![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহামান্য ঈশ্বরের সার্ভারে ফায়ারওয়াল,
ব্ল্যাকলিস্ট ডিঙিয়ে মানুষের হাহাকার
পৌঁছোয় না তাঁর সীমানায়।
কফির মগে ধোঁয়া,
ঈশ্বর সবান্ধব পাশা খেলেন।
ওপাশে স্মিতহাস্যে বসে ছিলেন
ঈশ্বরের বেস্টফ্রেন্ড মহামান্য শয়তান!
সার্ভারে ভাইরাস! হঠাৎ
সাইরেন বেজে বেজে চলে।
নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে-
বন্দুক হাতে মানুষ লিপ্ত হয় ঈশ্বরহত্যায়।
ঈশ্বর মানবতাবাদী ছিলেন না
মানুষ তাই ঈশ্বরবাদী হয় নি।
ঈশ্বরের মৃতদেহের ওপর ছিটকে পড়ে
এ্যাডাম সন্তানের ফেলে যাওয়া
আদিম একদলা থুতু!
ওদিকের ডিসপ্লেতে এবার
লেখা ওঠে, "গেইম ওভার!"
শয়তান মুচকি হাসেন ঈশ্বরের পরাজয়ে!
হে ঈশ্বর বিদায়
সন্ধি মুহিদ
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার।
ঈশ্বর মানবতাবাদী ছিলেন না
মানুষ তাই ঈশ্বরবাদী হয় নি।
২য় ভাল লাগা।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩
ওয়্যারউলফ বলেছেন: "গেইম ওভার"! শয়তান মুচকি হাসেন ঈশ্বরের পরাজয়ে।দারুন লিখেছেন।
পাকিস্তানের পেশোয়ার তার বাস্তব প্রমান।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম! আশা করি ভালো আছেন।