![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ আর এমনকি? আরে বেট্যা মুরাদের নাম কই? মুরাদরে ধর, ৩দিনের রিমান্ডে নে, মুরাদের নাম নাই ক্যান? আর মিডিয়া-পেপার-সাংবাদিকদের কে বলছি, সত্য সংখ্যাটা প্রকাশ কর, সত্য জানার অধিকার আমার-আমাদের আছে। মৃতের সংখ্যা কত? কতজন শ্রমিক ছিল ওই রানা প্লাজায়? মৃতের সংখ্যা ক্যামনে ৩০৮ জন হয়? কমপক্ষে হইলেও ১০০০। মিথ্যা খবর দিয়া আর কত দিন মুরাদ-সোহেলদের বাঁচাবা!? তোমাদের মিথ্যা খবরে পার পাচ্ছে সরকার-বিরোধীদল-সহ সব অপকর্মকারী।
আরও অবাক ব্যাপার হইল, এখনযে এত লোক রানা প্লাজায় উঠতেছে, এইটা-অইটা ধরে টানতেছে তাতে তো আর নতুন কইর্যাে কিছু হইতেছে না। হাস্যকর!! মুরাদের এম পি’ত্ব গিরি নিয়া এখন ক্যান কথা উঠতেছে না? পুরা আশুলিয়া-সাভার মুরাদের একটা কথা ছাড়া কিছু হয় না, সেই খানে রানা ক্যামনে এত তাড়াতাড়ি এইসব সম্পদের পাহাড় করল?!
মাননীয় প্রধানমন্ত্রীকেও বলছি, আমি হয়ত বিরাট ডিগ্রিধারী কেউ না, কিন্তু মুরাদ এর নামের পাশে-সোহেলের নামের পাশে ছাত্রলীগ শব্দটা আমি কিন্তু পড়তে শিখছি! ভুজুং দিতে হইলে আগে পুরা সাভার-আশুলিয়া থেকে হাজার খানেক (সংখ্যাটা কম বললে ধরে নিয়েন আমার ১-২ গুনতে শেখা এখনও শেষ হয় নাই) ব্যানার পোষ্টার সরিয়ে দিয়েন আগে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
পিচ্চি পোলা বলেছেন: লেখক বলেছেন, মৃতের সংখ্যা কেমনে ৩০৮ হয়।
মৃতের সংখ্যা ৩০৮ একথা কেউ বলেনি। ৩০৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। কেউ কি বলেছে যে ধ্বংস্তুপে আর লাশ নেই? উদ্ধার অভিযান কি সমাপ্ত ঘোষাণা করা হয়েছে?
উত্তর না।
তাহলে অত অত উতলা হয়েছেন কেন? আপনার কি ধারণা যে গুগলের মতো সার্চ দিয়ে এক মিলিসেকেন্ডে লাশগুলো খুজে ফেলা সম্ভব?
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১
স্বপ্নছায় বলেছেন: ভাই আমি ওই এলাকার লোক তো, তাই সরেজমিনে দেখে আসছি। তাই দুঃখটা ঝাড়লাম। আসলে লেখা উচিত ছিল "এখন পজন্ত ৩০৪ জন এই কথা টা সত্য না"
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মির্জা৯৯৯ বলেছেন: @পিচ্চি পোলা ঃ বাংলা পড়তে সমস্যা আপনার হতেই পারে। ডাক্তার দেখিয়ে নিচের লিঙ্ক এর লেখা পড়েন। কি লিখছে আপনি যাদের বাধ্যগত পাঠক। সাভারে মৃতের সংখ্যা ৩০৪, জীবিত উদ্ধার ৭৬
আমরা আম জনতা, যা দেখি তাই বলি। আপনাদের মত বুদ্ধিজীবী না।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মির্জা৯৯৯ বলেছেন: @পিচ্চি পোলা ঃ বাংলা পড়তে সমস্যা আপনার হতেই পারে। ডাক্তার দেখিয়ে নিচের লিঙ্ক এর লেখা পড়েন। কি লিখছে আপনি যাদের বাধ্যগত পাঠক। সাভারে মৃতের সংখ্যা ৩০৪, জীবিত উদ্ধার ৭৬
আমরা আম জনতা, যা দেখি তাই বলি। আপনাদের মত বুদ্ধিজীবী না।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বইয়ের পোকা বলেছেন: মুরাদের কর্মসুচিতে লোক সাপ্লাই দিত এই সোহেল। মুরাদের ডান হাত ছিল। অথচ কালকে প্রধানমন্ত্রি কি সুন্দর না করলেন, সে যূবলীগের কেউ না।