নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যভুবন

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়

সাপিয়েন্স

আমি পথভোলা এক পথিক এসেছি ... ফাগুন প্রাতের উতলা গো চৈত্র রাতের উদাসী

সাপিয়েন্স › বিস্তারিত পোস্টঃ

হিজ এক্সেলেন্সি ফইন্নির পুত

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০


তিনি কিছু জানেন না তা তো হতেই পারে না। তিনি এই দায়িত্ব নিয়েছিলেন এ কথা বুঝেই যে বাংলাদেশে থাকার জন্য তাঁকে যে ত্যাগ স্বীকার করতে হবে তা কিঞ্চিৎ পুষিয়ে নেবেন এভাবে। সাংবাদিকরা বা অন্য কেউ জিজ্ঞেস করলে বলবেন - কই আমি তো কিছু জানি না, ও সব গুজব। দুদেশের সুসম্পর্কে যারা বিঘ্ন সৃষ্টি করতে চায় এটা তাদের তৈরী মনগড়া অপবাদ। আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার ষঢ়যন্ত্র। রাজাকার শব্দটা তিনি ব্যবহার করবেন না, নিষেধ আছে, কিন্তু তাঁর সাথে কেউ কেউ এই মওকা ছাড়বেন না।
আমাদের অকৃত্রিম বন্ধু - কাগজে কলমে, সরকারী ভাষ্যে।
একেবারে ফ্রী ভিসা। কত ভালো!
কিন্তু পাবেন না। অনেক্ষণ চেষ্টায় ফর্ম আপ্লোড করলেন। তারপর তারিখ চাইলেন সাক্ষাৎকারের। না, পাবেন না। সকালে নয়, দিনে নয়, সন্ধ্যায় নয়, মাঝরাতে নয়, কখনো না। কারণ বন্ধ করা আছে।
তারপর যোগাযোগের পালা। জানতে পারবেন, ব্যবস্থা হবে, শুধু তিনহাজার টাকা দিতে হবে। না রশীদ নেই, পকেটে যাবে, তাঁর ওপরে, আরো ওপরে। অনেককে দিতে হবে তো, তিন হাজার টাকা ভাগ হয়ে কতটুকু হয়ে যাবে।
আবার প্রতিদিন হাজার হাজার আবেদন। তিন হাজার টাকার ছোট্ট ভাগটা আবার বাড়তে থাকবে , হাজার গুণ।
জানে সবাই। সাংবাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসের আপনার বন্ধুও। কিছুই করার নেই। হেঁ হেঁ, এটাই সিস্টেম।

তেমন সাঙ্ঘাতিক প্রয়োজন না থাকলে না-ই গেলেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: হুম যতো ডিজিটাল ততো দুর্নীতি, হা হা পররাষ্ট্রমন্ত্রী কি জানেন মনে হয় জানেন না, আর সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা কি জানেন। আর পত্রিকাগুলো কোনো নিউজও করে না, টিভি চ্যানেলগুলাও করে না। কিন্তু কেন????

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আরেকটা পোস্টে আপনার লেখাটার ইংলিশ একটা ভার্সন দেন ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

ভিটামিন সি বলেছেন: ওরা মাদাকার। তাই এমন করে। আর আমরা ওদেরকে যখন দেই একেবারে অর্ন্তবাস খুলে দিই। যেমনঃ আশুগঞ্জ দিয়ে ৫ হাজার টন চাল যাচ্ছে বিনা শুল্কে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: মূল বিষয়ে কিছু কমু না , কইতে মানা ! ;)

তবে শিরোনাম পরে হাসতে হাসতে পরে গেলাম ভ্রাতা =p~ =p~ =p~ =p~

হিজ এক্সেলেন্সি ফইন্নির পুত অসাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.