নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

আকাশ!

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

হে আকাশ!
তুমি কত বিশাল!
নাহি কেহ তুল্য তোমার
নাহি অবকাশ,
কোথায় মিলেছো তুমি?
নীল সাগরের মাঝে?
নাকি ওই অরুণ বনে?


হে আকাশ!
কত সাজো তুুমি?
কারো পরোয়া করো নাকো তুমি,
নিজেকে সাজাও আপন রঙে
কখনো নীল কখনো কালো,
কখনো সাদা মেঘের ভেলা
তোমার ওই রূপ দৃশ্য দেখে
কেটে যায় সারা বেলা।

হে আকাশ!
তুমি কত আবেগি
দেখেছি কত কাঁদিতে তোমায়
সকাল রাত দুপুর
চৈত্র মাসে দেখেছি আমি
কাঠ ফাটা রোদ্দুর!

হে আকাশ!
তুমি কত অপরূপ
বৈশাখ মাসে মনে থাকে
তোমার রূপে ভয়
কালো মেঘে সাজতে দেখে
কাঁপে এ হৃদয়!

হে আকাশ!
বর্ষাকালে তোমার রূপ
দেখিতে যে দায়
ভাসিয়ে দেবে কী এ বছরও
মনেতে সুধায়,
কাঁদো তুমি হাসো তুমি
খেলো আপন ঢঙে
কাঁদিয়ে সবারে সাজো তুমি
আপন সাতটি রঙে!

(C) আব্দুল্লাহ আল সাবা

কবিতাটি আমি লিখিনি। আর লিখতেও পারি না! এটি আমার ছেলের লেখা। অনেক ভুল ভ্রান্তি রয়েছে। নেই অন্তমিল ও অন্যান্য অনেক দোষেই হয়ত দুষ্ট এর ভাষাগত প্রয়োগ। তবুও এটি এখানে দিয়ে দিলাম একান্ত ইচ্ছার জন্য।

আশা করি পাঠক বন্ধুরা ভুলগুলো কমেন্টে উল্লেখ করে তা সংশোধন করে দিবেন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা।

রাংধনু সাজে সাত রঙে।

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

ম্যাড ফর সামু বলেছেন: শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ! আপনাদের প্রেরণাই ওর চলার পথের পাথেয় হোক!

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: দারুন হয়েছে , আমিও আকাশ নিয়ে একটা কবিতা ব্লগে দিয়েছিলাম ।

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

ম্যাড ফর সামু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। আপনার কবিতাটি মনে হয় পড়েছি।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

ম্যাড ফর সামু বলেছেন: আপনার মত কবি'র নিকট যখন ভালো লেগেছে, তার মানে লেখার হাত আছে মোটামুটি।

অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: ম্যাড ফর সামু ভাই আপনার ছেলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
শুভসন্ধ্যা

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

ম্যাড ফর সামু বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত ভাই। শুভকামনার ও শুভেচ্ছার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

আপনাদের প্রেরণায় আশা করি ও আরও কিছু লিখতে পারবে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। দোয়া করবেন ওর জন্য।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩

নীল আকাশ বলেছেন: আপনি সাজেশন চেয়েছেন দেখে সেভাবেই বলছি-
১। সাধু এবং চলিত ভাষার সংমিশ্রণ হয়েছে। একে গুরুচন্ডালী দোষ বলে।
২। নাহি, কেহ শব্দ ২টা কিছুটা পুরাতন এবং সেকেলে হয়ে গেছে। আধুনিক বাংলায় এইসব শব্দ এখন পারলে এড়িয়ে চলে।
৩। আমি নিশ্চিত হই তবে কিছু বাংলা বানান নিয়ে সন্দেহ লাগছে। বাংলা বানান নিয়ে রাকু হাসান ভাইয়ের কিছু পোস্ট আছে দেখে নিবেন।
তারপর কেমন আছেন? দিনকাল কেমন কাটছে?
শুভ কামনা রইলো।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

ম্যাড ফর সামু বলেছেন: আকাশ কবিতায় নীল আকাশ ভাইয়ের মন্তব্য পেয়ে অনেক অনেক প্রীত হলাম। সেই সঙ্গে সাজেশন পেয়ে আরও ভালও লাগল।

আসলে ব্যস্ততার কারণে বানানের প্রতি এবং গুরু চণ্ডালী দোষের দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হয়ে উঠেনি। তবে পরবর্তীতে আপনার উপদেশ ফলো করার চেষ্টা করব।

তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও নিশ্চয় ভালো আছেন?

শুভকামনা আপনার জন্যও।

কবিতাটি পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্য প্রদানের জন্য আপনাকে একরাশ ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.