নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

কাব্যোমা ৩২

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

১.
নিজেকে পোড়াতে ইচ্ছে হলো।
পোড়াতে গিয়ে দেখলাম,
অনেক আগেই পুড়ে হয়েছি খাক!
ভাবলাম, দেখা যাক,
আর কিছু থাকে যদি বাকি।
দেখি ছাইও নেই, উড়ে গেছে হাওয়ায়।
তারপর চেয়ে থাকি
অবশিষ্ট ধোঁয়ার খোঁজে।
ধোঁয়া চোখে এসে প্লাবন নামায়।
এখন আমার চোখে তোমার জন্য নদী,
অথচ তোমার চোখে আজ আমি নেই।
ভাবছি, তুমি আজ এখানে থেকে যেতে যদি!
বুকের ঠিক এইখানে মুখ গুঁজে
নিঃশ্বাস ফেলতে আগেকার মতোই!
তোমার বিষ নিঃশ্বাসেই পুড়েছিলাম,
মনে পড়তেই আজ
নিজেকে পোড়াতে ইচ্ছে হলো আবার!

২০ নভেম্বর, '১৪

২.
এখানে অসম্ভব ঠাণ্ডার রাত,
একাকীত্বের শীতে জমে যাচ্ছি আমি।
প্রয়োজন এই ঠোঁটে কিছু উষ্ণ চুম্বন!

উষ্ণতা ছড়িয়ে দাও,
শীতার্ত কবিকে বাঁচিয়ে তোলো।
এগিয়ে দাও মানবতার ঠোঁট!

৩.
প্রিয়তমা,
তুমি মিঠাই হয়ে যাও,
তোমাকে চুষে চেটে খাই!

৪.
যখন যে দিকেই চোখ পড়ে,
হঠাৎ সব ভেদ করে তোমার ছবি
ঢেকে দেয় আমার চোখ,
আমি অন্ধ হয়ে রই।

তোমাকে মনে পড়তেই
বুক ভেঙে যায়,
ঝনঝন আওয়াজ শুনি ভাঙনের।
তারপর আমি বধির হয়ে রই!

৫.
পোড়া গন্ধ পেয়ে ভাবলাম,
আগুন বুঝি লাগলো কোথাও!
খুব খুঁজলাম, কোথাও আগুন নেই।
শেষে নিজের দিকে চোখ ফেরাতেই
মনে হলো, আমার হৃদয় ঝলসে গিয়েছে কবেই!

(বিরহে থাকলে উচ্চহারে কবিতা প্রসব করা যায়। আবারও প্রমাণিত!)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আকিব আরিয়ান বলেছেন: পিলাস দিলাম :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.