নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
ধরেন বিশ্বকাপ-২০১৪ র ফাইনাল খেলছে ব্রাজিল। আর সে খেলার রেফারির দায়িত্বে রয়েছেন আমাদের সবার প্রিয় হুসেইন মুহম্মদ এরশাদ। তাহলে কী হতে পারে ম্যাচের ভাগ্য! আসুন খেলার মাঠ থেকে ঘুরে আসি...
শ্বাসরুদ্ধকর এক খেলা চলছে। এখন নেইমারের পায়ে বল। বল পায়ে দ্রুত গতিতে আর্জেন্টিনার গোলপোস্টে দিকে এগিয়ে যাচ্ছে নেইমার। গোল হওয়ার পথে... না ফাঁক খুঁজে পেতে ব্যর্থ হল নেইমার। বল এবার মেসির পায়ে। মেসি ছুটলো ব্রাজিলের গোলপোস্টের দিকে। গোলবারের ফাঁকে শর্ট নিতে যাচ্ছে... যাচ্ছে... মেসি, কিন্তু তার আগেই বেরিয়ে গেল!
পেছন দিক থেকে এসে মেসির উপর লাফিয়ে পড়ল নেইমার। আর বল গিয়ে লাগলো মেসির
হাতে…
মাঠে চরম উত্তেজনা। গোল বারে বল ঢুকাতে গিয়ে না ঢুকাতে পারা ও ফসকে বেরিয়ে যাওয়ায় এই কাঁপাকাঁপির সৃষ্টি হয়েছে।
সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি বাজালো অভিজ্ঞ রেফারি এরশাদ। হ্যান্ডবল, হ্যান্ডবল বলে লাফিয়ে উঠল রেফারি। কিন্তু রেফারির সিদ্ধান্ত পছন্দ হলোনা মেসির। মেসি এরশাদের দিকে তেড়ে গিয়ে বলল, আমাকে ধাক্কা মেরেছে নেইমার। সুতরাং নেইমারের ফাউল। মেসির চোখ রাঙানি দেখে মত পাল্টে ফেললো এরশাদ। বললো, 'এটা ফাউলই, ফাউল, ফাউল…
এবার চুল নাড়া দিয়ে চোখ লাল করে এরশাদের দিকে তাকালো নেইমার। ঠেলা মারছি তো কি হইছে। জোরেতো মারিনাই। আর বলতো লাগছে মেসির হাতে…
কিংকর্তব্যবিমুঢ় এরশাদ 'ঠিক আছে তাইলে হ্যান্ডবলই' বাঁশিতে ফুঁ, জোরে ফুঁ দিয়ে বললো।
আবার বড় বড় চোখে চোখ রাঙালো মেসি-এরশাদ বললো 'ফাউল'। চোখ রাঙালো নেইমার-এরশাদ বললো 'হ্যান্ডবল'
এভাবে মেসি ও নেইমারের চোখ রাঙানি চলতে লাগল। এবার খানিকটা আত্মপ্রত্যয়ী মনে হলো এরশাদকে। শিনা টান করে হঠাৎ পকেটে হাত ঢুকাল সে। ঢোক গিললো মেসি আর নেইমার। পুরো গ্যালারি জুড়ে নিস্তব্ধতা নেমে এল। নিশ্চয়ই লাল কার্ড দেখানো হবে এই দুই বেয়াদব প্লেয়ারকে। কিন্তু পকেট থেকে হাত কেন বের করছে না এরশাদ। কী হয় তা দেখার জন্য উৎসুক জনতা তটস্থ হয়ে আছে।
ধীরে ধীরে পকেট থেকে হাত বের করছে এরশাদ.… আতংকে কাঁপছে মেসি-নেইমার। গ্যালারিতে চুপ মেরে বসে আছে উত্তেজিত দর্শক।
লাল কার্ড বেরুচ্ছে বোহয়…
কিন্তু না, পকেট
থেকে বেরিয়ে এলো পিস্তল।
সরাসরি নিজের মাথায়
ঠেকালো এরশাদ।
তারপর
উচ্চস্বরে ঘোষণা দিলো 'খেলা অবশ্যই ড্র'। না মানলে আত্মহত্যা করমু।
(এই সৃষ্টির মূল স্রষ্টা কে আমি জানি না। সংগৃহিত ও সংশোধিত।)
২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৪
সরোজ মেহেদী বলেছেন: হা হা হা হা হা হা হা
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:৪১
নিজাম বলেছেন: হাঃ হাঃ হাঃ