নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুরাগের টানে অনাহূত একজন

সৈকতের ঢেউ

সৈকতের ঢেউ › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

সব সময় সবকিছু ভাল লাগে কী?
এই যেমন ভোরবেলা বিছানা ছাড়তে ইচ্ছা হয়না,
মনে হয় সময়টা এখানেই দাঁড়িয়ে থাকুক।
সকালবেলা যন্ত্রের আওয়াজ ভাল লাগেনা,
বরং জেগে থেকে নিরবে সপ্ন বুনতে ভাল লাগে।
দুপুরের ক্লান্তিতে কাজ করতে মন বসে না,
ইচ্ছা করে সব কাজ ফেলে অলস,ব্যর্থ সময় কাটাই।
বিকাল বেলা যখন চড়া রদ্দুরের তাপ কমে আসে
তখন আর আটকে থাকতে মন চায়না,
ইচ্ছা করে অবারিত প্রান্তরে ছুটে বেড়াই।
সন্ধ্যাবেলা যখন চায়ের দোকানে আড্ডার হিড়িক,
তখন আর পড়তে মন বসেনা।
সময় বিশেষে আমার সমস্ত ইচ্ছা-অনিচ্ছা
এরকম ভিন্ন অনুভূতির তৈরী করে।
কিন্তু তোমাকে নিয়ে ভাবতে আমার,
কোন সময়ই খারাপ লাগেনা।
বিশ্বাষ কর হৃদয়ের গভীর থেকে বলছি,
আমি এক মুহুর্ত তোমাকে ভুলে থাকতে পারিনা।
যদিও জানি সামাজিক আর ব্যক্তিক অবস্থান বিবেচনায়
আমার চাওয়াটা ভুল।
কিন্তু ভালবাসার মনতো আর এসব কিছু বিচার করেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.