নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার অহংকার

স্বপ্নছায়

স্বপ্ন দেখি বাংলা কে নিয়ে। বলতে চাই "মা তোমায় ভালোবাসি".......

স্বপ্নছায় › বিস্তারিত পোস্টঃ

হাস্যকর খবর - “আমি একজন হতভাগা এমপি”

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

খবর- “সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় স্থানীয় সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ বলেছেন, আমি একজন হতভাগা এমপি।” গত ৬ টা বছর ধরে রোজ সাভার যাই আসি, দেখছিনা তুমি কত ভাল এম।পি, রাস্তা দিয়া হাটা যায় না, পুরা ৩ ফুট গর্ত, আর তুমি হতভাগা!! হাসাইলা, ৬বছরে তো সাইন বোর্ড এর সংখ্যা বাড়ছে, এই জমির মালিক তৌহিদ জং মুরাদ । কাল সোহেল রে বাঁচাইতে মুরাদ যায় নাই? মুরাদ-তুমি এত ভাল হইলে সোহেল রে দিতা পুলিশ এর হাতে তা না পার দিতা আমাদের হাতে তুইলা।

৫০০০ টাকা, ২০০০ টাকা ক্ষতি পূরণ ? মজা নাও না, ঠিক আছে আস তুমি আমাগো কাছে, তোমার পরিবাররেও না হয় আমরা ৫০০০০ টাকা পরে দিয়া দিব নে। অই শ্রমিক এর বেতন ২৭০০ টাকা বলে ক্ষতিপুরন আর চিকিৎসা বাবদ যদি সে ২০০০ থেকে ৫০০০ টাকা পায়, তাইলে তো তোমারে ৫০০০০ টাকাও বেশি দিব আমরা।

অই জমিতে যখন বিল্ডিং টা করল, গেছিলা না তুম মুরাদ? নাস্তা পানি খাও নাই? পকেট ভরে নাই। ? তখন কই ছিলা ? নাকি শ্রমিক গুলার তো পেটের দায়, ওরা মরলে সরকার খালি শোক প্রকাশ করেই খালাশ, ওদের জন্য তো আর ট্রাইবুলান কেউ বসাবে না। তোমরা আমার গালি খাওয়ারও অধম।

এত কিছুর পড়ও আমি দোয়া করি সোহেল যেন বাইচা থাকে, ওরে যেন আমরা লুলা করি, একবার থুথু ছিটাইতে পারি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

দিশার বলেছেন: X( মুরাদ এমপি কে ডিম থেরাপি দেয়া হোক। কুলাঙ্গার টা , রানা রে লুকায়ে রাখসে।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

প‌্যাপিলন বলেছেন: এবারতো মনে হয় রানা প্লাজার ভুমি নিজেই গাপটিল করপে

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

শাহজাহান মুনির বলেছেন: তোমরা আমার গালি খাওয়ারও অধম।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৫

কে বা কারা বলেছেন: কলুর ছেলে সোহেল রানা। সাভারের এক সময়ে যুবলীগ নেতা। ক্ষমতার দাপটে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তার দখলবাজির হাত থেকে রেহাই পাননি সংখ্যালঘুরাও। গতকাল যে ভবনটি ধসে পড়ে, তার মধ্যেও এক সংখ্যালঘুর সম্পত্তি রয়েছে। এক সময়ে এই সোহেল রানা তার বাবার তেলের ঘানিতে কাজ করতেন। বোতলে ভরে সরিষার তেল বিক্রি করতেন হেঁটে হেঁটে।

স্থানীয় সূত্র জানায়, সোহেল রানার বাবার নাম আবদুল খালেক। সবাই তাকে খালেক কলু বলেই চিনতেন। বাড়ি সাভারের বাজার রোডে। বাড়িতে গরুর ঘানিতে তেল বানাতেন আবদুল খালেক। স্থানীয় অধরচন্দ্র হাইস্কুল থেকে নবম শ্রেণী পাস করেছেন রানা। এরপর অভাবের তাড়নায় তার আর লেখাপড়া হয়নি। তাদের বাড়িটিকে এখনো কলুর বাড়ি হিসেবেই জানেন স্থানীয়রা।

এই সোহেল রানাই রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। প্রথমে একটি তেল তৈরির মেশিন বসান। গরুর ঘানি থেকে উন্নতি হয় মেশিনে। নাম দেন রানা অয়েল মিল। গোলাপ ফুল মার্কা নামের সেই সরিষার তেল সরবরাহ করা হয় রাজধানীসহ বিভিন্ন এলাকায়। সেই রানা আজ পৌঁছেছেন সমাজের উচ্চপর্যায়ে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি থোড়াই কেয়ার করতেন স্থানীয় প্রশাসনকে। ১৯৯৮ সালের ঘটনা। তখনো আওয়ামী লীগ ক্ষমতায়। এই সোহেল রানা তখন দখল করেন স্থানীয় রবীন্দ্রনাথ সাহার জমি। সেখানে ডোবার ওপরে রানা প্লাজা নির্মাণের উদ্যোগ নেয়া হয় ওই বছরই। রবীন্দ্রনাথ সাহা আদালতে মামলা করলেও সে মামলা বেশিদূর এগোয়নি। একপর্যায়ে পাগল হয়ে যান রবীন্দ্রনাথ সাহা। ২০০৬ সালে পৌরসভা থেকে ছয় তলা ভবনের অনুমোদন নেয়া হয়। ২০০৭ সালের পরিবর্তিত প্রোপটে রবীন্দ্রনাথ পাগলা আবার মাঠে নামলে র‌্যাব-৪-এর কর্মকর্তা কমান্ডার আরিফের কারণে তিনি আবার পিছু হটেন বলে স্থানীয় সূত্র জানায়।

স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা এখন কোটি কোটি টাকার মালিক। সাভারের অসংখ্য মানুষের জমি তিনি দখল করেছেন বলে জানা যায়। স্থানীয় প্রশাসন ছিল তার কাছে জিম্মি। তার ইশারায় সাভারে অনেক কিছুই ঘটত। গতকাল হরতালকারীদের শায়েস্তা করতেই তার নির্দেশে গার্মেন্টগুলো খোলা রাখা হয় বলে স্থানীয় সূত্র জানায়। এলাকায় তার রয়েছে বিশাল বাহিনী। এই বাহিনী সাভারের বেশির ভাগ অপরাধ নিয়ন্ত্রণ করছে বলে জানা যায়। গতকাল ভবন ধসের সময় তিনি নিজেও আটকা পড়েছিলেন। দুপুর ১২ টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে প্রশাসনের সহায়তায় তিনি অজ্ঞাত কোথাও গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

http://www.dailynayadiganta.com/?p=171181

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

সাউন্ডবক্স বলেছেন: Kichu din ar jonno talkshow gula changa hoye utbe...

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

স্বপ্নছায় বলেছেন: এইটা ঠিক বলছেন, আর কিছু নতুন নতুন কথা শুনবো , হয়ত শুনবো কিছু লোকের দোয়া বা সপ্নের জন্য এইটা ঘটছে

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

মিষ্টিগল্প বলেছেন: আসুন সবাই দোয়া করি নিরীহ ঐ মানুষদের জন্য যেন তারা এ দুনিয়ার কষ্টের পর পরকালে মহান আল্লাহর অনুগ্রহের ছায়াতলে স্থান পায়।
আর দোযা করি নিরীহ মানুষের জীবন নিয়ে যারা খেলা করে তাদের যেন আল্লাহ উপযুক্ত শাস্তি দেন।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

মতিউর রহমান১০০ বলেছেন: গণজাগরণ মঞ্চ সরকারের কর্মসূচী পালন করে, জনগণের নয়। ইমরান সরকার হচ্ছেন হেফাজতে সরকারের নেতা


যুদ্ধাপরাধীদের বিচার ও জামাত নিষিদ্ধের দাবী যদি সরকারের কাছে করা হত, তাহলে আজকে তাদের এত সমালোচনা হত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.