নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কাব্যোমা ৩৫

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২

১.
আমার চশমাটা কই?
খুঁজে পাচ্ছি না।
চশমার কাচে অশ্রুর দাগ লেগে থাকবার কথা।
কেউ দেখবার আগেই মুছে ফেলতে হবে!

২.
মুখ তেতো লাগে..
দিনে দিনে কমে যাচ্ছে স্বপ্নের গ্রাভিটি।
অনেক দূরে কেউ এক জন এখনো কাঁদছে।
আমার জন্যে কেঁদে ভাসাচ্ছে বালিশ।
তার চোখের নিচে ব্ল্যাকহোল,
তার স্বপ্ন আমি কেড়ে নিয়েছি।
আমার স্বপ্ন বলেই কিছু বা বাঁচবে ক্যানো?

৩.
ভেঙে পড়ে যাচ্ছে এক একটা খোলস
খসে যাচ্ছে জীবনের পলেস্তরা।
রাস্তার মোড়ে চায়ের কাপে ডুবে মরে যাচ্ছি।
কমলা রঙের একটু সমর্থন জিইয়ে রেখেছে আমাকে।
আমার দিকে হাত বাড়িয়েছ, হাত ধরে রেখো।
আমি নইলে পা ফসকে পড়ে যাবো।
আঘাত পাবো পূর্বেকার ক্ষতস্থানে।
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে আর চলছে না।
আমার নিঃসঙ্গ ঠোঁটে নিঃসঙ্কোচে ভিক্ষে চাইছি সঙ্গ।
ভীষণ অসহায় আমি ছিলাম, আছি এখনো।
বুকের ভেতর উঁকি মেরে কেউ দেখে নি।
তুমিও দেখবে না হয়তো।
তোমার পায়ের পোড়া দাগ দেখা যায়।
আমার হৃদয়ের পোড়া দাগ দেখা যায় না।
দেখতে চাইলে বুকের ভেতরে উঁকি দিতে হবে।
হাত ধরে এগিয়ে এসো, দ্যাখো,
মিডল মিডিয়াস্টিনামে কী ভয়াবহ হাহাকার!

৪.
তোমার লোয়ার লিম্বসের ইনফেরিয়র সার্ফেসে
পড়ে থাকুক আমার হার্টের ভিসেরা!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪

♥কবি♥ বলেছেন: চমৎকার শব্দচয়ণ ভাল হয়েছে। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.