![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতিরঝিল প্রকল্পের সৌন্দয্যে শুধু আমি না, আরও বহু ব্যক্তিই যে মুগ্ধ তাতে ভুল হবার কোনো অবকাশ নাই। কিন্তু আমার মনে হয় প্রকল্পের চিন্তুকরা বোধ করি ভেবেই নিয়েছিলেন যে গাছেদের প্রান আছে মানে ওরা মানুষ এর মত দিব্যি হাঁটাহাঁটি করে নিজের চা, সিঙ্গারাটা নিয়ে এসে খাবে, আবার যেহেতু ওরা কাজ করে না দরকার হলে মাঝে মাঝে সড়ক অবরোধ করে টাকা তুলে নিবে নিজ দায়িত্বে। আমি আসলে বলতে চাই গাছগুলোকে সনির্ভর হতে না দিয়ে (বলাতো যায় না সনির্ভর হয়ে গেলে ওরা কি করবে!) এবং আকাশ থেকে প্রাপ্য পানির উপর নির্ভর না করে মাঝে মাঝে ওদের দিকেও না হয় একটু পানি দানের ব্যাবস্থা নিতেন ( এক্ষেত্রে বুড়িগঙ্গার পানি বা পিকেটারদের উপর ছুঁড়ে মারা পানি হলেও হবে)
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
গৃহ বন্দিনী বলেছেন: একই লেখা দুই বার লিখেছেন কেন??
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
স্বপ্নছায় বলেছেন: আমি তো ভাই ভুলের উরধে নই ।। @গৃহ বন্দিনী
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
পথিক!!!!!!! বলেছেন: বৃষ্টি চলে আসলেই এই কষ্টটা দূর হবে। কিন্তু তার আগে...