নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

মোহাম্মদ (স.) এর দাঁড়ি ও…

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

ইস্তাম্বুলে আসার পর পরই জানতে পারি এখানকার একটি জাদুঘরে হযরত মোহাম্মদ (স.) এর দাঁড়ি সংরক্ষিত আছে।তবে জাদুঘরটিতে যে রাসূলের দাঁড়ি ছাড়াও আমার জন্য আরও চমক অপেক্ষা করছি তা ভাবিনী।জাদুঘরটির নাম টপকাপি সারায়ি।নানা ব্যস্ততাকে পায়ে মাড়িয়ে ওইদিন রাসূলের দাঁড়ি দেখার সৌভাগ্য হলো অবশেষে।
ছোট ছোট বেশ কিছু বাক্সে দাঁড়িগুলো সংরক্ষিত আছে।বাক্সগুলোর পাশেই রাসূলের ব্যবহৃত দান বাক্সটি রাখা।পাশের ছোট্ট একটি রুমে রাসূলের ব্যবহৃত বিভিন্ন জিনিস।জাদুঘরের এ জায়গাটিতে দর্শণার্থীদের প্রচণ্ড ভিড়।বেশ কয়েক মিনিট লাইনে অপেক্ষা করে আমি মহানবীর দাঁড়ির কাছে পৌঁছাই।একটু ভাল করে তাকানোর চেষ্টা করি।যেন বিশ্বাস হচ্ছিল না সত্যিই আমি মোহাম্মদ (স.) এর দাঁড়ি দেখছি।
রাসূল (স.) কে নিয়ে যে কোনো ধরণের ছবির ব্যবহার ইসলাম ধর্মে নিষিদ্ধ।তাই তার কোনো প্রতিকৃতি আমি কোনোদিন মনে ভেতরে আঁকিনি।তার দাঁড়ি মোবারক দেখতে দেখতে ভাবছিলাম কেমন ছিলেন এ মানুষটি।তখনও আমি জানতাম না আমার সামনে আরও ভাল কিছু অপেক্ষা করছে।
বাংলাদেশে হযরত মোহাম্মদকে দেখা হয় শুধু একজন আল্লাহর প্রেরিত নবী তথা ধর্মপ্রচারক হিসেবে।অথচ একই সাথে তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সফলতম এক সেনাপতি ও সমর যোদ্ধা।(স.)মোহাম্মদ রাষ্ট্রপতি হিসেবে ছিলেন অপ্রতিদ্বন্ধী।তার মডেল রাষ্ট্রব্যবস্থা ও সমর কৌশল নিয়ে এখনো পশ্চিমা বিশ্বে গবেষণা চলছে।তাই সবসময়ই আমি বেশি আকর্ষণ বোধ করেছি রাষ্ট্রপতি ও সেনাপতি মোহাম্মদের প্রতি।
রাসূলের দাঁড়ি দেখে একটু সামনে এগুতেই চোখে পড়ল একটি বাক্সে রাখা দুটি তরবারি ও একটি ধনুক।বাক্সের নিচে লেখা হযরত মোহাম্মদ (স.) এর ব্যবহৃত তরবারি ও ধনুক।বেশ কিছু সময় আমি এখানে কাটাই।মোহাম্মদ নামক যোদ্ধার ব্যবহৃত তরবারিগুলো খুতিয়ে খুতিয়ে দেখার চেষ্টা করি।নিজের মধ্যে অন্যরকম এক আবেগ খেলা করে।
জাদুঘরের এ অংশটিতে কোরান তেলাওয়াত চলছে অনবরত।আমি ঘুরে ঘুরে একে একে সব কীর্তি দেখি।চার খলিফা হযরত আবুবকর, ওমর, উসমান ও আলী (রা.) র ব্যবহৃত তরবারি।ফাতেমা (রা.) র ব্যবহৃত পোশাক, তার ব্যবহৃত বাক্স, হযরত (রা.) হোসাইনের জোব্বা।
জাদুঘরটিতে হযরত মূসার (আ.) লাঠি, দাউদ (আ.) এর তরবারিও সংরক্ষিত আছে, আছে বিশ্বখ্যাত মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের তরবারি।আছে ওসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ওসমান (রহ.) এর ব্যবহৃত তরবারি।এখানে মদিনার মাটিও বেশ কয়েকটি বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে, রাখা হয়েছে ওহুদ ও বদরের মাটি।এছাড়া রয়েছে উসমানীয় খেলাফতের নানা কীর্তি।বিশাল এ জাদুঘরটি ভাল করে ঘুরে দেখতে চাইলে অন্তত একদিন সময় প্রয়োজন।অথচ আমার হাতে ছিল ঘন্টা দেড়েকের মতো সময়।বিকেল পাঁচটায় জাদুঘরের গেট বন্ধ হয়ে গেলে আমাকেও বের হয়ে আসতে হয়।ইস্তাম্বুলের আকাশে তখন ডুবন্ত রক্তিম সূর্য।শহরের পাশ ঘেষে বয়ে যাওয়া মারমারা সাগরের পানি যেন সূর্যের লাল আভার সাথে লুটোপুটি খাচ্ছে।অতৃপ্ত হৃদয়ে পরিতৃপ্তির হাসি নিয়ে আমি তার পাড়ে হাঁটছি…

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

আজমান আন্দালিব বলেছেন: আপনার চোখে আমিও দেখলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ ভাই।আশাকরি একদিন দু’জন মিলে দেখব।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২২

পুরান লোক নতুন ভাবে বলেছেন: আপনাকে দেখে হিংসা লাগছে!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

সরোজ মেহেদী বলেছেন: হা হা।আপনার জন্য শুভকামনা রইল।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২২

জাফরুল মবীন বলেছেন: প্রাণ জুড়িয়ে যাওয়া পোস্ট।

আপনার দেখা জিনিসগুলোর ছবি পোস্টে সংযুক্ত করলে সেটা আরও বড় প্রাপ্তি হতো।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

সরোজ মেহেদী বলেছেন: হুম। আমার মাথায় ছিল ব্যাপারটা। কিন্তু জাদুঘরটির ভেতরে ছবি তোলা নিষেধ বিধায় কিছুই করার ছিল না। আসলে এত মানুষের ভীড় যে তাদের সামাল দিতেই হিমশিম খান সংশ্লিষ্টরা।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

রাঘব বোয়াল বলেছেন: পোস্টে +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

মানস চোখ বলেছেন: সুন্দর পোস্ট !!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: তরবারিগুলোর আরো কিছু বর্ণনা থাকলে ভাল হত| ভাল লাগল| শেষটা চমৎকার কাব্যিকভাবে লিখেছেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য। আশাকরি সামনে লেখব। দোআ করবেন।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

সরোজ মেহেদী বলেছেন: ধন্যবাদ...

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

ইমরান আশফাক বলেছেন: ছবি তোলা তাহলে নিষেধ উক্ত মিউজিয়ামে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

সরোজ মেহেদী বলেছেন: হুম ছবি তোলা নিষেধ। আসলে একজন মানুষকে এক জায়গাতে খুব বেশিক্ষণ দাঁড়াতেই দেননা কখনো কখনো। প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে বলে কর্তৃপক্ষেরও আসলে কিছু করার থাকে না।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯

বোকামানুষ বলেছেন: দারুণ

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৭

সরোজ মেহেদী বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.