নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

আমাকে ছেড়ে তুমি অসুখী হবে

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০৯

ওই তো বৃষ্টি শুরু হলো আবার

এখুনি ভেসে আসবে সেই ঘ্রাণ।

আমি আবারো ক্ষেপে উঠবো তারপর

আমার মনে পড়ে যাবে তোমার স্মৃতি।

একদিন বৃষ্টিতে ভিজে, তুমি তোমার ভেজা গন্ধ নিয়ে-

আমার সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলে।

আমার শরীর, মন কেউই সেসব ভুলতে পারে নি।

উফফ!

উন্মত্ত হয়ে উঠছি

ইচ্ছে করছে প্রচণ্ড আক্রোশে লাথি মারি মাটিতে

ক্ষোভের তরঙ্গ ভূমিকম্পের মত ছড়িয়ে যাক বিশ্বে।

ছিটকে পড়ুক, ভেঙে পড়ুক, বিচূর্ণ হোক সবকিছু।

"ধ্বংস হোক

নিপাত যাক

ঝাড়েবংশে বিলুপ্ত হোক

মড়ক লাগুক

জ্বলে পুড়ে খাক হয়ে যাক

নির্বংশ হোক

বিলুপ্ত হোক"

আগুনভরা চোখ নিয়ে দিলাম অভিশাপ।

আমি সুখী না হলে তোমরা কেউ সুখী হতে পারবে না।

তুমি তো দূরের কথা!

তোমার বাড়ির বেড়ালটাও অসুখী হবে।

হাহাহা!

তুমি কষ্ট পেলে আমি কাঁদবো ঠিকই,

কিন্তু আড়ালে মুচকি হাসবো!

এটা ভেবে হাসবো যে আমাকে ছেড়েও তুমি সুখে নেই।

আমাকে ছাড়া তুমি কখনোই সুখী হতে পারবে না।

দেখো!



১৯/৬/১৪

আমাকে ছেড়ে তুমি অসুখী হবে

সন্ধি মুহিদ

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে ছাড়া সুখী হবে না রূপসী।কাজেই এখনই সময়। দারুন লিখেছেন।কবিতা ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.