়......

২২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: আরইউ ভাইয়ু একজন দেবদূত তুমি কি সেটা জানো পিচ্চু সামুবেবি??

হা হা হা আমি দানি আমি দানি!!!!!!! আর আয়নাপুতুল আপুটাও একদম তোমার মত! তোমরা একই রকম কলে কলে কথা বলো!! :D

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: সামুবেবি? হাহাহা।

দানতাম না তো, তুমি তো বল নাই, দানব তেমন তরে? :)

২৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনি শেষে যে পরামর্শটি দিয়েছেন, সেটি অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। লিংকে নাম এড করে দিয়েছি - আমার সাজেশনটি আমলে নেয়ায় প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ।
এখন দেখতে বেশ ভাল লাগছে। পাঠকেরা তাদের ইচ্ছে অনুযায়ী কার লেখাটা আগে পড়বেন, সেটা প্রায়োরাটাইজ করতে পারবেন।

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম কিন্তু ধন্যবাদটা আপনারই প্রাপ্য ভালো একটি সাজেশন দেবার জন্যে।
জ্বি আাশা করি পাঠকের এখন আরো সুবিধা হবে।

২৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুলু আর ডুলু
সামুক মুলুকে
দুইবোন ছিল তারা

ডুলুটার ছিল
কানদুটো বড়ো
সুলুটার নাক খাড়া

ওরা দুই বোন
চই চই করে
সারা দুনিয়াটা ঘুরতো

ঘুড়ির লেজায়
ঝুলে ঝুলে ওরা
আকাশে আকাশে উড়তো


সাঁঝের বেলায়
বাকুম বাকুম
মায়ের খোয়ারে ঢুকতো

মহান শায়মা
বলতো, হা বেশ,
কিউট তোদের লুক তো!




০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: শোনেন শোনেন ভাইবোনেরা
শোনেন দিয়া মন
সামু রাজ্যের দুই চরিত
করবি বর্ণন ওহ করিব বর্ণন!

একের নাম ছিল ধুলো
নাম শুনিয়া হাসিত পাড়ার লোক :P
মনের দুঃখে সে করিল ঠিক
সবার নামের শেষে জুড়বে একটা "লু!" :D

যেই ভাবা সেই কাজে হলো
দু বোনের নামকরণ
এক বোন কান বড় ডুলু
আরেক জন নাক খাড়া সুলু! :)

ফাজিল হলেও ধুলো ছিল গুণেরও বাহার ;)
ছড়া, কবিতা, গল্প লেখায় জুড়ি মেলা ভার
পাঁচমিশালি লেখায় এই প্রমাণিত ব্লগার
মন মাতাতেন সবার, ওহো মন মাতাতেন সবার!

ব্লগে বাস করিত এক চাঁদ, শায়মা তার নাম
আঁকা, লেখা, রান্না - গুণের ছিলনা তো শেষ
"আপুনি ভাইয়ুমনির" মিষ্টি বাঁশিতে বেশ
সবাইকে করিতেন আপন, ওহো করিতেন আপন! :)

২৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৯

মিরোরডডল বলেছেন:



@শায়মা

কিন্তু শায়মাপু একটা বিষয় খেয়াল করেছো । আমার এই পিচ্চুটাও কিন্তু বাংলা ফন্টে ইংলিশ লেখে , হুইচ ইজ ওকে ফর মি । কারণ এমনটা হতেই পারে । যে যেভাবে অফলাইনে কথা বলে ওটার রিফ্লেকশন লিখতে গেলেও হয়ে যায় । কিন্তু মজার বিষয় হচ্ছে পিচ্চুকে সেই গরু তাড়া করেনি । আমারই শুধু ব্যাড লাক =p~

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপু! আমি যখন পোস্ট লিখি চেষ্টা করি সম্পূর্ণ বাংলায় লিখতে কিন্তু কিছু কিছু বাংলা শব্দ এত বেশি অপ্রচলিত হয়ে পড়েছে যে সেভাবে লিখলে এক্সট্রা আঁতলামি মনে হয়। লেখার বাকি সব সরল বাংলা শব্দগুলোর পাশে সেগুলো বেমানান লাগে। সেসব বিশেষ শব্দগুলোর কোন সহজ বাংলা প্রতিশব্দ আছে কিনা সেটাও সার্চ করি। না পেলে, খুব কম হলেও কিছু ইংরেজি শব্দ পোস্টে আসে - আমার কাছে পড়ে যেটা ঠিক মনে হয় সেভাবে লিখি। যেহেতু এটা আমার সৃষ্টির ব্যাপার। তবে ব্যাপারটা নিয়ে আমি কেয়ারলেস নই, ইংরেজি বাংলা পোস্টে এলে সেটাও একটা নির্দিষ্ট ভাবনার কারণেই আসে।

কিন্তু মন্তব্য - প্রতিমন্তব্যে এতকিছুর ধার ধারিনা। ওখানে একেবারে কথা বলার মতো করেই লিখি।

মজার ব্যাপার, এই বিষয়টা নিয়ে ব্লগে আমাকে কেউ কখনো কিছু বলেনি। অনেক সিলি সিলি ব্যাপার নিয়েও অভিযোগ শুনেছি। কিন্তু যে ব্যাপারটার একটু হলেও ভ্যালিডিটি ছিল সেটা কখনো কারো চোখে পড়েনি (আই হোপ এই কথাগুলোর পরেও পড়বেনা)। ;) এটা আসলেই আমার সৌভাগ্য যে সামুর কাছ থেকে এই স্পেস এবং ফ্রিডমটুকু পেয়েছি।
তোমাকে কেউ কিছু বললে ইগনোর করে যেও। সবাইকে খুশি করা সম্ভব না।

২৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৩

শায়মা বলেছেন: ডলু আর সলু
কিউট কিউটো
সামুতেই বাস
করতো !


মজার মজার
লেখা আর পড়া
এখানেই বেশ
পড়তো।

ডলু আর সলু
ধলুভাইয়ুকে
কমেন্টও বেশ
লিখতো।

তাই দেখে দেখে
কিছু কিছু লোকে
ব্লগিং এর কিছু
শিখতো।

কেউ কেউ আবার
স্বভাব জাততে
হিংসায় জ্বলে
মরত!

:P

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: শোনেন শোনেন ভাইবোনেরা
শোনেন দিয়া মন
সামু রাজ্যের দুই চরিত
করবি বর্ণন ওহ করিব বর্ণন!

একের নাম ছিল ধুলো
নাম শুনিয়া হাসিত পাড়ার লোক :P
মনের দুঃখে সে করিল ঠিক
সবার নামের শেষে জুড়বে একটা "লু!" :D

যেই ভাবা সেই কাজে হলো
দু বোনের নামকরণ
এক বোন কান বড় ডুলু
আরেক জন নাক খাড়া সুলু! :)

ফাজিল হলেও ধুলো ছিল গুণেরও বাহার ;)
ছড়া, কবিতা, গল্প লেখায় জুড়ি মেলা ভার
পাঁচমিশালি লেখায় এই প্রমাণিত ব্লগার
মন মাতাতেন সবার, ওহো মন মাতাতেন সবার!

ব্লগে বাস করিত এক চাঁদ, শায়মা তার নাম
আঁকা, লেখা, রান্না - গুণের ছিলনা তো শেষ
"আপুনি ভাইয়ুমনির" মিষ্টি বাঁশিতে বেশ
সবাইকে করিতেন আপন, ওহো করিতেন আপন! :)

২৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৮

মিরোরডডল বলেছেন:



হা হা হা হা......... সুপার কিউট দুটা কবিতা :)
ঠিক তোমাদের দুজনের মতো
ধুলো এবং শায়মাপু
ইউ টু আর চ্যাম্প, নো ওয়ান ক্যান বিট ইউ :)



২৮| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৮

নীল আকাশ বলেছেন: আমিও হারিয়ে গেছি। কিছুদিন পরে আমার নামেও ঘন্টা বাজাতে হবে।
লেখা ভালো লেগেছে। পুরাতন ভাল ব্লগাররা যদি ফিরে আসেন ব্লগ নিশ্চয় জমজমাট হবে।

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা এ কি শুনছি? আপনার মতো গুণী ব্লগার হারিয়ে যাবে মানে? কি এমন হয়েছে যার কারণে এমনকিছু বললেন?

২৯| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৯

নিয়াজ সুমন বলেছেন: হায় হায় হায় B:-)
এখানে কবিতা , ছড়া সব কিছু তো হয়ে জমে এক্কেবারে খির..... :)

চমৎকার উদ্যোগ====<
সামু পাগলী আপুর জন্য শুভ কামনা.. :)


০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

সামু পাগলা০০৭ বলেছেন: একদম ঠিক বলেছেন। সহব্লগারেরা যা সুন্দর সব মন্তব্য করেছেন - তাতে পোস্টটা আসলেই অন্যরকম ভাবে জমে গিয়েছে।

দারূণ একটি মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা আপনার জন্যেও।

৩০| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরিব্বাস!

বিশাল কান্ড ঘটে গেছে! আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েই আছি? ;)
হুমম পোস্ট পড়ে বুঝলাম মাঝে মাঝে হারিয়ে গেলে বুঝি দাম বাড়ে :P
এমন পোষ্টে নাম উঠতো!
আহা! ভোলা ছেলের মতো লেগেই রইলাম। কেউ আর পিছু ফিরে ডাকলো না!!!
হা হা হা জাস্ট কিডিং (সখি ষ্টাইল) ;)

দারুন কাউন্সিলিং পোষ্টে ধন্যবাদ।
সামুকে যারা ভালবাসবে তারা ফিরবেই। কোন অভিমানই দীর্ঘস্থায়ী করা ঠিক না!

কত ছোট্ট এই জীবন! তাতে অভিমানেই, ভুল বোঝাবুঝিতেই যদি ঝড়ে যায় মূল্যবান সময়! কত কষ্টের নয়?
আগের সেই উচ্ছাসে, প্রেমে, ভালবাসায় রেঙে উঠুক মন
এই শুভকামনা

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই কুম্ভকর্ণ থুক্কু সখা! ;)

যতসব বাজে মজা, হারাবে আপনার দুশমন! :) আপনাদের মতো নিয়মিত ব্লগারদের কারণেই তো সামু জমে থাকে।

কোন অভিমানই দীর্ঘস্থায়ী করা ঠিক না!
ঠিক তবুও কিছু কিছু অভিমান জীবনের চেয়েও বড় হয়ে যায়। দুঃখজনক।

আগের সেই উচ্ছাসে, প্রেমে, ভালবাসায় রেঙে উঠুক মন

নতুন কি লিখব প্রতিমন্তব্যে বুঝতে পারছিনা, একদম আমার মনের কথাগুলোই লিখে গিয়েছেন।

আপনার মন তো সবসময়েই প্রেমে রঙিন থাকে ;), এমনই থাকুন আজীবন, কোনদিন চেন্জ হবেন না সেই কামনা রইল।

৩১| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩

নীল আকাশ বলেছেন: আরে না ঐরকম কিছু না। ব্যক্তিগত ব্যস্ততা ইদানিং খুব বেড়ে গেছে। ব্লগে সময় দিতে পারছি না।
ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদে।

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ আচ্ছা, আমি তো আবার ভাবলাম কি না কি হলো! আমি সবসময় বিশ্বাস করি, বাস্তব জীবনের ব্যস্ততা আগে তারপরে অনলাইনের শখ পূরণ। কেননা বাস্তব জীবনের কাজগুলোর সাথে আপনজনদের স্বপ্ন জড়িয়ে থাকে। আপনাকে তাই বলবনা যেকোনভাবে সময় বের করে সবসময় ব্লগে রেগুলার থাকুন - তবেএটা বলব যে ব্যস্ততা সামলে আবারো স্বরূপে ফিরুন। আপনাদের মতো লেখকদের দরকার রয়েছে সামুর।

আপনিও সুস্থ ও ভালো থাকুন।

৩২| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না পরে। :) লেখা চুরির ব্যাপারে বললাম।
তবে এধরণের প্রবাদবাক্য ভালো না। এটা মানার দরকার নাই।

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই!

যাক ভালো হলো, আপনি আবারো এলেন, নাহলে আমিই হয়ত আবারো প্রতিমন্তব্য করে ডেকে আনতাম। দেখেছেন কি? আপনার বলা "কাউন্সিলিং" কথাটা ব্যাপক হিট খেয়েছে, অন্যসব ব্লগারেরাও মন্তব্যে ধার করেছে। হাহা।

ভালো থাকবেন।

৩৩| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



এ কী বিস্ময়! এই কি সুলুরি
লিখেছে বিরাট পুঁথি!
আমার মুখ যে ভাষা হারিয়েছে
অনুপম অনুভূতি।

জানি, নিশ্চিত ডুলুরি এখন
পড়েছে ভীষণ ফাঁদে
নাচ দেখাবে, না, গজল শোনাবে -
এই দ্বন্দ্বে সে কাঁদে

কোথা শায়মানী হও আগোয়ানী
ঘোর সংকটে দেখা দাও
কয়েক পঙ্‌ক্তি কবিতা বা গান
ডুলুরিরে তুমি লিখে দাও

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: সুলু আর কি বলিবে
এই কবিতার জবাবে?
এবারে খেলাটা হবে
ডুলু আর শায়মানী মিলে! :)

তবে এটুকু না বললে হবে বড় অন্যায়
আপনার সুন্দর ছড়া কবিতায়
জমে ওঠা পোস্টের গন্ধটা যেন
অনেক আগের স্বপ্নের সামুর মতো!

৩৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে তা জানতে আবার এলাম আপনার পোষ্টে।

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ করেছেন এসেছেন, বেশ কিছু অসাধারণ মন্তব্য পড়েছে পোস্টে - তাই আবারো বেড়িয়ে গিয়ে পস্তাননি নিশ্চই! :)

৩৫| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: পাগলা আপা। কোথায় আপনি?

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: আমি একটু আগে আপনার পোস্টে ছিলাম আর এখন নিজের ব্লগবাড়িতে। :)

৩৬| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

গেম চেঞ্জার বলেছেন: সামু'তে অধিকাংশ ব্লগার না আসার কারণ হতে পারে নিজ নিজ ব্যস্ততা, অনেক সময় ব্যস্ততা কম থাকলে দেখা যাচ্ছে ফেসবুকে সময়টা চলে যায়, সামু'র কথা মনেই থাকে না। ফিরে আসার যদি ইচ্ছে থাকে তাহলে সিরিয়াস হতে হবে এটাই যথেষ্ট। মানে, ইচ্ছে থাকলে উপায় হবেই!!

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: কারো ব্যক্তিগত জীবনের ব্যস্ততা নিয়ে সামুর কিছু করার নেই।

কিন্তু যারা সামু থেকে দূরে গিয়েছেন সামুর থেকে বেটার রাইটিং প্ল্যাটফর্ম পাবার জন্যে, তাদেরকে ফিরিয়ে আনতে সামুকে কম্পিটিটরদের নিয়ে ভাবতে হবে। আর সামুর প্রতি অভিমানে যারা ব্লগ ছেড়েছেন তাদেরকেও ডেকে আনতে হবে। পুরোন তৈরি ব্লগারেরা ব্লগের এসেট, তাদেরকে হারানো যাবেনা কোনমতেই।

সুন্দর ও বুদ্ধিদীপ্ত মন্তব্যটির জন্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

মূর্খ বন মানুষ বলেছেন: সেসব সমস্যা আজ আর নেই বললেই চলে।

আছে রে সমস্যা এখনো বেশ ভাল ভাবেই আছে। অনেক পোষ্টেই লক্ষ্য করছি সদ্য খোলা আইডি দিয়ে বাজে বা আক্রমনাত্মক মন্তব্য করা হচ্ছে। কপি করা এখনো তেমন বড় সমস্যা না। ওপরে আপনার বলা বোল্ড করা লাইনটি আমি কপি করেই নিয়েছি তেমন প্রযুক্তি জ্ঞান না থাকার পরেও। যে কেউ গুগল করে সহজেই জেনে নিতে পারে কিভাবে একটি প্রটেক্টেড ওয়েব সাইট থেকে কপি করতে হয়।

সেসবে সৃষ্টিশীলতার চেয়ে বেশি শো অফ কালচারের অনুশীলন হয়।

বাংলাদেশ এর প্রায় ৯০ ভাগ স্টার্টআপ উদ্যোক্তার ব্যবসা নির্ভর করে ফেসবুকের ওপরে। আমার আইডি না থাকার পরেও অনেক মানুষের লেখা আমি নিয়মিত পড়ি টুইটার বা ফেসবুকে। তাদের বেশীর ভাগের লেখার মান যে কোন ব্লগের গুণী লেখকদের তুলনায় বেশি। আনিসুল হক, আহসান হাবীব সহ লাখ লাখ গুণী আর বিখ্যাত মানুষ টুইটার বা ফেসবুকে তাদের লেখা নিয়মিত পোষ্ট করেন, যাদের কে আপনি কখনই ব্লগে খুঁজে পাবেন না। সেখানে কোটি কোটি মানুষ তাই শো অফ কালচার বেশি চোখে পরে আর ওপর দিকে ব্লগে গুটি কয়েক মানুষ এজন্য অনেক কিছুই চোখ এড়িয়ে যায়। তবে শতাংশের হারে অবশ্যই ব্লগে সৃষ্টিশীল আর মননশীল মানুষের সংখ্যা বেশি।

আপনার পোষ্ট ভাল হয়েছে। আমরা যারা আগে লিখতাম এখন আর লিখি না, তারা অনেকেই অনুপ্রেরণা পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.