নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমের ধারাবাহিক শেষ পর্ব

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭

ইচ্ছে হলে ঘুরে আসুন:
পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪
পর্ব-৫
পর্ব-৬



- হাতটি ধরলে কি আপনার ইমেজ নষ্ট হবে?
- না, আসলে কখনও এভাবে কারও হাত ধরিনি তো, তাই!
- ইশ্, ন্যাকা!

নিজেই এগিয়ে এসে আমার হাতটি তার ছোট্ট কোমল ফর্সা হাতের মুঠোয় নিয়ে প্রতিটি আঙ্গুলের মাঝে তার সরু সরু আঙ্গুলগুলো গুঁজে দিয়ে শক্ত করে চেপে ধরল। আমার সারা দেহে যেন ১০ হাজার ভোল্টের বিদ্যুতের ঝটকা বয়ে গেল। আমার চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেল! ও আমার হাতটি তার হাত দিয়ে আলিঙ্গন করে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তার হরিণ নয়ণের কালো মণিটি স্থির করে রাখল।

- শতাব্দী পার হয়ে যাক,
হারিয়ে যাক হৃদয়ের দুখ,
আমরা দুটি পাখি,
মেলি মোদের আঁখি,
ভেসে বেড়াই মেঘ-
আর বিজলীর অবসরে!

তার হাতের ঝাঁকুনিতে আমার তন্দ্রা ছুটে যায়। আমি সচেতন জগতে ফিরে আসি। তার হাতের বন্ধন থেকে আমার হাতটি মুক্ত করার জন্য আলতো করে টেনে নেওয়ার চেষ্টা করি। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাতটি আমার।

- ছাড়বো না ছাড়বো না
দেখি কেমনে ছাড়াও
পারবো না পারবো না,
দেখি কেমনে পালাও
এই নরম-কোমল হস্তবন্ধন ছেড়ে!

ছাড়াতে যদি চাও
তবে তুমি কেটে নাও
আমার পাঞ্জাটি,
উপহার দিলাম তোমায়
হৃদয়ের বন্ধন! সে কি ছেঁড়া যায়!!

আমার চোখে জলের অস্তিত্ব টের পেলাম না, কিন্তু তার পদ্মকলি নেত্রপল্লব কখন যে ভিজে গেছে টের পেলাম যখন কয়েকটি মুক্তবিন্দু আমাদের হাতের আলিঙ্গনে এসে হৃদয়ের উষ্ণতার ছোঁয়া দিয়ে গেলো।

-আমি ছাড়তে চাইনাকো
সখি তবু ছাড়তে আমায় হবে গো
জীবন আমার ক্ষণস্থায়ী,
সময় বড় নাহিকো
জীবনে গোধুলী, আমি এবার যাই।

ভাষাহীন, নির্বাক, নিষ্পলক দুটি পাখি আমরা দাঁড়িয়ে রয়েছি মুখোমুখি। এতক্ষণ সে আমার একটি হাত জড়িয়ে ছিল এবার বাকি হাতটিও টেনে নিল তার অপর হাতের বন্ধনে!

উৎসর্গ- প্রাণপ্রিয় সামুপাগলা০০৭ । যিনি এই ব্লগটি মাতিয়ে রেখেছেন অনেকদিন ধরে। যার প্রেরণায় আমার এ গল্পের অবতারণা।

বিঃ দ্রঃ আর আজকের পর থেকে হয়ত এই বিতর্কিত আইডিটির অপমৃত্যু হয়ে যাবে। অনেকেই এই আইডি খোলা নিয়ে গোস্বা করেছেন, এমনকি আমাদের সবার প্রিয় পাগলী আপুনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৮

নয়া পাঠক বলেছেন: মনে হচ্ছে আমরা কাহিনীর সমাপ্তির সাথে সাথে কোন এক প্রতিভারও মৃত্যু দেখব, না না এমনটা করবেন না, আপনার লেখা অতি চমৎকার হয়েছে। প্রয়োজনে নিকটা চেঞ্জ করে থেকে যান আর একের পর এক সুন্দর সুন্দর গল্প কবিতা উপহার দিন আমাদের!

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১০

ম্যাড ফর সামু বলেছেন: নাহ্ ব্লগে লিখার সাধ চুকে বুকে গেছে! ঠিক নেই কি করব, মনটা ভালো নেই পাঠক বাবু, ভালো থাকবেন।

২| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনি আইডি বন্দ করে দিচ্ছেন শুনে ভাল লাগলো, নতুন আইডি খোলেন আমরা আছি আপনার সাথে।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

ম্যাড ফর সামু বলেছেন: আমার আইডি বন্ধ করে দিচ্ছি শুনে আপনার ভালো লাগায় আমি কৃতার্থবোধ করছি। দেখি নতুন আইডি খোলার সিদ্ধান্ত নিতে পারি কি না। ধন্যবাদ মন্তব্যে।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনি চাইলে নিকটি পরিবর্তন করে নিতে পারেন কাভা ভাইকে বলে।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১১

ম্যাড ফর সামু বলেছেন: কাভা ভাইকে কোথায় পাবো সে ব্যাপারে যদি একটু জানাতেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪৯

প্রামানিক বলেছেন: মডারেটরকে বলে আইডিটির নাম পরিবর্তন করলেই হবে।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

ম্যাড ফর সামু বলেছেন: ফেবু-র পেজে গিয়ে একটি ম্যাসেজ পাঠিয়েছিলাম কিন্তু তার তো কোন রিপ্লাই পেলাম না আজ অবধি। আর কোন পদ্ধতি থাকলে বলতে পারেন, চেষ্টা করে দেখি। ধন্যবাদ সুন্দর আইডিয়ার জন্য।

৫| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ৪নং মন্তব্যকারীর সাথে আমি একমত।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৯

ম্যাড ফর সামু বলেছেন: ৩-৫ নং মন্তব্যকারীর সঙ্গে আমিও একমত। আশাকরি আপনার উত্তরটিও পেয়ে গেছেন।

৬| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

মাহমুদুর রহমান বলেছেন: যখন কোন একটা কাজে হাত বাড়াবেন,আগে ভাববেন তারপর করবেন।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৯

ম্যাড ফর সামু বলেছেন: দারুণ সুন্দর একটি মন্তব্য! ধন্যবাদ সু-পরামর্শের জন্য। কিন্তু আমি আমার জীবনের প্রতিটি কাজই আগে করে তারপর সেটা নিয়ে ভাবি! :-B

৭| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, গপ্পো লেখা শেষ....:D


আইডির অপমিত্যু??? পাগল সম্প্রদায় যে কি করে না????:D

০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭

ম্যাড ফর সামু বলেছেন: চিন্তা কইরো না মনু, এবার পাগল সম্প্রদায়ের লগে তোমরাও যুক্ত হইবার লাগছো।

৮| ০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

আমি মুক্তা বলেছেন: গল্পটা মনে হচ্ছে চাপের মুখে তাড়াহুড়ো করে শেষ করে ফেললেন। শেষ পর্ব হিসেবে আরো একটু বেশি আর বিস্তারিত হতে পারত। যাহোক সেটা আপনার ইচ্ছা, তবে কতগুলি পর্ব পড়তে বেশ ভালই লাগলো। কিন্তু এ পর্বের মন্তব্যগুলি দেখলাম সব পোষ্টের বিষয় সম্পর্কিত মানে গল্প সম্পর্কিত না হয়ে তা আপনার বিদায় সম্পর্কিত। যাক ভালো হলো, তবে বিদায় না নিয়ে দেখুন অন্য কিছু করা যায় কি না, মানে নিক পরিবর্তন করে নেওয়া যায় কি না।

০৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫২

ম্যাড ফর সামু বলেছেন: দেখি কি করা যায়। এখন বাংলাদেশীদের জন্য এমনিতেই সামু বন্ধ হয়ে গেছে, আর কি যায় আসে কয়েকলক্ষ ব্লগারের মধ্য থেকে যদি আমার মত নগন্য কেউ ঝরে যায়। তাছাড়া আপনাদের সবার প্রিয় সামুপাগলা ০০৭ তো রইলেনই আপনাদের চিত্ত-রঞ্জনের জন্য।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কী নিক চেঞ্জ করতে চান? আমি কাভা ভাইয়ার সাথে আলাপ করতে পারি। তবে যাবেন না প্লিজ।

২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৩

ম্যাড ফর সামু বলেছেন: সুন্দর পরামর্শ আপু। আসলে এই নিকটা আমার ভীষণ প্রিয়, কিন্তু যেহেতু শুরু থেকেই সবাই আপত্তি জানাচ্ছেন তাই আমিও চাই এটা ত্যাগ করতে। যদিও সামুর বর্তমান অবস্থায় নতুন রেজিষ্ট্রেশন বন্ধ থাকা এবং লেখক ও পাঠক সংখ্যা কমে যাওয়ায় ইচ্ছে করলেও সামুকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে নিকটা চেঞ্জ করতে পারলে ভালো লাগবে। সেক্ষেত্রে আমি কোন পছন্দের নিক আপাতত খুঁজে পাচ্ছি না। যদি আপনার সাজেশনে কোন কিছু থাকে তা জানাতে পারেন।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে নিক পরিবর্তনে সাহায্য করার আগ্রহ জানানোর জন্য। দেখুন আলোচনা করে, আমি অবশ্যই রাজি।

১০| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুর লিংক দেন আপনার

নামটা কি হবে সেখানে বলি অথবা বলেন

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৫

ম্যাড ফর সামু বলেছেন: অনেক ধন্যবাদ আপ্পি।

https://www.facebook.com/mdrobul

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.