![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথভোলা এক পথিক এসেছি ... ফাগুন প্রাতের উতলা গো চৈত্র রাতের উদাসী
২০০৯ সালের ২৭শে অক্টোবর বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশিত তথ্য অধিকার আইন অনুসারে আমি জানতে চাই প্রধান মন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টার মোট পারিশ্রমিক/সম্মানী/ভাতা কত? আইন অনুসারে তিনি এ বছরের হিসাব দিতে বাধ্য নন, কিন্তু বিগত বছরগুলির জন্য কোন অব্যাহতি নেই। আমি আইনগত সীমিত সময়ের মধ্যেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে এই হিসাব চাইছি । সেই সঙ্গে কোন বিশেষজ্ঞ(গণ) তাঁকে নির্বাচিত করেছেন, এবং এই পারিশ্রমিক নির্ধারন করেছেন তাঁদের যোগ্যতা ও নাম জানতে চাই। সংশ্লিষ্ট বিষয়ে শুধু গ্র্যাজুয়েট ডিগ্রীধারী, আমেরিকায় স্বাভাবিক আইটি ব্যবসায়ে অজড়িত কেউ এই মানের বেতন সরকারের অপর কোনো পদে পান কিনা তা-ও জানতে চাই।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
আব্দুল্লাহ নাটোর বলেছেন: মামু আস মুড়ি খাই, এই দেশে বেশী কিছু জানতে চাওয়া ও কিন্তু একটা পাপা মনে রেখ
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
ঢাকাবাসী বলেছেন: মাসে মাত্তর দুলাখ ডলার নেন।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২
সাপিয়েন্স বলেছেন:
আওয়ামী লীগের উচ্চতম সংগঠন প্রেসিডিয়াম। এর সদস্যরা অবৈতনিক, যদিও মন্ত্রী হিসেবে অনেকে বেতন, ভাতা, নিরাপত্তা, বাসস্থান ও আইনে স্বীকৃত কিছু সুযোগ-সুবিধা পান যা অন্যান্য দরিদ্র দেশের সাথে তুলনীয়।
আওয়ামী লীগের একটি উপদেষ্টা কাউন্সিল রয়েছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে উচ্চতম পর্যায়ে এক্সপার্ট রয়েছেন। এটি দল থেকে সম্পূর্ণ বিযুক্ত একটি অলংকার মাত্র। এঁরা কখনোই কোনো বিষয়ে মতামত দেয়ার সুযোগ পান না, তবে মাঝে মাঝে নেত্রীর মহামূল্যবান বক্তৃতা শোনার জন্য আহবান পান।
প্রধান মন্ত্রীর উপদেষ্টারা এম পি না হয়েও মন্ত্রীর পদ মর্যাদায় একই সুযোগ সুবিধা পান। আমার জানা মতে এঁদের বেতন মাসিক এক লাখ টাকার নিচে। শুধু তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সম্বন্ধে প্রচারিত ব্যতিক্রমী অংক শুনে তাই ঘাবড়ে যাই।
আমি সিরিয়াসলি এ সম্বন্ধে আইনগত প্রশ্ন করতে দেশবাসীকে আহবান করছি। তথ্য অধিকার আইনের এসিড টেস্ট হয়ে যাক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
নিষ্কর্মা বলেছেন: প্রধানমন্ত্রী যে কাউকে উনার উপদেষ্টা ন্যোগ করতেই পারেন। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এইটা বাঙলাদেশ এবং এখানে সব নিয়ম খাটে না। যাকে নিয়ে আপনার এতো প্রশ্ন, তিনি যে আম্লিগের সভানেত্রীর উপদেষ্টা নন, তাই বা কোত্থেকে জানলেন? প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা!