নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমের ধারাবাহিক পর্ব-৩

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

যারা আগের পর্ব পড়েন নি তাদের জন্য:
পর্ব-১
পর্ব-২

-কি বলছেন আপনি, আপনার কথার তো কিছুই বুঝছি না আমি।
- যেভাবে হ্যাঁদার মত তাকিয়ে রয়েছেন আমার দিকে, বুঝবেন কিভাবে? ঠিক আছে দেখছেন দ্যাখেন, কিন্তু তাই বলে কান এবং মাথা দিয়েও যে মানুষ কাউকে দ্যাখে তা আপনার সঙ্গে কথা না বললে বুঝতে পারতাম না।
- মানে? কি বলছেন এসব, আপনার কি মাথা ঠিক আছে?
- আমার মাথা পুরোই ঠিক আছে, কিন্তু মনে হয় আপনার নেই। বিজ্ঞানের এইসব জটিল জটিল বিষয়গুলো নিয়ে নিবন্ধ তৈরি করতে করতে মনে হয় আপনার মাথা পুরোটাই গিয়েছে। তাই আমার অতি সাধারণ কথাও আপনি বুঝতে পারছেন না।
-দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না, তারপরও কথা বলছি স্রেফ ভদ্রতা রক্ষা করার জন্য। কিন্তু আপনি সেই তখন থেকে আমার সঙ্গে যা আচরণ করছেন যেভাবে কথা বলছেন তাতে কিন্তু আমি...
-তাতে আপনি কি? হ্যাঁ? তাতে আপনি কি?
-আচ্ছা বাদ দিন, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো?
-এইতো এতক্ষণে লাইনে আসছেন উনি, আমার উদ্দেশ্য জানতে এতক্ষণে উনার মনে প্রশ্ন জাগল। আমার উদ্দেশ্য সত্যিই জানতে চান?
-কি আশ্চর্য, আপনি সেই সেমিনার হল থেকে বেরোনোর পর থেকে আমি যেখানে যেখানে গিয়েছি, সেখানেই আমার পিছু পিছু ফলো করছেন আজ দু'দিন ধরে। অবশেষে আজ প্রথম আমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েই আমার সঙ্গে সেই তখন থেকে কেমন যেন আচরণ করছেন? যাক, সব ভুলে গেলাম। এবার ঝটপট বলুন তো আপনি কি চান আমার কাছে? আমার প্রকাশিত গবেষণাপত্রটি নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে করে ফেলুন আমি ঝটপট উত্তর দিয়ে বিদায় নেই।
- ইশ্, সাহেবের কি তাড়া, আর কথার কি ছিরি, কি মনে করেন নিজেকে হ্যাঁ, সবাই কি আপনার মত জটিল জটিল সায়েন্টিফিক বিষয় মাথায় নিয়ে সর্বক্ষণ ঘুরে নাকি, হ্যাঁ।


কথাটা বলার সাথে সাথেই আমার মনে হলো, কোন কিছু ভুল করে ফেললাম নাকি? এই বুদ্ধু লোকটাকে মনে মনে এতদিন ধরে পছন্দ করে আসছি! এতদিন ধরে ফেসবুক, টুইটার আর ব্লগে ফলো করে আসছি, এটা কি ভুল হলো? ভুল করে অন্য কারো সঙ্গে কথা বলছি? বৃথাই কি ২/৩টি দিন মুল্যবান সময় নষ্ট করে ফেললাম!
- আচ্ছা, আপনি ........... তো, দেশ-বিদেশের নামকরা একজন গবেষক, আর ফেবুতে আপনার আইডি কি ............ ।
- হ্যাঁ অবশ্যই আমার নাম.............. আর ফেবু তে নিশ্চয় আমি আমার আসল নামটিই ব্যবহার করি।
- তাহলে তো ঠিক-ই আছে। যাক আপনাকে আমি অনেকদিন থেকেই অনেক পছন্দ করি।
-সে তো অনেকেই করে, সারা পৃথিবীতে আমার কত ছাত্র-ছাত্রী রয়েছে, যারা আমাকে অনেক পছন্দ করে।

নিজেকে একটা যাচ্ছেতাই মনে হচ্ছে! কিভাবে যে বলি! একটা মেয়ে হয়ে নিজের হৃদয়ের একান্ত কথাগুলো কিভাবে এই হ্যাঁদাটাকে বলি, ইশারা ইঙ্গিত তো মনে হয় কিছুই বুঝে না, যা বলার সরাসরিই বলতে হবে! কিন্তু তা তো আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে এক কাজ করি কাল তো বিশ্ব ভালোবাসা দিবস, কালকের দিনটাকেই কাজে লাগানোর চেষ্টা করি।
-আচ্ছা সারা পৃথিবীর সবাই আপনাকে পছন্দ করুক, ভালোবাসুক তাতে আমার কোন আপত্তি নেই। এখন বলুন আপনি কি আগামীকাল সকাল ১১ টায় এখানে আসতে পারবেন একটু লম্বা সময় নিয়ে?
-উম্ এখন তো ঠিক বলতে পারছি না আমার সিডিউল দেখতে হবে আগে, কালকে কোথাও আমার কোন লেকচার রয়েছে কিনা।

(ইশ্ আবার ভাব দেখায়)
- আগামীকাল আপনার কোথাও কোন লেকচার নেই সেটা আমি বেশ ভাল করেই জানি, এখন বলুন আসবেন কি না?
- আচ্ছা তাই নাকি? কিভাবে জানেন আপনি আমি কালকে ফ্রি থাকবো?
- সেটা আমি না একটা ৫ বছরের বাচ্চাও জানে, কাল সানডে তাই।
- ও আচ্ছা, তাইতো! ইশ আমার না একদম এসব দিন তারিখ মনে থাকে না। যাক আপনাকে ধন্যবাদ, মনে করিয়ে দেওয়ার জন্য।
- ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আগামীকাল ঠিক সকাল ১১ টায় আমি আপনাকে এখানে দেখতে চাই।
- কোন জরুরী বিষয়? আজকেই বলুন না! আমি যতটুকু পারি তার সমাধান দেওয়ার চেষ্টা করব।
- শুনুন আপনাকে যা বলেছি ঠিক তাই করবেন, আর হ্যাঁ আসার সময় অবশ্যই হাতে একটা লাল গোলাপের তোড়া নিয়ে আসবেন।
- লাল গোলাপ! কেন কেন লাল গোলাপ কেন?
- লাল গোলাপ দিয়ে আপনার থিওরি ভুল প্রমাণ করে দেব আমি সেইজন্য। (উজবুক একটা!)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

ম্যাড ফর সামু বলেছেন: অবশ্যই হারিয়ে যেতে কোন মানা নেই! আমরা সবাই মাঝে মাঝে একটু হারিয়ে যেতে পছন্দ করি বলেই না পৃথিবীটা এত সুন্দর!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি কী কানাডা প্রবাসী “সামু পাগলা ০৭” ? :)





১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

ম্যাড ফর সামু বলেছেন: শাহরিয়ার ভাই আমি কানাডা প্রবাসী সামুপাগলা০০৭ নই, আপনি একটু কষ্ট করে আমার পাতা থেকে ঘুরে এলেই বুঝতে পারবেন।
আমার ব্লগপাতা

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: ছবি পারফেক্ট।
উপরে লিংক দেয়া ঠিক আছে।
চলবে নীচে লেখা দরকার নেই!
নিজের মনে চিন্তা ভাবনা লেখার একটা উদাহরন দিলাম। উপরে আপনার লেখায় এইগুলি বেশ দৃস্টিকটু লাগছে। লেখক হিসেবে এটা আপনাকে অভারকাম করতেই হবে। কোন অপশনই নেই! নিন এটা- ১মটা ঠিক করলাম!
কথাটা বলার সাথে সাথেই আমার মনে হলো, কোন কিছু ভুল করে ফেললাম নাকি? এই বুদ্ধু লোকটাকে মনে মনে এতদিন ধরে পছন্দ করে আসছি! এতদিন ধরে ফেসবুক, টুইটার আর ব্লগে ফলো করে আসছি, এটা কি ভুল হলো? ভুল করে অন্য কারো সঙ্গে কথা বলছি? বৃথাই কি ২/৩টি দিন মুল্যবান সময় নষ্ট করে ফেললাম!

গল্পটা স্কুইজ করার চেস্টা করুন, যতটা সম্ভব।

সাথেই আছি, চেস্টা করব যাতে এই সিরিজটা ভালো ভাবে দাড়া করানো যায়!
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

ম্যাড ফর সামু বলেছেন: ভাই! নিশ্চয় নিশ্চয় এবং নিশ্চই আপনি দারুণ কমেন্ট করে আমাকে একটি সুন্দর পথ দেখিয়েছেন। ভবিষ্যতে কি করতে পারবো জানি না। তবে যে অংশটুকু উল্লেখ করেছেন সেটা কি ভাল হয়েছে না খারাপ হয়েছে বুঝতে পারলাম না। মানে এ অংশটা কি বাদ দিতে হবে?

আপনি বলছেন এটা একটা গল্প বা ধারাবাহিক কিছু একটা হচ্ছে?

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

নীল আকাশ বলেছেন: আপনার লেখায় (মনে মনে) এবং এর পরের অংশটা এক করে লিখে দিয়েছি, যেন আপনি বুঝতে পারেন কিভাবে এই জায়গা গুলি লিখতে হয়। ১০০% রিপ্লেসমেন্ট বলতে পারেন। পুরো লেখায় এই জায়গা গুলি পচা লাগছে আমার কাছে। এভাবে মনের ভাবনা কেউ লেখে না। রি রাইট করুন উদাহরনটা দেখে। একবার লিখলেই শিখে ফেলবেন, আর ভুল হবে না।
ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

ম্যাড ফর সামু বলেছেন: নাহ আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, দারুণ একটা পরামর্শ ভাই। আসলেই এমন গাইড পেলে যে কেউ ভাল লেখক হয়ে উঠতে পারে। হৃদয়ের একান্ত ভালোলাগা থাকলো আপনার জন্য।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড মর্নিং :)

বাপরে বাপ! মেয়েটা কি ফাস্ট! প্রফেসরকে নাকানি চুবানি খাওয়ালো!!!

ভালোই গল্প, চলছে চলুক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

ম্যাড ফর সামু বলেছেন: শুভ সকাল! ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না ভায়া, কথার সুর পাল্টে গেলো! যাক পাল্টানো ভালোর লক্ষণ, এমন ফাস্ট দেইখ্যাই তো মইজা গেছো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: অবশ্যই এটা সিরিজ, গল্পের সিরিজ। ভালোই তো লাগছে পড়তে। অন্য রকম। চলুক না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

ম্যাড ফর সামু বলেছেন: ভালই তো লাগছে পড়তে! অন্য রকম! চলুক না!- দেখি ভাই আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, দেখি কতটুকু চালাতে পারি।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

নীল আকাশ বলেছেন: আরেকটা কথা, কথপোকথনের মাঝে মাঝে কিছু অন্য লাইন দিয়েন। একটানা কথপোকথন পড়তে বিরক্ত লাগতে পারে পাঠকের।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

ম্যাড ফর সামু বলেছেন: আপনার আদেশ শিরোধার্য! যথাযথভাবে ফলো করার চেষ্টা থাকবে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

কাউছার চৌধুরী বলেছেন: পড়তে ভালো লাগলো। চালিয়ে যান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ভালো লাগল, তার মানে মোটামুটি লিখাটা হচ্ছে। যাক দেখি কতদুর চালিয়ে যেতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.