নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার অহংকার

স্বপ্নছায়

স্বপ্ন দেখি বাংলা কে নিয়ে। বলতে চাই "মা তোমায় ভালোবাসি".......

স্বপ্নছায় › বিস্তারিত পোস্টঃ

মুহিত এবং মুহিত মালীয় বানী এবং অন্যান্য(!)

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫০



নয়া দিল্লিতে সফররত অর্থমন্ত্রী এক মত বিনিময় সভায় বলেন, “সার্কের ৮ দেশে না হলেও অন্তত ভারত-বাংলাদেশের বাণিজ্যে একক মুদ্রা ব্যবহার সম্ভব।”

ভারতের ব্যবসায়ী নেতাদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এর সাবেক সভাপতি শেখর দত্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে ভারতীয় মুদ্রা ‘রূপি’ ব্যবহারের কথা প্রস্তাব দেন।

“বেশ কিছুদিন ধরে মার্কিন ডলারের সঙ্গে বাংলাদেশি টাকা ও ভারতীয় রূপি উঠানামা করছে। ডলারের এই অস্থিরতার কারণে ভারত ও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় এই দুই দেশ ভারতীয় রূপিভিত্তিক বাণিজ্য চালু করতে পারে। এতে দুই দেশই লাভবান হবে।” হেহে...। দাড়া মুহিত আগে হাইশা লই......।।

মুহিত আসলে কি বলতে চায়, অরে অর মনের কথা সম্পুর্ন বাক্ত করার সুযোগ দেয়া উচিত। সাভারের রানা প্লাজার ঘটনা-এইটা তেমন কোন বড় ঘটনা না। মুহিত তাইলে কোনটারে বড় মনে করে?ওয়ার্ল্ড’এ দ্বিতীয় বিরাত ধ্বংসযজ্ঞরেও মুহিত ও আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর তেমন বড় ইস্যু ক্যামনে মনে হয় না(!) নাকি গদির তুলনায় উহা কিছু না। উলেখ্য হাসিনা মহোদয়া বলেছেন বিবিসি রে ইহা একখানা আক্সিডেন্ট যা ঘটিতেই পারে। আফসোস লুই আই কান কেন যে এমনভাবে সংসদ ভবনটারে বানাইলো না, ৩০০ জন এর মৃত্য তাইলে হইতে পারত বাংলাদেশের সস্তি।

অতঃপর বলি ইদানিং এর হত্যা থুক্কু, ইসলাম রক্ষাকরন করমসূচির কথা। মনে হয় আমাদের দেশের লোকসংখ্যা আত বেড়ে গেছে যে পরিবার পরিকল্পনা বিভাগ বার্থ হয়ে দল গুলা নিজ দায়িত্বে এই মহান দায়িত্ব কাধে তুলে নিছে। প্রিয় মন্ত্রী বিরোধী দলের সকলকে বলছি “জানের মূল্য কোনদিন টাকা দিয়া মূল্যায়ন করা যায় না। ধর্ম যাই হোক- দল যাই হোক- অই মানুষ গুলার প্রথম পরিচয় ওরা মানুষ, এবং ওরা তোমার দেশেরই মানুষ”।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৪

মাজহারুল হুসাইন বলেছেন: চেতনাধারীরা চেতনার ব্যবসা করে, নতুবা একক মুদ্রার কথায় তাদের ক্ষুব্ধ হবার কথা । কিন্তু তারা মুখে কলুপ এটে বসে আছে ।

২| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:১২

রানিং ফ্ল্যাশ বলেছেন:

ভাই মৃত্যুর ভয় সবারই আছে। মুখে কুলুপ না আটলে... গুম


হাহ হাহ হাহ...

৩| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

এম.এস. রানা বলেছেন: শুধু রুপি কেন ভাই, চলেন লুংগি খুলে ধুতি পরার প্রস্তাবও করি মুহিত মিয়াকে।

৪| ০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

পূরান পাগল বলেছেন: আমার দৃষ্টিতে উনি সম্পূর্ণ নির্দোষ।মানুষের মাথায় সমস্যা থাকতেই পারে।মানসিক হাসপাতালতো বিনা কারনে বানানো হয়নি তাইনা!!কিন্তু উনাকে যারা এই পদে বসিয়েছেন তাদের ব্যাপারে কথা বলা দরকার।

০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৭

স্বপ্নছায় বলেছেন: ভালো বোলেছেন ভাই

৫| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৫

শফিক১৯৪৮ বলেছেন: একে মন্ত্রী বানিয়ে এত ঘটনার পরও যারা একে মন্ত্রী রেখেছে তারা কি মাল!

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

স্বপ্নছায় বলেছেন: তারা মাল না, আবাল

৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

সোহাগ সকাল বলেছেন: এরা আছে বলেই তো এত কষ্টের মাঝেও আমরা হাসতে পারি। মানুষকে হাসানোর দক্ষতা কিন্তু সবার থাকেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.