নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন সময়

সাকিব আনোয়ার কণক

ঐহিকদর্শী

সাকিব আনোয়ার কণক › বিস্তারিত পোস্টঃ

মিস ভার্জিন ওয়ার্ল্ড

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ভূষিতা এভ্রিলের অতীত জীবনের অংশবিশেষ প্রকাশ পেয়ে , চলমান সময়ে যে বিতর্ক সৃষ্টি করেছে তা মোটেও অস্বাভাবিক খবর হতে পারে না। আশ্চর্যদায়ক হতো যদি কোন সাহসী কুমারী তরুণী নিজের কুমারিত্ব হারানো কিংবা স্বেচ্ছায় সতীত্ব বিসর্জনের গল্পটা নির্দ্বিধায় স্বীকার করার নির্ভীকতা দেখাতেন। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় কিছু আশাহত পুরুষ, সুন্দরি প্রতিদ্বন্দ্বী,ঈর্ষান্বিত দর্শক ও অকর্মন্য মস্তকের অধিকারী শ্রেণী সমালোচকের বৃহৎ অংশ। এভ্রিনের সবচেয়ে বড়ভুল ধর্মমতে বিয়ে করে সতীত্ব হারানো, একমাত্র অপরাধ বিয়ের অধ্যায়টুকু গোপনকরা। এ সমাজব্যবস্থায় অনেক সুন্দরীপ্রতিনিধি অাছেন যারা দেহপুঁজি করে ফায়দালোটে নিজেকে ভার্জিন হিসেবে উপস্থাপন করার চেষ্টায় সর্বদা লিপ্তথাকে। আর কিছু সুপুরুষ সেই সব অপ্সরীদের শয্যাসঙ্গী হওয়ার স্বপ্নেবিভোর থাকে অবিরত। বিবাহিতা নারী বলতে আমরা বুঝি কুমারী ঝিল্লির অবসান, ব্যবহৃত শরীর । তবে অবিবাহিতা বেশ্যার, অথবা লিভটুগ্যাদারে অব্যস্থ যুবতীর সতীচ্ছদ কি অক্ষত থাকে! কুমারী তরুণী বিয়ের পর সুন্দরি হতে পারেনা?
বিবাহিতা নারীরা তবে কি সব অসুন্দর, অসতী, কুৎসিত!দৃষ্টান্তস্বরূপ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিতা মিসেস জান্নাতুল নাঈম এভ্রিল।
ধিক্কার জানাই এসব নাটকীয় আয়োজনকে।প্রকাশ্যেই আয়োজন করুক মিস ভার্জিন ........। অনাকাঙ্ক্ষিত ধুম্রজাল তৈরী হবে না, দৈনিককাগজে ছাপানো বিনোদনের পাতা থেকে পুরুষের যৌনাঙ্গে।
পুরুয়শাষিত সমাজের চাহিদাগত ভাবনা সীমান্ত কোথায়? কারোচাই ভার্জিন প্রেমিকা, বা শয্যাসঙ্গিনী, তবে বউ হিসেবে অনিন্দিত সুন্দরী,। কেউবা তার বিপরীত অর্থাৎ বউ হিসেবে মহাসতী নারী লাগবেই, অথচ অতীতে খুঁজেছিলো সস্তা প্রেমিকা বা গণিকারশরীর ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ইহা এক দুঃখ জনক গঠনা।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৩

এম এ কাশেম বলেছেন: সুন্দরী প্রতিযোগিতা জিনিষটাই নষ্টদের নষ্টামী ছাড়া আর কিছুই নয়।

আর বিয়ে হলে নারী সৈন্দর্য হারায় - সে তো বিকৃত মস্তিস্কের বিকৃত আবিস্কার।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৬

প্রশ্নবোধক (?) বলেছেন: লেখক বলেছেন, পুরুয়শাষিত সমাজের চাহিদাগত ভাবনা সীমান্ত কোথায়? কারোচাই ভার্জিন প্রেমিকা, বা শয্যাসঙ্গিনী, তবে বউ হিসেবে অনিন্দিত সুন্দরী,। কেউবা তার বিপরীত অর্থাৎ বউ হিসেবে মহাসতী নারী লাগবেই, অথচ অতীতে খুঁজেছিলো সস্তা প্রেমিকা বা গণিকারশরীর ।পুরুয়শাষিত সমাজের চাহিদাগত ভাবনা সীমান্ত কোথায়? কারোচাই ভার্জিন প্রেমিকা, বা শয্যাসঙ্গিনী, তবে বউ হিসেবে অনিন্দিত সুন্দরী,। কেউবা তার বিপরীত অর্থাৎ বউ হিসেবে মহাসতী নারী লাগবেই, অথচ অতীতে খুঁজেছিলো সস্তা প্রেমিকা বা গণিকারশরীর ।


আমার মহাস্বতী নারী লাগবে বউ হিসেবে। এবার তুই বল্ আমি অতীতে কোন কোন সস্তা প্রেমিকা বা গণিকারশরীর ভোগ করেছি।
প্রকৃত কথা হলো যে নিজে যা পুরো পৃথিবীকে সে সেই চোখ দিয়ে দেখে।
আমার এক বন্ধু প্রতিদিন হ্যান্ডজব করত তাই তার ধারনা ছিল প্রত্যেক পুরুষই মাঝে মাঝে হ্যান্ডজব অবশ্যই করে।
বিকৃত মস্তিষ্ক কাকে বলে (!)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

সাকিব আনোয়ার কণক বলেছেন: মহাস্বতী নারীর প্রয়োজন কেন ?
হ্যান্ডজব,কিংবা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি না থাকলে ,আপনি তো ভাই অদ্ভুত পুরুষ ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

প্রশ্নবোধক (?) বলেছেন: লেখক বলেছেন: মহাস্বতী নারীর প্রয়োজন কেন ?
হ্যান্ডজব,কিংবা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি না থাকলে ,আপনি তো ভাই অদ্ভুত পুরুষ


বিপরীত লিংগের প্রতি আকর্ষণ নাই এটা আমার মন্তব্যে কোথায় পেয়েছেন?
আপনি হ্যান্ডজব করলে সবাইকেই করতে হবে নাকি? আপনার মতে তাহলে গাজা খাওয়া ফ্যাশন?
বিপরীত লিংগর প্রতি আকর্ষণ থাকলেই বেশ্যার কাছে যেতে হবে? বিয়ে করা যাবেনা? ও হো হো তাতে তো আবার নারী স্বাধীনতা খর্ব হয়, তাইনা?

কিছু পরে আপনার মত লোকেরা বলবে; কিরে তুই এখনও পোগা মারা দিসনাই, আসলে তুই ব্যাটা একটা ক্ষ্যাত।
কারন এভাবে হস্থমৈথুন করিতে থাকিলে ভবিষ্যতে হা হা হা..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.