নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

ত্রাণকর্ত্রীর তরে

১৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৭

বুকের ভিসুভিয়াস নেভেনি, প্রতিটি প্রেমের প্রভাতে যখন
ডুবে মরতে মরিয়া হয়ে, খুঁজে মরেছি একটি সাগর,
জ্বালামুখে তারা এগিয়ে ধরেছে প্রেমের পুকুর, ডোবা, নালা!

এক নদীতে ডুব দিয়ে খুব সুখের ভাণ করে কিছুকাল গেছে।
কিন্তু বুকের বারুদ সেই নদীর হাঁটুজলে আদৌ ভেজেনি।
অবশেষে তুমি বহু আকাঙ্ক্ষিত সমুদ্রভরা প্রেম নিয়ে এলে!

তোমার দমের উচ্ছিষ্ট অক্সিজেনের নেশায় আমি আসক্ত,
ঠোঁটের পেয়ালা এগিয়ে ধরো তুমি, চুমুক দিয়ে চুমু পান করি,
জ্বালামুখ দিয়ে শুষে নিই, বুকভরে টেনে নিই বাঁচবার রসদ।

তোমার - আমার মুখোমুখি সংঘর্ষে, নিহত হবো আমি,
পরস্পরের ঠোঁট থেকে চুইয়ে পড়বে অস্ফুট ভালোবাসা!
তোমার ভেতরে হবে ফিনিক্স পাখির মত পুনর্জন্ম আমার।

ত্রাণকর্ত্রীর তরে - ১৭.১২.১৪ - সন্ধি মুহিদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪১

শাহরীয়ার সুজন বলেছেন: ভালো লাগলো ভীষণ। শুভেচ্ছা নেবেন।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.