![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভুলে থাকার জন্য
আমি ছত্রভঙ্গ জনতার ভিঁড়ে কতবার নিজেকে হারাতে চেয়েছি
তোমাকে ভুলে থাকার জন্য
লোকালয় ছেড়ে নিভৃতে নির্জন গুহায় একলা বসবাস করেছি
তোমাকে ভুলে থাকার জন্য
গহীন জঙ্গলে জন্তু জানোয়ারের সঙ্গে গলাগলি করে থেকেছি
তোমাকে ভুলে থাকার জন্য
মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে দীর্ঘকাল হেঁটে চলেছি
তোমাকে ভুলে থাকার জন্য
আমি শশ্মানের প্রেতাত্মাদের সঙ্গে গড়াগড়ি করে থেকেছি
তোমাকে ভুলে থাকার জন্য
উত্তরের বরফ শীতল হাওয়ায় কত রাত অর্ধনগ্ন দাড়িঁয়ে থেকেছি
তোমাকে ভুলে থাকার জন্য
আমি উত্তাল সমুদ্রের নিচে মাথা লুকিয়ে থেকেছি
তোমাকে ভুলে থাকার জন্য
কত বন্দরে জাহাজের খালাসী হয়ে দিনযাপন করেছি
তোমাকে ভুলে থাকার জন্য
হিটলারের যন্ত্রনাদায়ক গ্যাটোতে যেয়ে মানবেতর জিবন কাটিয়েছি
তোমাকে ভুলে থাকার জন্য
কত কী না করেছি?
তোমাকে ভুলতে গিয়ে আমি
নিজেকেই বিস্মৃতির অতলে তলিয়ে ফেলেছি
তোমাকে ভুলে থাকার জন্য
শুধু মৃত্যুকেই আমন্ত্রণ জানাইনি।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
সৈকতের ঢেউ বলেছেন: সত্যিই ভুলে থাকতে পারিনা ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: চাইলেও ভুলে থাকা যায় না...........

শুভ ব্লগিং.....