![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রতি মূহুর্তে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আবার কখনও ভালো কিছু মূহুর্তও পেয়ে থাকি। কখন কি হবে তা যদি কিছুটা জানা থাকত তাহলে কেমন হত জীবনটা? সৃষ্টি আদিকাল থেকে পৃথিবী ও সৌরজগৎ রহস্যময়। কিছু রহস্য খুঁজে পাওয়া গেলেও বেশিভাগ এখনও অজানা। আর এসবের ভিতর মানুষ হচ্ছে সবচেয়ে বেশি রহস্যময়।
রহস্যময়ঃ সবকিছুর রহস্য খুঁজে পাওয়া গেলেও মানুষের মনের রহস্য এখনও অজানা। কেউ কখনও কারু মনকে জানতে বা পড়তে পারে না। কোন মানুষ কোন প্রকৃতির, সে কোন স্বভাবে্র, তার কি পছন্দ ও তার প্রিয় কি তা সব কিছুই অজানা থাকে। সবার সাথে সবার মনের মিল হয় না। যে কেউ বন্ধু বা শত্রু হতে পারে না। যাদের সাথে আমাদের স্বভাবের মিল হয় তারা আমাদের প্রিয় বা বন্ধু হয়ে যায়। আবার অনেকের সাথে স্বভাবের মিল হয় না। এমনকি তাদের সবকিছুই খুব বিরক্তিকর মনে হয়। এই ভালো লাগা আর বিরক্তি লাগার কারণি রহস্য। এসব রহস্য আমরা কখনও খেয়াল বা চিন্তা করি না। আসলে এমন কেন হয়? মানুষের এই স্বভাবগত পরিবর্তন বা আলাদা বৈশিষ্ট্য কেন হয়ে থাকে তা আমরা কেউ কি কখনও ভেবে দেখেছি?
অজানা রহস্যঃ সৃষ্টি থেকে পৃথিবী ও প্রাণীজগৎ রহস্য, এই রহস্যের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। প্রাণীজগৎতের উপর সৌরজগৎতের অনেক প্রভাব কাজ করে। সৌরজগৎতের গ্রহ, নক্ষএ প্রভাবে প্রাণীজগৎতের উপর বিশাল প্রভাব রাখে। এই গ্রহ, নক্ষএ অবস্থানের কারণে মানুষ ভিন্ন ভিন্ন স্বভাবের হয়ে থাকে। যদি কোন মানুষের জন্ম তারিখ, ও সময় জেনে গ্রহ নক্ষএ অবস্থান জানা যায়, তাহলে সেই মানুষের স্বভাব, পছন্দ-অপছন্দ সর্ম্পকে খুব সহজে জানা যাবে। আর এই জন্ম তারিখ জন্ম সময় নিধারণ করে গ্রহ-নক্ষএ অবস্থান বের করাকে রাশি বা রাশিফল বলা হয়।
রাশিফলঃ একজন মানুষের জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মবার থেকে রাশিফল বের করা হয়। একজন মানুষের রাশি বের করে তার সর্ম্পকে অনেক কিছু জানা সম্ভব।
মেষ রাশিঃ (২১মার্চ-২০এপ্রিল) আপনি আশাবাদী ও সাহসী মনোসম্পন্ন মানুষ। আপনি প্রানবন্ত ও উদ্যমশীল। কিছুটা স্বেচ্ছাচারী। আপনি স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
বৃষ রাশি: (২১এপিল-২১মে) আপনি ধীরস্থির ও সহনশীল। উদার মন মানসিকতার অধিকারী। সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসেন। অন্যের প্রতি আপনি যত্নশীল ও সমমর্মী। আপনার অনেক গুণের কারণে অনেক মানুষের ভালোবাসা পাবেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
মিথুন রাশিঃ (২২মে-২১জুন) আপনি বেশ রসিকতাজ্ঞান সম্পন্ন। বালক স্বভাবের হওয়ার কারণে একজায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। আপনি নতুন পরিবেশে গেলেও সহজেই আড্ডা জমিয়ে তুলতে পারেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
কর্কট রাশিঃ (২২জুন-২২জুলাই) পরিবারের প্রতি টান রয়েছে। চাপা স্বভাবের হওয়ার কারণে নিজেকে সামনের দিকে উপস্থাপন করতে চান না। পুরানো রীতিনীতির প্রতি আপনার আকষর্ণ রয়েছে। আপনি যথেষ্ট কল্পানা প্রবণ ও কর্মঠ। আপনি সব ব্যাপারেই বুঝে শুনে চলেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
সিংহ রাশিঃ (২৩জুলাই-২৩অগাস্ট) আপনি মহৎ উদার ও স্নেহশীল। আপনি অন্যের নিকট বিশ্বস্ত ও অধ্যবসায়ী আপনার জেদ ও একরোখা মনোভাবের কারণে অন্যের রোষাণলের শিকার হতে পারেন। আপনি ন্যায় বিচার করতে পছন্দ করেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
কন্যা রাশিঃ (২৪অগাস্ট-২৩সেপ্টেম্বর) আপনি সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। এরা সবসময় অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দিতে ভালোবাসেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
তুলা রাশিঃ (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর) আপনি বৈষম্য পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুন আপনার রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সুদর্শন ও সুন্দর্যের পূজারি হয়। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
বৃশ্চিক রাশিঃ (২৪অক্টোবর-২২নভেম্বর) আপনি গোপণীয়তা প্রিয়। নিজের দুঃখ কষ্ট সহজে কাউকে বুঝতে দেন না। আপনি নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন। সু্যোগ বুঝে অন্যকে চমকে দিতে পারেন। জীবনের সকল অবস্থায় সততার সাথে প্রতিটি কাজ করতে চান। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
ধনু রাশিঃ (২৩নভেম্বর-২১ডিসেম্বর) সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি আপনার আগ্রহ রয়েছে। আবেগ বা কল্পনা নয় বাস্তবতার নিরিখে আপনি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আপনি ভ্রমণ করতে পছন্দ করেন। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
মকর রাশিঃ (২২ডিসেম্বর-২০জানুয়ারি) আপনি কিছুটা আরামপ্রিয় ও ধীরস্থির। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে আপনাকে অনেক চড়াই উৎরাই পার হতে হবে। আপনি আগ বাড়িয়ে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া বা সবার সাথে সহজে মিশতে পারেন না। নিজের মধ্যে জড়তা কাজ করে। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
কুম্ভ রাশিঃ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আপনি যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে আপনি নতুন কিছু করতে চান। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
মীন রাশিঃ (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আপনি শান্ত প্রকৃতির। আপনার মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান। আপনি পরোপকারী, জানেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। আপনার সম্পর্কে আরও জানতে চলে আসুন হুররে অ্যাপে।
দৈনিক জীবনে রাশিফলঃ আমাদের দৈনিক জীবন নানারকম প্রাপ্তি-অপ্রাপ্তির ভিতর দিয়ে যায়। আমরা সম্মুখিন হয়ে থাকি নানারকম পরিস্থিতির। কিন্তু আমরা যদি জানতাম আজ আমাদের দিনটা কেমন যেতে পারে বা কি ঘটতে পারে তাহলে আমরা সাবধাণতা অবলম্বন করতে পারতাম। এখন সাবধাণতা অবল্মবন করে চলুন হুররে সোশ্যাল মিডিয়াতে। হুররে সোশ্যাল মিডিয়াতে কোন ঝামেলা ছাড়া খুব সহজে দেখে নিতে পারবেন কি হতে পারে আপনার সাথে বা কেমন যাবে আপনার প্রতিদিন। হুররে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন দেখানো হবে আপনার রাশিফল।
জীবন সুন্দর, জীবনের প্রতিটি মূহুর্ত সুন্দর করে উপভোগ করার জন্য আমাদের সাবধাণতা অবল্মবন করতে হবে। পৃথিবী সৃষ্টি থেকে রহস্যময়। এখনও অনেক রহস্য রয়ে গেছে। জীবন হলো একটি বইয়ের মতো। যার প্রতিটি অধায়ে কোন না কোন ট্রাজেডি থাকবেই। মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না। যদি চেষ্টা করেও কোন কিছু পাওয়া না যায় তাহলে ধরে নিতে হবে যেটা চেয়েছিলেন সেটা আসলে আপনার জন্য শুভ ছিল না। প্রতি মূহুর্তে জীবন থেকে শিক্ষা গ্রহন করুন এবং সাবধাণতা অবলম্বন করে জীবনকে উপভোগ করুন।
https://www.youtube.com/watch?v=ps8IeTVPm3U
©somewhere in net ltd.