নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাক্ষর ডট কম

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

সরোয়ার হোসেন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

সরোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

যশোরে স্কুলের জমি দখলে নিতে বোমা হামলা ।। ৪ শিক্ষার্থী আহত : মহাসড়ক অবরোধ

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪

সোমবার সকালে একদল সন্ত্রাসী যশোর শহররে শংকরপুর রেজিস্টার্ড বেসরকারি সারথি প্রাথমকি বিদ্যালয়ের জমি দখল করতে যায়। এসময় তারা বশে কয়কেটি বোমা ফাটায়। এতে স্কুলটির অন্তত চার শিক্ষাথী আহত হয়।

পরে এলাকাবাসী একজোট হয়ে সন্ত্রাসীদরে ধাওয়া করে। সন্ত্রাসীরা পালয়িে গেলে শিক্ষার্থী ও এলাকাবাসী যশোর-খুলনা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে। খবর পেয় যশোর পৌরসভার মেয়র, অতরিক্তি পুলশি সুপার, ইউএনও, কোতোয়ালি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে উত্তজেতি এলাকাবাসী ও শিক্ষাথীদরে শান্ত করনে।

অভিযোগ উঠেছে, পুলিশের কোনো কোনো র্কমর্কতাকে ঘুষ দিয়ে ক্ষমতাসীন দলরে একটি চক্র স্কুলরে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছে। তবে কোতোয়ালি থানার ওসি এই অভিযোগ অস্বীকার করেছেন।

শংকরপুর রেজিস্টার্ড বেরকারি সারথি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খান জানান, প্রতিদিনে মতো সোমবার সকাল সাড় ৭টায় স্কুল শুরু হয়। সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী শাবল ও কোদাল হাতে স্কুলের মধ্যে ঢুকে জমি দখল করার চেষ্টা করে। তাদরে দাবি স্কুলের সীমানার মধ্যে তাদের জমি রয়েছে।

এলাকাবাসী জানান, সন্ত্রাসীদের আগমন টের পেয়ে তারা স্কুলে ছুটে আসেন। এসময় সন্ত্রাসীরা বেশ কয়েটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে স্কুলের কয়েক শিক্ষার্থী আহত হন। এসময় এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শিক্ষাথী ও তাদের অভিভাবকরা যশোর-খুলনা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে। ফলে ব্যস্ত সড়কটিতে বহু যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, অতিরিক্ত পুলশি সুপার কেএম আরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার, কোতোয়ালি থানার ওসি প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান। তাদের আশ্বাসের প্রেক্ষিতে জনতা সড়ক অবরোধ তুলে নেয়।

পৌরসভার মেয়র মারুফুল ইসলাম স্কুলটিতে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘সন্ত্রাসী চক্রকে কোনোভাবেই স্কুলের দখল নিতে দেওয়া হবে না।’

পরে মেয়র বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ১৯৭৫ সালে যশোরের তৎকালীন জেলা প্রশাসক সরকারি সম্পত্তিতে স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরে স্কুলটি পৌরসভা টেকওভার করে। র্বতমান সরকার ক্ষমতায় আসার পর এনিয়ে স্থানীয় একটি চক্র মোট চারবার স্কুলের সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করলো। বিষয়টি যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমদে, জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ও সদর উপজলো চেয়ারম্যান শাহীন চাকলাদারকেও অবহিত করা হয়েছে। তারা যেকোন মূল্যে স্কুলের সম্পত্তি রাক্ষয় বদ্ধপরকির। অথচ পুলিশের কতপিয় র্কমর্কতা সন্ত্রাসীদরে কাছ থকেে ঘুষ নিয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। সে কারণে সন্ত্রাসীরা স্কুলটিতে একের পর এক হামলা করার সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন মেয়র।

তবে ঘুষ নিয়ে সন্ত্রাসীদের পক্ষে অবস্থানের কথা অস্বীকার করেন কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ। তিনি বলেন, জমিটি বিরোধপূর্ণ।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বলেন, ‘রাস্তা অবরোধ হয়েছে শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জমিটি নিয়ে আদালতে মামলা আছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন তা সব পক্ষকে মানতে হবে। এরআগে কেউ জমি দখল করতে পারবে না। এমন আশ্বাসের প্রেক্ষিতে জনতা রাস্তা অবরোধ তুলে নেয়।’

উল্লেখ্য, সারথি স্কুলটিতে শংকরপুর এলাকার বপিুল সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করে। এছাড়া স্কুলমাঠে ঈদের জামাতও হয়। একটি মহল তরুণলীগ নামধারী সন্ত্রাসীদের ভাড়া করে সোমবারের ঘটনাটি ঘটায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.