![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন থেকেই ভোরের শিশির বিন্দু পড়ার মত
আমার হৃদয়ের রক্তক্ষরন শুরু হল।
যেদিন শুনলাম এ সমস্তই ছলনা,মেকি আচরণ
যেদিন শুনলাম আমার সমস্ত হৃদয়াবেগ
রংহীন,সেঁকেলে,অসমাপ্ত আবেদন মাত্র।
যা নিতান্তই সাদামাটা নিষ্প্রাণ মুর্তির মত
তোমার আনন্দোৎসবের পাশে দাড়িয়ে থাকে।
সেদিন আমার অন্তরাত্মা শিউরে উঠেছিল
কোঠর থেকে রড়ে পালাবে বলে উন্মাদ হয়েছিল
কোন মতে নিজেকে বাঁচিয়ে জির্ণতার আবরনে
রেখে দিয়েছি স্তূপের পাশে।
©somewhere in net ltd.