নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

জীবন্মৃত || কবিতা || সন্ধি মুহিদ

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৩

তরে আমি আইজও স্বপ্নে দেখছি
খুব সুখে আছোস তুই, তাই না?
আমি সুখে নাই, অসুখেও নাই
তয় জীবন ঠিকই কাইটা যাইতেছে।

এইটা আমার দুঃস্বপ্ন যে তুই সুখেই আছোস
তুই সুখে থাকলে তো তুই জিত্যা গেলি!
আমি হাইরা গেলাম তর কাছে
আমি ক্যামন আছি? বলি?

তর সেইটা জানোনের দরকার নাই।
তাও কই, তরে ছাড়া সুখ দুঃখ সব সমান!
তুই আমার সুখ আছিলি, দুঃখ আছিলি
তুই নাই তাই জীবন হইছে মরনের লাহান।

তরে ভুইলা যাওনের চে
মইরা যাওন সহজ রে!

১৩ অক্টোবর ২০২০
মিরপুর, ঢাকা
সন্ধি মুহিদ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: তুই তুকারী ভালো লাগে না।

২| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৮

কানিজ রিনা বলেছেন: তয় তুই মইরা যা।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৯

কানিজ রিনা বলেছেন: আধুনিক চিন্তাধারার কথা মনে হলে শুধু চোখের সামনে ধূলা উড়ে কখন যেন ভারতের উপর পাকিস্তান এটম ছুঁড়ে দেয়। পাকিস্তানি ও ভারতদের মাথায় মদ ও গরুর মূত্র ভরা কখন যেন পাকিস্তানীরা অ্যাটোমিক অ্যাটোম ছুঁড়ে দেয়।

ইদানিং আধুনিক প্রযুক্তির যুগে শুধু শুনতে পাচ্ছি
নয় দশ বছরের ছেলেমেয়েরা প্রেম করছে আর পালিয়ে যাচ্ছে, আমাদের এলাকায় এরকম দুইটা ঘটনা ঘটেছে এবং বিয়েও দিয়ে দিয়েছে এলাকার মানুষ। আধুনিক চিন্তাধারা কথা মনে হলে মনে পড়ে আমাদের সাবেক শিক্ষা মন্ত্রী বলেছিলেন সিক্স সেভেন এর ছেলেমেয়েরা প্রেম করতে পারবে কিন্তু বিয়ে করতে পারবে না যার ফল হয়তো এটাই ঘটছে।

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২২

কানিজ রিনা বলেছেন: ভুল হয়ে গেছে আমার পরের মন্তব্য মুছে দিন। দিয়েছে এক জায়গায় চলে গেছে আপনার ব্লগে।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: একান্ত ত্যানা প্যাচানো শব্দ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.