![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ ভাত মাছ খাওয়া বাঙালী। পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরি করছি। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, ম্যুভি দেখতে এবং ঘুরে বেড়াতে।
একেকটি ছবি যেন একেকটি গল্প। প্রতিটি ছবির পেছনে থাকে ফটোগ্রাফারের গল্প, চিত্রকরের গল্প। সে গল্প জানা হয় না। বর্তমান সময় ভিডিওচিত্রের যুগ। সবাই ভিডিওতে সরাসরি দেখতে চায় সব কিছু। তবু বিমুর্ত ছবির উপযোগীতা একদম ফুরিয়ে যায়নি।
বিশ্ব মানবতা কখনো কখনো সংকটের মুখে পড়ে। সাংবাদিকের ক্যামেরার চোখে ধরা পড়ে সেই সংকট। খেলার মাঠ, প্রকৃতি কোন কিছু বাদ দেয় না ক্যামেরা লেন্স। এ বছরের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্যা ইয়ারের নির্বাচিত ছবিগুলো নিয়ে লিখতে বসেছি। প্রতিটি ছবির দিকে মনযোগ দিয়ে লক্ষ্য করুন। বিশাল এক ব্যাকগ্রাউন্ড আপনিতেই ধরা দেবে আপনার কাছে।
ওয়ারেন রিচার্ডসন, অস্ট্রেলিয়া
সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে একটি শিশুকে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন এক পুরুষ৷ এই ছবি চলতি বছর ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ সাদা-কালো ছবিটিতে শরণার্থী সংকটের করুণ চিত্র ফুটে উঠেছে৷
মোরিসিও লিমা, ব্রাজিল
লিমা গত বছর আগস্টে সিরিয়ায় এই ছবিটি তোলেন৷ ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার সাধারণ সংবাদ বিভাগে এই ছবিটি প্রথম পুরস্কার জয় করেছে৷ ছবিতে ‘ইসলামিক স্টেটের’ ১৬ বছর বয়সি এক যোদ্ধার পুড়ে যাওয়া শরীরে চিকিৎসককে মলম লাগাতে দেখা যাচ্ছে৷
ঝাং লি, চীন
চীনের উত্তরাঞ্চলে কুয়াশায় ঢেকে যাওয়া তিয়ানজিন শহরের এই ছবিটি তোলা হয় গতবছরের ডিসেম্বর মাসে৷ সমসাময়িক বিষয় বিভাগে প্রথম পুরস্কার জয় করেছে ছবিটি৷
কেভিন ফ্রেয়ার, কানাডা
চীনের সানক্সিতে কয়লানির্ভর একটি বিদ্যুৎ কেন্দ্রের পাশের রাস্তায় ত্রিচক্রযান টানছেন এক চীনা নাগরিক৷ ওয়ার্ল্ড প্রেস ফটোর নিত্যদিনের জীবন বিভাগে প্রথম পুরস্কার জয় করেছে ছবিটি৷
মেরি এফ. কালভার্ট, মার্কিন যুক্তরাষ্ট্র
দীর্ঘমেয়াদী প্রকল্প বিভাগে প্রথম পুরস্কার জয় করেছে ২০১৪ সালের মার্চে তোলা এই ছবিটি৷ ছবিতে ২১ বছর বয়সি নাতাশা শ্যুটেকে দেখা যাচ্ছে, যিনি এক সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হওয়ার পর অভিযোগ করায় মার্কিন সামরিক বাহিনীর পুরস্কার জয় করেন৷ সাহসিকতার জন্য তাঁকে এই খেতাব দেয়া হয়েছিল৷
রোহান কেলি, অস্ট্রেলিয়া
আতঙ্কিত হওয়ারও সময় নেই! সিডনির বন্ডি সমুদ্রতটের কাছে যখন একটি মেঘ সুনামি সৃষ্টি হচ্ছিল, তখনও বই পড়ছিলেন সূর্যস্নানরত এক নারী৷ গত বছর নভেম্বরে তোলা ছবিটি প্রকৃতি বিভাগে সেরা পুরস্কার জয় করে৷
মাটিচ জর্মান, স্লোভেনিয়া
মানুষ বিভাগে এই ছবিটি প্রথম পুরস্কার জয় করে৷ সার্বিয়ার কাছে একটি শরণার্থী কেন্দ্রে নিবন্ধনের আশায় রেইনকোট পড়ে দাঁড়িয়ে থাকা এক শিশুকে দেখা যাচ্ছে ছবিতে৷
ক্রিস্টিয়ান ভালগ্রাম, অস্ট্রিয়া
ভালগ্রাম গত বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এফআইএস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলাকালে ছবিটি তোলেন৷ ক্রীড়া বিভাগে সেরা পুরস্কার জয় করেছে এটি৷
©somewhere in net ltd.