![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইটি সেক্টরের সবাই মোটামুটি ভার্চুয়াললি একে অপরকে চিনে। লিঙ্কডইন, ফেইসবুক,জি প্লাস এই সুবাদে বাংলাদেশের অনেক সফটওয়্যার ফার্মের লোকদের সাথে আমাদের পরিচয়। লিঙ্কডইনের মাধ্যমে পরিচয় হল তেমনি একজনের সাথে আমার বন্ধু সার্কেলের মানে আমি সহ সবগুলো মেয়ের। ইয়াহু আর জিমেইল চ্যাটেও অ্যাডেড হলেন জনৈক মাসুক খান। শুরুতেই বলে রাখা ভাল আমাদের জব সেক্টরে এখনও করাপ্সন ঢুকে নাই, তাই পরিচিত মানুষ মানে সিভি ড্রপ তারপর নিজ যোগ্যতাতেই জব পাওয়া যায়। তাই ভার্চুয়াললি সবাই চেষ্টা করি পরিচিতি বাড়ানোর!
শুরুতে ঠিক’ই ছিল, হ্যাই-হ্যালো কেমন আছে, কি ল্যাঙ্গুয়েজে কাজ করেন- কোন কোন সফটওয়্যার বানালো আপনার অফিস। অতঃপর বদলালো লোকটার কথা বলার প্যাটার্ন। যেমন আকদিন তার অফিসে সিভি দিয়ে তাকে জানালাম ব্যাপারটা। উনি বললো সিভিটা তাকেও যেন ফরওয়ার্ড করে দেই। দিলাম। এরপর মাসুক জানালেন মেইল পাই নাই। আমি বললাম স্পাম চেক করতে। উনি বললেন আমি তো জানি স্পার্ম দেয়া যায়, চেক করব ক্যামনে? মেজাজটাই খারাপ হলও।
এইতো শুরু। পরে বন্ধুদের কে বলতেই এবং লোকটার কথা বলতেই জানলাম লোকটা নাকি এমন, এককথায় পার্ভাট। সবার সাথেই নোংরা কথা বলে চান্স পেলে আর ভালো আছেন টাইপ প্রশ্নরে উত্তরেও।
তাই ঠিক করলাম তারে ভার্চুয়াললি’ই সাইজ করব।
অতি অল্প সময়ের মধ্যে দুইটা ফেইসবুক অ্যাকাউন্ট খুলে ফেললাম, একটা বাংলাদেশী মেয়ের অন্যটা ইউরোপিয়ান একটা মেয়ের নামে। ফেইক অ্যাকাউন্ট ক্যামনে বোঝা যায়, তা আমি জানি’ই তাই এমন কোন ফাঁক রাখলাম না, জাতে তার বিন্দুমাত্র সন্ধেহ হয়। দেন ফ্রেন্ড রেকুস্ট সেন্ড অ্যান্ড আক্সসেপ্টেড। তারপর চ্যাটিং শুরু। হারামি লোকটা একটা ছবি আপ করতেই মেসেজ দিলে লাগলো তুমি সুন্দর, তুমি আকর্ষণীয় ইত্যাদি ইত্যাদি। তারপর একদিন শুরু করলো সেক্স নিয়ে কথা বলা। এইটাই চাইসিলাম! দুই অ্যাকাউন্ট থেকে লোকটার সব কথা ইনবক্সে রেখে দিলাম। এরই মধ্যে মাসুকের আরও দুইটা অ্যাকাউন্টের খোঁজ সে দিল যেগুলো হারামিটা কেবল সেক্স চ্যাটিং এর কাজে উইজ করে! এবং স্ক্যাইপ অ্যাকাউন্ট আছে যা সে ভিডিও চ্যাটে উইজ করে। রোজ রাত ১টা ২টা পর্যন্ত সে অনলাইনে এইসব চ্যাটিং করে। তার বউ আছে, কিন্তু সল্প শিক্ষিত বলে সে তাকে পছন্দ করে না। তার ১০ বছরের একটা ছেলেও আছে।
তারপর মনিটরিং শুরু করলাম। কখন সে অনলাইনে থাকে কখন থাকে না। কবে কবে একদম থাকে না তাও লিস্ত করলাম। দেন তার চ্যাটিং এর স্ক্রীন শট নিলাম, তার ছবি সহ, অর্থাৎ তার আসল অ্যাকাউন্টের ছবি। দেন আমার প্রোফাইলে কেউ যেন কিছু লিখতে না পারে কিছু ট্যাগ না দিতে পারে সব অফ করে দিলাম। মাসুকের আসল অ্যাকাউন্টের সবাইকে ফ্রেন্ড রেকুস্ট পাঠালাম যেন ওর কর্ম সবাইরে জানাতে পারি। মাসুক অফলাইনে এমন সময় ওনার চ্যাটিং দিলাম ওনার ওয়ালে পোস্ট করে। চ্যাট অপশন অফ করে রাখলাম। অন্য ব্রাউজারে খোলা রাখলাম অন্য অ্যাকাউন্টটা, ঘন্টা খানেকপর মাসুক অনলাইন, সাথে সাথে ওই অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভিটেডেড!
এই করলাম টানা দিন দশেক। আমি অনলাইন হলেই পোস্টটা আবার রি- পোস্ট করি, এবং কেউ না কেউ মাসুককে জানায় মাসুক সাথে সাথে অনলাইন এবং আমার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভিটিভ- মাসুক কিছুই দেখে না। উনি তখনও পর্যন্ত জানেন না আমি কি পোস্ট দিচ্ছি।
সারমর্মঃ যারা আজে বাজে চ্যাটিং করে মজা পান, তাদের বলছি- ভাই সাবধানে কইরেন, এইরকম আপনার সাথেও করতে পারি। নিজেরে বদলান, দুনিয়াটা এখনও আপনার মতন পুরোপুরি নোংরা হয়ে যায় নাই।
২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬
যে শহর চোরাবালি বলেছেন: ভাই ব্যাপারটা নাফিসের জন্য এফবিআই 'Sting operation' এর মত হয়ে গেল না ????
৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
নতুন বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর....
৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তাকে ব্লক দিলেই ভাল হত। ছেলেরা মেয়েদের ভালবাসার চেষ্টা করে। একজন প্রেমিকা জুটে গেলে সেটি অন্যায়।আর বিবাহিত মানুষের ক্ষেত্রে সেটিতো পরকিয়া মানে মহা অন্যায়। বন্ধুত্বপূর্ণ কথা বার্তা দোষের নয়। আর কেউ রিপ্লাই না দিলে বুঝতে হবে তার বন্ধু হবার যোগ্যতা নাই। তাই আনফ্রেন্ড করা ও ব্লক করা এবং নতুন কাউকে এড না দেয়াই ভালো।তবে বন্ধু হবে চ্যাট হবে না এটা কেমন?ফেস বুক ওয়ালে কি বলা যায় কেমন আছিস,খেয়েছিস,......
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০২
স্বপ্নছায় বলেছেন: ভাই, গল্পের সবগুলো কথা সত্য, অর্থাৎ লোকটা হ্যাই হ্যালো উত্তরেও বাজে কথা বা বাজে ইঙ্গিত করতো। সব মেয়ের সাথে’ই আতা নিশ্চিত হয়েই আমি তাকে শাস্তিতা দিয়েছি। লোকটা যেন পড়ে সব মেয়েকেই বাজে কথা না বলতে পারে, বা বলার আগে অন্তত একবার ভাবে তাই করতে চেয়েছি।
ওনার সাথে আমার পরবর্তীতে দেখা হয়েছে। বাবার বয়সী কারো থেকে নোংরা কথা শুনলে বাবা ওয়ার্ডটার উপর থেকে স্রধা উঠে যায়।
৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
চাদের জোসনা বলেছেন: একেবারে আসল শিক্ষাটাই দিছেন
৬| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
হালি্ বলেছেন: হেতেকি ব্লগার এইরাম জিনিস এট্টুস নজর দিলে এইহানেও দুই চাইরটা পাইবেন
ভ্লা পাইলাম পুস্ট
৭| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
দূরে থাকা মেঘ বলেছেন: ঠিক করেছেন। আমি আমার সমবয়সীদের কাউকে এরকম করতে দেখিনি, কিন্তু এরকম কিছু লোক আছে যারা একটা কথা বলার আগে এটা ভাবেইনা যাকে বলছে সে কি মনে করছে। খুব খারাপ লাগে। আমার সাথে ফেসবুকে পরিচয় ছিলো একটা লোকের, আমি ফেসবুকে এমনিতেই নিয়মিত না,তার উপর ডিঅ্যাক্টিভেট করে রাখি,তাই আমার মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম। দুদিন চ্যাট করার পর দেখলাম তার কথাবার্তা পাল্টে গেল। আজেবাজে কথা। তারপর গুগোলটক থেকে ব্লক করে দিলাম। মেইল দিতো, কিন্তু রিপ্লাই দিতাম না। এখন আর দেয় ও না।
এরকম লোকদের তো সামনাসামনি বলা ও যায়না কিছু। নিজেরই লজ্জা লাগে।
৮| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: উচিত শিক্ষা
৯| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
সমুদ্র কন্যা বলেছেন: আরে সাবাশ! খুব ভাল কাজ করেছেন।
১০| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ।।
চরম ...।
নে বাবা এইবার নাকে তেল দিয়ে প্রেম কর
১১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
ডাব্বা বলেছেন: "এরপর মাসুক জানালেন মেইল পাই নাই। আমি বললাম স্পার্ম চেক করতে। উনি বললেন আমি তো জানি স্পার্ম দেয়া যায়, চেক করব ক্যামনে? মেজাজটাই খারাপ হলও"
... শব্দটা স্প্যাম (spam), স্পার্ম (sperm) নয়। উনার সেন্স অব হিউমারের আমি প্রশংসা করি।
আর আপনি সেটাকে ভুল বুঝে যা করলেন সেটা হল combination of stalking, defemation, libel and slander. আপনি সেখানেই না থেমে আরো যা করলেন সেটা public disclosure of private facts এর আওতায় পরে।
ভাগ্য ভাল যে আপনি বাংলাদেশে আছেন নইলে এই পোস্টের উত্তর দেবার সময় পেতেন না।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
স্বপ্নছায় বলেছেন: আপনি চাইলে আমি প্যারসনাললি তার আইডি আপনাকে দিতে পারি, মেয়ে হিসাবেই তার সাথে অ্যাড হয়ে দেখেন। আমি একা না, আমার পুরো বন্ধু সার্কেল তার এমন কথা শুনেছি। আপনি চাইলে তার নোংরা কথার রেকর্ড আপনারে পাঠাতে পারি। আর বাংলাদেশ বলেই মাসুক ের মতন লোকগুলা পার পেয়ে যাচ্ছে, আমি একাই নই। “ভাগ্য ভাল যে আপনি বাংলাদেশে আছেন নইলে এই পোস্টের উত্তর দেবার সময় পেতেন না।“ ভাই এই ভয় আমারে দেখাইয়া লাভ নাই। বরং নিজেদের মেন্টালিটি ডেভেলপ করেন।
১২| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭
ডাব্বা বলেছেন: এ ধরনের লোক সব সমাজের জন্যেই খারাপ। আপনাকে অবিশ্বাস করছি না।
আমি সব সময় চেস্টা করে যাচ্ছি আমার মেন্টালিটি টা আরো উন্নত করতে। দোয়া রাখবেন। ভাল থাকুন।
১৩| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এইগুলারে এমন করাই দরকার।
১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
তাসজিদ বলেছেন: তবে অধিকাংশ ই ফেক অ্যাকাউন্ট দিয়ে এ ধরনের কাজ গুল করে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
স্বপ্নছায় বলেছেন: I too use a fake ID for him
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
মহাকাল333 বলেছেন: স্বপ্নছায়,লেখাটি পড়ে ভালো লাগল. মজা ও পেলাম।অনেক অনেক শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮
মোমেরমানুষ৭১ বলেছেন: হে হে হে পুরাই শায়েস্তা করে দিলেন ব্যাটারে.....।