নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাক্ষর ডট কম

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

সরোয়ার হোসেন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

সরোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের শিক্ষা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

শাহবাগের মঞ্চ এক নতুন আন্দোলনের সূচনা করলোমাত্র। এদেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এখনো প্রস্তত এটা তার একটা ঘোষণা। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে আর মুক্তিযুদ্ধে নিয়ে ঘৃণ্য রাজনীতি চালিয়ে যাচ্ছে তাদের সকলের কাছেই এটি একটি সতর্কবার্তা। যেদেশে বাচ্চু রাজাকারের ফাসি হয় কিন্তু, কাদের মোল্লার ফাসি হয় না সেদেশের শাসকগোষ্ঠীর সাথে যুদ্ধাপধরাধীদের আতাতের বিষয়টি স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহের জন্ম দেয়। তরুণ প্রজন্ম এটি বুঝতে পেরেই তা প্রতিহতের জন্য রাজপথে নেমে এসেছে। তারা যে শুধু তারাই নয়, সকল পেশা, শ্রেণী আর বয়সের মানুষ রাজপথে নেমে এসে তারই প্রমাণ দিলেন। আমরা ঘৃণিত রাজাকারদের সাথে নিয়ে যারা আন্দোলন করছে এবং যারা সাথে নেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে তাদের সকলকেই প্রতিহত করতে হবে। তাদের কোন গোপন ষড়যন্ত্রই সফল হতে দেয়া যাকব না। শাহবাগ থেকে যে শপথ দেশবাসী করেছে তার সফল বাস্তবায়নে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। চোখকান খোলা রাখতে হবে। রাজনৈতিক বেশ্যাদের প্রতি সজাগ সতর্ক থাকতে হবে সবসময়। যে রািজনীতিক রাজাকারের বিচার চায় না, যে সাহিত্যিক যুদ্ধাপরাধীর বিচার নিয়ে প্রহসন লেখে, যে বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রতারণা করে, যে আমলা শহীদের আত্মার ডাক শুনতে পায় না-তাদের সকলকে বয়কট করতে হবে। শাহবাগ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আমরা থামব না থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

সরোয়ার হোসেন বলেছেন: আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে চেতনার মশালে নতুন আলো জ্বালিয়ে। এটা রোধ করার সাহস কার! ব্লগাররা যা করলেন তা অসামান্য। নেতৃত্ব নিয়ে লাভ কী। বরং এটাকে যারা রং মাখিয়ে ফায়দা হাসিল করতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকুন। দেখবেন নেতৃত্ব আপনারই হাতে রয়েছে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

নিষ্‌কর্মা বলেছেন: জনতাই ৯৯%

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.