![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার বাবার মিত্যুবার্ষিকী, ৪টা বছর মানে ১৪৬০ দিন হল, আগে মনে হইছিল সময়ের সাথে ভুলে যাবো বা কষ্টটা কমে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে সেরকম হয় নাই। কিরকম একটা শূন্যতা, ঠিক বলে বোঝানো যাবে না এমন একটা কষ্ট বোধ গলায় এসে আটকে আছে!
আমি বই ঘেঁষা মেয়ে, কিন্তু এই অনুভূতির ব্যাখা ঠিক লিখে বোঝাতে পারবো না।
আমি জানি না, পরজন্ম- পুনঃরজন্ম বলে কিছু আছে কিনা! বা জানি না কেমন করে হাশরের ময়দানে বাবাকে খুজে পাবো, তারপরও ছাই প্রতি জন্মে আমার বাবার মেয়ে হয়েই জন্মাতে! এমন নয় যে আমার বাবা খুব ধনী বা অসাধারন ছিলেন, বাবা আর দশজনের মতন'ই খুব সাধারন আর দিন আনে দিন খায় টাইপ ছিলেন। কিন্তু বাবা আমাকে মানুষ হিসাবে ভাবতে শিখিয়েছে, মেয়ে হিসাবে নয়! বাবা আমার হাতে তুলে দিয়েছে বই নামক একটা জগত, আর শিখিয়েছে ভালবাসতে, সবটা সময় সব কিছুকে সহজ ভাবে নিতে। আর বাবার একটাই চমৎকার গুন ছিল, কাউকে না- না বলা!
আপনারা যারা এই লেখাটা পড়ছেন, দয়া করে ১টা মিনিট সময় দিবেন, আমার বাবার জন্য দোয়া করার জন্য, প্লিজ ??
২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
ঘূণে পোকা বলেছেন: Amaro ma nei apnar Lekha ta pore amar o khub kosto legeche tai
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দোয়া রইল আপনার বাবার জন্য।
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬
সুমন কর বলেছেন: অবশ্যই, আপনার বাবার আত্মার শান্তি হোক। এই কামনা করি।
ভালো থাকবেন।
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
আমিনুর রহমান বলেছেন:
আপনার বাবার জন্য দোয়া রইল।
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
স্বপ্নছায় বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
ঘূণে পোকা বলেছেন: Amaro ma nei apnar Lekha ta pore amar o khub legeche tai