![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ ভাত মাছ খাওয়া বাঙালী। পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরি করছি। ভালোবাসি বই পড়তে, গান শুনতে, ম্যুভি দেখতে এবং ঘুরে বেড়াতে।
বাইরে দুধ সাদা কুয়াশা। বসন্ত প্রায় যাওয়ার পথে। এখনো এত কুয়াশা! কেমন একটা শীত শীত আমেজ। তবে এই শীতের বৈরীতা নেই। হাঁড়ে কাঁপন তোলে না। অদ্ভুত শীতলতায় মুগ্ধ করে। সাত সকালে মেঘনার পারে গিয়ে দাঁড়ালাম। মাছ ধরা নৌকাগুলো জাল তুলছে। নৌকার উপরে কাকেদের ওড়াওড়ি। জেলেরা কি মাছ ধরছে? ইলিশ? কাছাকাছি হলে জিজ্ঞেস করা যেত।
বহুকাল সূর্যোদয় দেখা হয় না। আমার বাড়ির কাছেও একটা নদী আছে।।ছাত্রজীবনে বাড়িতে গেলে ভোর বেলা নদীর ধারে দাঁত ব্রাশ করতে করতে হাঁটতাম। রক্তজবার মত টকটকে আগুন লাল সূর্য্যটা একটু একটু করে নদীর অপর পারের কালচে গাছের অবয়বের উপরে হেসে উঠতো।
পূর্ব দীগন্তে চাইলাম। মেহগনি গাছের সারি মাথার উপরে ঘোলাটে কুয়াশা জড়িয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। দেখা যাবে কুয়াশা সরে গিয়ে সূর্যটা দুই তিন হাত উপরে ঝুলে আছে। নাহ আজো সূর্যোদয় দেখা হবে না।
©somewhere in net ltd.