নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
বিশ্বকাপে আর্জেন্টিনার হার, আমার জন্য স্ব:স্তি ও আনন্দের। তিনটি শ্লেষে ভরা স্ট্যাটাস রেডি করে রেখেছিলাম টিনারা হারলে পোস্টাব বলে। আমার পরিবারের কেউ খেলা তেমন বুঝে না। বন্ধুদের মধ্যে অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার। তবে আমার খুব কাছের দু'জন বন্ধু আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিল যেদিন হারে সেদিন আমি গোপনে কেঁদেছি। আজ নিশ্চয়ই তাদের মন খারাপ। তবে তারা আমার চেয়ে অনেক বাস্তববাদী বলে আবেগ সামলে রাখবে জানি।
আমি বুঝি,বন্ধুদ্বয় আমার জীবনের অনুষঙ্গ অঙ্গ। ওদের বুকে ঘা হলে আমার হৃদয়ে সে ব্যাথা বাজে। তাই আর্জেন্টিনার বহু প্রত্যাশিত ও আকাঙ্খিত হার দেখেও আমি উল্লাস করতে পারিনি। আমি ছিলাম নির্জীব। যেন খানিকটা কষ্ট পেয়েছি!
হিসাব করে দেখেছি, ফুটবলের চেয়ে আমার বন্ধুত্বের মূল্য অনেক বেশি। আর দুই বন্ধুর ভাল থাকাটা আমার কাছে সবকিছু থেকে উর্ধ্বে। তাই বন্ধুত্বের শক্তির কাছে পরাজয় বরণ করছি। তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে দীর্ঘ বিরতরি পর ফাইনাল খেলায় আর্জেন্টিার প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা গোল্ডেন বল পাওয়া মেসির প্রতি, যে বরাবরই আমার আক্রমণের লক্ষ্যবস্তু।
আর্জেন্টিনার প্রতি আমারা যে শ্রদ্ধা আর সিমপ্যাথি তা কিন্তু আমার ব্যক্তিগত নয়। একান্তই আমার বন্ধুত্বের, বন্ধুর সাথে দৃড় বন্ধনের। তাদের প্রতি আবারও সমবেদনা। ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা।
অভিনন্দন জার্মানি।
©somewhere in net ltd.