নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সকল পোস্টঃ

তুমি আমার এ কী করেছো! | সন্ধি মুহিদ | বাংলা কবিতা

০৮ ই জুলাই, ২০২১ ভোর ৫:৩৯

তুমি আমার এ কী করেছো!
যে আমি ভুলে গেছিলাম মন্দির মসজিদ।
তোমাকে পেয়ে পরম কৃতজ্ঞতায়
নিত্যদিন করছি ঈশ্বরের কীর্তন!

তুমি আমার এ কী করেছো!
যে আমি মেনে নিয়েছিলাম, প্রেম মরীচিকা –
তোমাকে পেয়ে মনে হয়
পৃথিবীর প্রেম...

মন্তব্য১ টি রেটিং+০

গতিময় স্থিতিজড়তা || কবিতা || সন্ধি মুহিদ

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫০

অনেকদিন এইভাবে কারো প্রেমে পড়িনি

জগৎ জীবন সব যেন কুণ্ডলী পাকিয়ে যাচ্ছে।

যেখানেই চোখ রাখছি, ব্ল্যাকহোলের মত টানে

প্রচণ্ড বেগে যেন এগিয়ে যাচ্ছি তোমার দিকেই!

অনন্ত নক্ষত্রবিথীর ঘুরপাক, মহাকালের স্রোত

সব থমকে যাচ্ছে তোমার কথা...

মন্তব্য২ টি রেটিং+০

জীবন্মৃত || কবিতা || সন্ধি মুহিদ

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৩

তরে আমি আইজও স্বপ্নে দেখছি
খুব সুখে আছোস তুই, তাই না?
আমি সুখে নাই, অসুখেও নাই
তয় জীবন ঠিকই কাইটা যাইতেছে।

এইটা আমার দুঃস্বপ্ন যে তুই সুখেই আছোস
তুই সুখে থাকলে তো তুই জিত্যা গেলি!
আমি...

মন্তব্য৬ টি রেটিং+০

যান্ত্রিক জীবন || কবিতা || সন্ধি মুহিদ

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৮

পথের এপার - ওপার, কতশত চুমু ঝরে গেল
বাস ট্রাক চলে গেল; পিষে দিয়ে গেল প্রেম।

ওসবে আর কাজ নেই
হৃদপিণ্ডে পঁচন ধরে গেছে
সেই অনেক অনেক কাল আগেই।

পুরনো ক্ষতস্থান চেটে চেটে
নোনতা স্বাদটা...

মন্তব্য২ টি রেটিং+০

কাঙালের দেবী || কবিতা || সন্ধি মুহিদ

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

যার কেউ নাই তার আল্লা থাকে।

আমার আল্লা ছিল না,

আমার ছিলা তুমি।

.

তোমারে আমি দেবী ডাকি নাই।

পূজা দেই নাই কোনোদিন।

.

পূজা না দিলেও মানুষ দেবতারে

মনে মনে স্বীকার করে।

সুখে দুঃখে স্মরণ করে,

নয়নে নয়নে রাখে।

.

দেবতা...

মন্তব্য২ টি রেটিং+১

তুমি জানো না

৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

এই গাল, এই কপাল-
বহন করেছে নিঃস্বতার জাল!
তোমার ঠোঁটের ছোঁয়া পড়ে নি।

এই ঠোঁট, কতবার মোট-
তোমাকে ভেবেছে, তা মনে নেই।

এই বুকের পশম, মাথার কসম-
তোমার হাতের ছোঁয়া চেয়েছে চিরকাল।

এই চোখ, যা কিছুই হোক-
শুধু...

মন্তব্য৪ টি রেটিং+৩

কথার কসম

৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

কবিতার নামে মিথ্যে কসম খেয়েছি
তারপর সেই যে ছেড়ে গিয়েছে
আর ফেরেনি কথার মালা।

সবই বুঝি, অগত্যা –
স্বীকার করতে ইচ্ছে করে না
বুকের মাঝে দগদগে ঘা!

ঘায়ের ওপর কথার মলম
মেখেছি যত, ভুলেছি তত।
তবু কবিতার নামে...

মন্তব্য১ টি রেটিং+০

কাব্যোমা ৩৬

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

১.
এই শীতে তুমি আমি কুয়াশার মাঝে হেঁটে বেড়াবো,
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে,
আমি লিপজেল মাখাতে ভুলে যাবো।
তারপর তোমার ঠোঁট থেকে মেখে নেবো।
তুমি শীতে কাঁপলে আমার চাদরের মধ্যে চলে আসবে।
এই শীতে...

মন্তব্য৩ টি রেটিং+২

কমলা রঙের ক্যাডাভার

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩

কমলা রঙের ক্যাডাভারের ওপর
হেঁটে বেড়ায় ব্যাক্টে'রিয়া'র ঝাঁক!

আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে
মাথা ঘুরিয়ে ওঠে, গুলিয়ে ওঠে গা।
আমার হাতে তোমার ব্যবহৃত টিস্যু,
ওখান থেকে মেখে নিচ্ছি কোষগুচ্ছ আমার মুখে।...

মন্তব্য১ টি রেটিং+০

কাব্যোমা ৩৫

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২

১.
আমার চশমাটা কই?
খুঁজে পাচ্ছি না।
চশমার কাচে অশ্রুর দাগ লেগে থাকবার কথা।
কেউ দেখবার আগেই মুছে ফেলতে হবে!

২.
মুখ তেতো লাগে..
দিনে দিনে কমে যাচ্ছে স্বপ্নের গ্রাভিটি।...

মন্তব্য১ টি রেটিং+১

কাব্যোমা ৩৪

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

১.
অন্য কোথাও চোখ গেলে,
দেবো তোমার চোখ গেলে!

২.
আজ তুমি এখানে নেই,
আমার বুকে বৈশাখী ঝড়,
দীর্ঘশ্বাসের হাওয়া পাক দিয়ে উড়ে যায়
একাকী পাখির মতো।

৩.
অণু, আমার...

মন্তব্য০ টি রেটিং+০

কাব্যোমা ৩৩

২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৪

১.
আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে,
তোমার ঠোঁটজোড়া এগিয়ে দেবে?
একটু টেনে নেই বাঁচার রসদ!

২.
তোমার গালে ঘষে ঘষে মাখিয়ে দেবো আমার ঠোঁট;
এই শীতে তোমার নেই আর রুক্ষতার কোনো ভয়।

৩.
আমি চুমুভোজী প্রাণি, জেনে নাও তুমি,
তোমার...

মন্তব্য১ টি রেটিং+০

ত্রাণকর্ত্রীর তরে

১৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৭

বুকের ভিসুভিয়াস নেভেনি, প্রতিটি প্রেমের প্রভাতে যখন
ডুবে মরতে মরিয়া হয়ে, খুঁজে মরেছি একটি সাগর,
জ্বালামুখে তারা এগিয়ে ধরেছে প্রেমের পুকুর, ডোবা, নালা!

এক নদীতে ডুব দিয়ে খুব সুখের ভাণ...

মন্তব্য১ টি রেটিং+০

হে ঈশ্বর বিদায়

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

মহামান্য ঈশ্বরের সার্ভারে ফায়ারওয়াল,
ব্ল্যাকলিস্ট ডিঙিয়ে মানুষের হাহাকার
পৌঁছোয় না তাঁর সীমানায়।

কফির মগে ধোঁয়া,
ঈশ্বর সবান্ধব পাশা খেলেন।
ওপাশে স্মিতহাস্যে বসে ছিলেন
ঈশ্বরের বেস্টফ্রেন্ড মহামান্য শয়তান!

সার্ভারে ভাইরাস! হঠাৎ
সাইরেন বেজে বেজে চলে।
নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে-
বন্দুক হাতে মানুষ লিপ্ত...

মন্তব্য৩ টি রেটিং+২

কাব্যোমা ৩২

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

১.
নিজেকে পোড়াতে ইচ্ছে হলো।
পোড়াতে গিয়ে দেখলাম,
অনেক আগেই পুড়ে হয়েছি খাক!
ভাবলাম, দেখা যাক,
আর কিছু থাকে যদি বাকি।
দেখি ছাইও নেই, উড়ে গেছে হাওয়ায়।
তারপর চেয়ে থাকি
অবশিষ্ট ধোঁয়ার খোঁজে।
ধোঁয়া চোখে এসে প্লাবন...

মন্তব্য১ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.