নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ম্যাড ফর সামু

আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!

ম্যাড ফর সামু › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্ব নারী দিবস "মা" তুমি ঘুমিয়ে থাকো ধরণী মায়ের অন্তরে!

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৫

আজ বিশ্ব নারী দিবস। সবাই এটা জানেন।

আজ বড্ড বেশী মনে পড়ছে আমার মা'কে।

আজ তিনি নেই আমাদের মাঝে,

ছোট বেলায় কত্ত জালিয়েছি তাকে

এইতো মাত্র ক'দিন আগেও

তাকে যন্ত্রণার বহ্নিশিখায়

বহিয়ে দিয়েছি, অথচ তিনি

কত্ত মমতায়, বার বার বুঝিয়েছেন

বাবা এমন করে না, করতে হয় না।

তখন বুঝিনি বলে এখন

হৃদয়ে নামে কষ্টের বন্যা,

হৃদয় কাঁদে অহর্নিশ

মা' তুমি কোথায়?

তোমাকে রেখে এসেছি

ধরণী মাতার গভীরে

কষ্টের সাগরে ভেসেছি

আছো তুমি সদাই মোর অন্তরে।

হঠাৎ করেই তুমি চলে গেলে,

কোন আভাষ না দিয়েই

হৃদয় কাঁদে বার বারেই

একলা আজ আমি এই পৃথিবীর বুকে

দুঃখ, কষ্ট আর বেদনার শোকে।

ভালো থেকো মাগো তুমি

থেকো স্বর্গের ছোঁয়ায়,

বেঁচে রব মাগো যতদিন

শুধুমাত্র তোমারি দোয়ায়।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো।

০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৯

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ। কবিতা না, হৃদয়ের একান্ত কথা।

২| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ,মায়ের জন্য শ্রদ্ধা।
আল্লাহ তাকে পরপারে শান্তিতে রাখুন। আমিন

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ নূরু ভাই! আমিন।

৩| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য। প্যারা করে লিখলে আরো সুখপাঠ্য হত।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আসলে আমি কাব্য-টাব্য লিখিও না লিখতে পারিও না। তবে এ শুধু হৃদয়ের একান্ত কিছু অনুভূতি।

৪| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। কবিতা না, হৃদয়ের একান্ত কথা।

হৃদয়ের গভীর থেকে যে কথা উঠে আসে, তা অন্য হৃদয়ের গভীরে গিয়েই পোছায়।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

ম্যাড ফর সামু বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই। আপনার কথা একদম সঠিক। হৃদয়ের কথা হৃদয় ছুঁয়েই যায়।

৫| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মা পরপারে শান্তিতে থাকুক ।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

ম্যাড ফর সামু বলেছেন: আমিন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

ম্যাড ফর সামু বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই! এ লেখা নয়, এ আমার হৃদয়ানুভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.