![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারের ফাঁসি চাই, এই আন্দোলন টা হটাৎ জামায়াত বিরোধী ক্যামনে হইলো আর কেনই বা হইলো তা এর নাই বা ভাবলাম। কিন্তু এতেই যে রাজনীতিবিদ দাদা দিদি সকলেই লাভান্নিত হচ্ছে তা কি কারো মনে হয় না! দিদির লাভ আরেক দিদিকে টপকে পরবর্তীতে জনগণকে চড়ানো, এবং দাদারা কমে গেলে এক দিদির তো খবর’ই আছে। যে আন্দোলন চলছিলো তা চললে তো কেবল জামায়াত না, সকল দাদা দিদির দল থেকেই টান পরার কথা। বলি আমার ব্লগার দাদা দিদিরা motivated হয়ে আসল পথ থেকে সরে যেও না। একটাই তোমাদের আমাদের দাবি ছিল “রাজাকারের ফাঁসি চাই” এই আন্দোলন থেকে motivated হয়ে পোড়ো না। তাতে আসলে ধর্ম নামক ব্যাপার টা প্রত্যক্ষ ভাবে এসে যাবে
©somewhere in net ltd.