নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমের ধারাবাহিক পর্ব-২

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

মেয়েটি সোজা এসে আমার টেবিলে আমার উল্টোপাশে বসে পড়ল। তার হাতে একটি লাল গোলাপ পুরো প্রস্ফুটিত নয়, কলি থেকে সবেমাত্র দুয়েকটি পাপড়ি একটু ছড়িয়ে দিয়ে ফুলটি মাত্র ফোটার প্রস্তুুতি নিচ্ছে। কানাডায় আমার পরিচিত বলতে তেমন কেউ নেই, আর মেয়েটিকে আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। কারণ এত সুন্দরী একটি মেয়ে দেখে মনে হচ্ছে বাঙালী কারণ আপাদমস্তক পোশাকটি বাঙালী ধরণে পরা যদিও ভারতের কিছু কিছু এলাকার মেয়েরাও সালোয়ার-কামিজ পরে কিন্তু তাদের পরার ধরণটা বাংলাদেশের মত নয় বলে তাকে পুরোপুরি বাংলাদেশী বলে ধরে নিলাম। আমার বিশ্ময়ের ঘোর কেটে যেতে দেখি সে তার হাতের লাল গোলাপের কলিটি আমার দিকে বাড়িয়ে দিয়ে পরিষ্কার শুদ্ধ বাংলায় বলল:
-শুভ পহেলা ফাল্গুন।

ছবি: গুগল।
আজ বসন্তের প্রথম দিন অর্থাৎ কি না ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ আমার একদমই খেয়াল ছিল না, এইসব বিশেষ দিন বিশেষ সময় এসব আমার খেয়ালে একদমই থাকে না।
আমি তার চোখের দিকে অপলক তাকিয়ে রয়েছি, আর সে ফুলটি হাত বাড়িয়ে আমার সামনে ধরে রেখে কিছু বলছে কিন্তু আমার কানে প্রবেশ করছে না.... অবশেষে সে একহাতে ফুলটি ধরে রেখে আরেকহাতে একটি গ্লাস দিয়ে টেবিলের ওপর মৃদু আওয়াজ করতেই আমার মোহাচ্ছন্নতা কেটে যায়। আমি এবার তার কথা শুনতে পাচ্ছি।
-কি ব্যাপার ফুলটা নিবেন না, আমাকে কি আপনার চিড়িয়াখানার কোন প্রাণী বলে মনে হচ্ছে এভাবে দেখছেন? আমি সেই কখন থেকে আপনার সামনে ফুলটি ধরে বসে আছি আর আপনি কানার মতো আমার দিকে চেয়ে আছেন কোন কথাই বলছেন না, ফুলটি কি নিবেন?
আমি এবার হাত বাড়িয়ে তার ফুলটি হাতে নিয়ে নিজের অজান্তেই নাকের কাছে তুলে নিয়ে ঘ্রাণ শুকতে চাই কিন্তু অবাক হয়ে খেয়াল করি ফুলটি আমার ঠোটের উপর আলতো করে ছুঁইয়ে আমি ধরে রেখে তার দিকে আবারও অপলক তাকিয়ে রয়েছি।
- আপনি কি আমাকে চেনেন?
- চিনি না মানে আপনার মত এমন একজন বিশ্বখ্যাত সুদর্শন মানুষকে না চিনলে তো আমার বাংলাদেশী পরিচয়টা মিথ্যে হয়ে যাবে না।
- কিন্তু আমি তো আপনাকে চিনি না।
- আমাকে চেনাটা এতটা জরুরি নয়, আপনি আমাদের য়ুনিভার্সিটিতেই সেদিন আপনার পেপারটা পড়েছিলেন।
- ও, আচ্ছা... এবার বুঝতে পারলাম... আপনি ....
- জ্বী না আপনি কিচ্ছু বুঝতে পারেন নি!
- না, মানে আপনি নিশ্চয় পেপারে উল্লেখিত কোন একটা প্যারা বা চ্যাপটার বুঝতে পারেন নি, আর তাই বোঝার জন্য আমার পিছু পিছু সেই তখন থেকে ঘুরছেন।
- একটা কথা বলি?
- জ্বী বলুন।
- পেপারটি কি সত্যিই আপনি নিজেই লিখেছেন? মানে ওটা কি সত্যিই আপনার নিজের গবেষণা ছিল?
- মানে? কি বলতে চান আপনি?
- মানে আপনার মত এমন বুদ্ধু, হাঁদারাম একজন মানুষ কি করে অমন একটা জটিল বিষয়ে এমন সুন্দর সহজ করে গবেষণাপত্র প্রকাশ করে সেটা ঠিক বুঝতে পারছি না।
এই কথা শুনে তাজ্জব হয়ে আমি তাকাতেই দেখি, এই মেয়ে আবার কথা বলা শুরু করল......

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

এ.এইচ.নাবিল বলেছেন: অনেক ভালো হয়েছে।
আমার ব্লগ পড়ে আসার আমন্ত্রণ রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার ব্লগ পড়ে এলাম। ভাল লিখেছেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।
চলুক----

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর কি না জানি না তবে একটু একটু করে প্রাকটিস করছি, লেখার জন্য। দেখি কতদুর চালাতে পারি।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

আমি মুক্তা বলেছেন: লেখাটা মনে হচ্ছে ভালই হবে, চলতে থাকুক। তবে আগের পর্বের লিংকটা দিলে পড়তে আরেকটু মজা পেতাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ মুক্তা, আপনাদের সমর্থন পেলে আরো একটু চলতে পারে। আর লিংকটা দেওয়া হয়নি, পরের পর্ব লিখলে অবশ্যই দুটো লিংকই দিয়ে দেব। তবে এখন নামের ওপর ক্লিক করলে আমার অন্য পোষ্টগুলো দেখতে /পড়তে পারবেন।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

হাসান রাজু বলেছেন: (চলবে) ........ ঠিক ঠাক চলবে তো ?
এইযে আপন মনে ইয়র্কার মেরে যাচ্ছেন - মানে আপনার মত এমন বুদ্ধু, হাঁদারাম একজন মানুষ ...... সেটা ঠিক বুঝতে পারছি না। হিসেব আছে আজ ফাল্গুনের প্রথম দিন। আর, কালই ভালবাসা দিবস। এমন জবরদস্ত ডায়লগের পর একদিনের ভিতরেই " তুহি মেরা জান, দিল তুজ পে কুরবান " টাইপের ডায়লগ নায়ক নায়িকার মুখে দিয়ে দিতে পারবেন।

যাই হোক সেটা ব্যাপার না। পাইরেটস অব ক্যারাবিয়ান এর রাইটার যদি পারেন মৃত ক্যাপ্টেন জ্যাক স্পেরোকে আবারো ব্লাক পার্লে ভাসাতে আমাদের সামু পাগলা ০৭ কম কিসে !!! চলবে চলবে । অবশ্যই চলবে ।
শুভ কামনা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

ম্যাড ফর সামু বলেছেন: রাজু (চলবে)- চলবে কি না এখন কিভাবে বলি, তবে আপনারা চাইলে চলতেও পারে, কারণ আমি তো ভাই লেখক নই, তবে আপনাদের দেখাদেখি নিজে কিছু করতে পারি কি না সে চেষ্টা করেছি মাত্র।

হুম, কে বলেছে ১৩ তারিখ বুদ্ধু, হাঁদারাম বললে ১৪ তারিখ তুহি মেরা জান-দিল তুজপে কুরবান' বলবে, অন্য কিছুও তো বলতে পারে, অথবা ১৩ তারিখেও তো বলতে পারে।

সুন্দর গঠনমুলক মন্তব্যে আপ্লুত।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

হাসান রাজু বলেছেন: কথাও একটা ভুল হয়ে গেছে
মানে আপনার মত এমন বুদ্ধু, হাঁদারাম একজন মানুষ ...... সেটা ঠিক বুঝতে পারছি না।
এই অংশটা বোল্ড হওয়ার কথা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

ম্যাড ফর সামু বলেছেন: কথাও একটা ভুল হয়ে গেছে- ঠিক বুঝলাম না বোল্ড কি গল্পে হতো না আপনার কমেন্টে?

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: তারপর তারপর !!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

ম্যাড ফর সামু বলেছেন: মনিরাপুউউউউউউউউ...... লজ্জা দিবেন না, এত আগ্রহী হওয়া ভাল না, আমি লিখতে চেষ্টা করছি আপু.... ধন্যবাদ মন্তব্য ও লাইক প্রদানে।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে হাফলেডি!
তোর নিক দেখলেই মেজাজ আমার হট হয়ে যায়। তোর মজনুগিরি আমি ছুটাবো ..;)


পুনশ্চঃ তোর লেখাতো মনে হচ্ছে ভালোই। যা খুশি লিখ, তবে অন্য নিকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

ম্যাড ফর সামু বলেছেন: সত্যিই তুই আমার মজনুগিরি ছুটাবি...... ছুটাতে পারবি......? তুই কি কারো প্রেমে দিওয়ানা হয়ে এমন করতাছস? তাইলে মাথায় একটন বরফ টাইল্যা নিজের মাথাডা ঠাণ্ডা কর।

পুনশ্চঃ কাউকে হুমকি দেওয়া একদম ভালো লক্ষণ নয়, কমেন্টটাও ভালই হইছে তবে ভাষাটা একদম ই....র শ্রেণীর মানুষের মত।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইতর ভদ্র সব ভাষা মোর জানা আছে। ইচ্ছে করেই এমন ভাষায় কমেন্টুটা করলুম। প্রতিক্রিয়া দেখার জন্য। ;);)


যাকগে সেসব,
কাল/পরশু বইমেলায় আসো দেকিনি। বিকেল ৫টা, প্যাভিলিয়ান ২২/২৩। দেখা হলে, নতুন একটা নিক গিফ্ট করবা নি। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

ম্যাড ফর সামু বলেছেন: ওরে হালার বরিশাইল্লা, তুই মোরে কি মনে হরছো মনু, তুমিই খালি ইতরামি করবার পারো... মনু... মুই কিন্তুক ডরাইন্যা পোলা না।

মনু মুই তো যাইবার চাই কিন্তু মোর ডারলিং তো মোরে ছাড়ে না, তাই বইমেলায় যাওয়া অইবে কিনা কইতে পারি না। তয় শ্যাষ চেষ্টা একখান লমু, হুনছি আইজকা নাহি কাওসার ভাই সহ আরও অনেকেই ওইহানে আড্ডা দিবো, চান্স লমুনে, বাকিটা ......

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়েগুলো দুষ্টু ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

ম্যাড ফর সামু বলেছেন: :P হুম মনে হইতাছে প্রোগ্রামার সাহেবরে যতটা কাটখোট্টা মনে করছিলাম ততডা না, কাহিনী কি, মেয়েগুলা যে দুষ্টু এইডা কেমতে জানে?

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর কি না জানি না তবে একটু একটু করে প্রাকটিস করছি, লেখার জন্য। দেখি কতদুর চালাতে পারি।


ইনশাল্লাহ পারবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

ম্যাড ফর সামু বলেছেন: ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো!

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরেহ ভাই!!!! এই গল্প একদিন রোমিও জুলিয়েট ছাড়িয়ে যাবে।
লিখতে থাকেন একদিন হয়তো বলতে পারবো খ্যাতি প্রাপ্ত গল্পটির আতুর ঘরের পাঠক ছিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

ম্যাড ফর সামু বলেছেন: ওরে সুজন ভাই এইটা কি কইলেন? নাহ ভাই লজ্জা পাইলাম! এত্ত তেল মাইরেন না, শ্যাষে সব পিছলাইয়া যাইব।

ধন্যবাদ মন্তব্যে উৎসাহ দিয়ে ভ্যালেন্টাইন এর বেলুন ফোলানোর জন্য।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

হাসান রাজু বলেছেন: আমার কমেন্টে, আপামনি। সে যাই হোক। আপনি কমেন্ট ঠিকঠাক ই বুঝে নিয়েছেন। সমস্যা হয়নি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, কিন্তু আপামনি তো না... ভাইয়ামনি।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

হাসান রাজু বলেছেন: আমার কমেন্টে, আপামনি। সে যাই হোক। আপনি কমেন্ট ঠিকঠাক ই বুঝে নিয়েছেন। সমস্যা হয়নি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

ম্যাড ফর সামু বলেছেন: মনে হইতাছে নিকটা ঠিক করন জরুরি বিষয়, আসলে তেমন সময়ও পাইনা আর পছন্দের একটা নিকও খুঁজে পাচ্ছি না!

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আপনি কেমন আছেন। আমার ব্লগে দেখি না আপনাকে অনেকদিন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

ম্যাড ফর সামু বলেছেন: ছবি আপু! ধন্যবাদ সুন্দর মন্তব্যে অনুপ্রাণীত করার জন্য। আসলে অনেকদিন পরপর ব্লগে আসি তো তাই আর তাছাড়া আমার এই বিতর্কিত আইডিটা নিয়েও আমি অনেকটাই হীনমনস্কতায় ভুগছি। ব্লগে যদিও আসি কিন্তু লগইন না করেই সবার ব্লগ পড়ি, শুধু কমেন্ট করা হয় না এই আরকি।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ও মোর খোদা! ফাগলে দেহি গোখরা সাপের লাহান ফোঁস ফোঁস করে। :P

লেখকবলেছেন: ওরে হালার বরিশাইল্লা, তুই মোরে কি মনে হরছো মনু, তুমিই খালি ইতরামি করবার পারো... মনু... মুই কিন্তুক ডরাইন্যা পোলা না।
তুমি ডরাই না পোলা হইবা ক্যান? তুমি তো নোয়াখাইল্লা মাইয়া। জাতে গোখরা।:);)


## মনু মুই তো যাইবার চাই কিন্তু মোর ডারলিং তো মোরে ছাড়ে না,তাই বইমেলায় যাওয়া অইবে কিনা কইতে পারি না। তয় শ্যাষ চেষ্টা একখান লমু, হুনছি আইজকা নাহি কাওসার ভাই সহ আরও অনেকেই ওইহানে আড্ডা দিবো, চান্স লমুনে, বাকিটা .....
.. ডালপালা আছে তো হাফলেডি মার্কা নিক নিছো ক্যান? প্রোপিক কই???:P
(আকাম কুকাম না কইরা বিয়া কইরা ফালান। অগ্রীম শুভকামনা।)

পুনশ্চঃ একটু ঝগড়া করলুম। ;)
আজ মেলাতে যাচ্ছি না, পিকনিক করবো। কাল/পরশু যাব। ৪-৬টা, ২২/২৩এর আশেপাশেই থাকবো। দেখা হলে হতেও পারে;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

ম্যাড ফর সামু বলেছেন: জনাব নোয়াখাইল্লা না বরিশাইল্লা না আমি একজন বাংলাদেশী। আর পাগল-ছাগলের সাথে নিশ্চয় এর আগে কথা বলেন নাই কিছু কিছু পাগল আছে গোখরা না রাটল সাপ এর মত!
ডরাইওনা মনু! তোমার নায়িকারে নিয়া যামু না! আমার পিছে লাইগা লাভ নাই, মোর পোলা ক্লাস ৮ এ পড়ে! অতএব হিংসা কইরা কোনই লাভ নাই!
আর একখান কতা মুই পোলা না মাইয়া এইডা তো তোমারে দেহান যাইব না, তয় যদি বিয়া কর আর দুয়েকখান শালী থাহে তয় মোর লগে যোগাযোগ কইরো তারাই কইয়া দিবে মুই কি জিনিস।
আমি মেলার একদম কাছেই থাকি, কিন্তু তবুও যেতে পারি না। তবে চেষ্টা থাকবে একবার হলেও যাওয়ার।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

বাকপ্রবাস বলেছেন: অতপর........তারপর...........
ভাল লাগল...........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

ম্যাড ফর সামু বলেছেন: বাকপ্রবাস ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। তারপর যে ঠিক কি আমি নিজেও জানি না। ভালো লাগার জন্য ধন্যবাদ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

নীল আকাশ বলেছেন: আপনার গল্পটার এই পর্ব আমি পোস্ট দেয়ার দিনই পড়েছি। বড় করে একটা মন্তব্য করব, সেই জন্য মনে হয় চলে গিয়েছিলাম।
নীচে কিছু সাজেশন দিলাম, ভালো মনে হলে ট্রাই করে দেখতে পারেন....
১। আমি ফিরে এসেছিলাম এটা বলার জন্য যে, ছবি দিবেন রূপক কিংবা প্রাকৃতিক, চেহারা না দেখা গেলে সব চেয়ে ভাল। মনে রাখবেন, পাঠক আসবে আপনার লেখা পড়তে, আপনার ছবি দেখতে নয়! ছবি যেন লেখার চেয়ে কোনভাবেই বেশি গুরুত্বপূর্ণ না হয়ে উঠে......
২। গল্পের নামটাও যেন কেমন লাগছে! নতুন সামু পাগলা ০৭ এর ব্যর্থ প্রেমের ধারাবাহিক পর্ব-২
এই রকম হলে কেমন হতোঃ ব্যর্থ প্রেমের ধারাবাহিক [পর্ব-২]
৩। একদম নীচে চলবে লেখার দরকার নেই! আপনি তো উপরে বলেই দিয়েছেন ২য় পর্ব। শেষ পর্ব হলে তো লিখেই দিতেন এটা শেষ পর্ব।
৪। আমরা সবাই গুগল মামা কি দিয়ে ছবি যোগার করে নেই। ঐ মামা না থাকলে প্রতি পোস্টে আর কাউকে ছবি দিতে হতো না..............আলাদা করে ছবির নীচে এটা বলার কোনই দরকার নেই। শুধু যদি অন্য কারো কবিতা বা গান কোট করেন তবে সেটা একদম শেষে ব্রাকেটের [] ভিতরে লিখে দেবেন, ব্যাস।
৫। পর্বের শেষে আরও বড় চমক দেয়ার চেস্টা করবেন। আরেকটা লাইন দিতে পারতেন এভাবে-
এই কথা শুনে তাজ্জব হয়ে আমি তাকাতেই দেখি, এই মেয়ে আবার কথা বলা শুরু করল......

পরের পর্ব দিয়েছেন দেখলাম। একটু পরে পড়ব।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

ম্যাড ফর সামু বলেছেন: ভাই আকাশ! আকাশের মতই উদার এবং গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে আমি লেখালেখিতে একদমই কাঁচা, তো আপনাদের সবার লেখা পড়ে নিজেরও একটু লেখক হয়ে উঠার ইচ্ছা থেকেই এইসব জঞ্জালের সৃষ্টি। যাহোক আপনার সুন্দর মন্তব্য অনুযায়ী সব এডিট করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.