নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
সেদিন নেটে একটি ছবিতে দেখলাম
এক বাঙালি লেখিকা ও দু'জন পাশাপাশি
সামনে কোরাণ শরিফ
তার ওপর কফির কাপ রাখা।
গ্রন্থটির নাম স্পষ্ট পড়া যাচ্ছে।
ছবিটি এমনভাবে কম্পোজ করা যাতে স্পষ্ট বোঝা যায়
ছবিটি তোলার উদ্দেশ্য।
বিষয় - মুসলমানরা যে গ্রন্থটিকে পবিত্র মনে করেন
দ্যাখো, দ্যাখো, আমাদের কাছে তা এঁটো কফির কাপ রাখার জায়গা।
অনেকদিন আগে পড়েছিলাম
পর্তুগীজরা এ-দেশে এসে
কুকুরের গলায় ভগবদ্গীতা ও কোরাণ ঝুলিয়ে
রাস্তায় শোভাযাত্রা করতেন।
পর্তুগীজরা চলে গেছেন।
অমন কাজ তাঁরা আর কখনও করেছেন বলে শুনিনি।
নতুন ফাল্গুনের সকালে ভাবছি
মানুষ কী-আকাটই না হয়
কেউ ভাবে বোকাবোকা ছবি তুলে ইসলামকে করা যায় ছোট;
কেউ ভাবে কবীর সুমনের নামে নেটে কুৎসা করলে সে রেগে হয়রান
কেউ ভাবে বাংলার গরীব মুসলিম গ্রামবাসীকে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরলে হিন্দুদের জয়
কেউ ভাবে কোটেশ্বর রাও বীরের মতো প্রাণ দিলে হেড লাইন করা উচিত 'কিষেণজি খতম'
কেউ ভাবে কবীর সুমনের জন্মের ঠিক নেই লিখে লিখে প্রচার করলে
টুপি মাথায় পুরস্কার নেওয়া কবীর রাগের চোটে বিকল হয়ে যাবে
কেউ ভাবে কবীর সুমনকে নিয়ে ঘেউ ঘেউ করে গেলে সদলবলে নেড়ি থেকে স্পিট্স্-এ প্রোমোশন
মধ্যবিত্ত বাঙালিরা পুষবে
কেউ ভাবে উত্তর সম্পাদকীয় লিখে অপমান করা যাবে
ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেটাকেও যে দোলাতে পারে, তাকে
ভীষণ অসম্ভবেও তোমাকে যে চাইতে পারে, তাকে
কেউ ভাবে বালিগঞ্জ টেরাসে নয়
লাভ্লক্ প্লেসে নয়
টিনের চাল দেওয়া খালপাড়ের এক বাড়িতে বড় হওয়া মমতাকে হারিয়ে দেওয়ার জন্য
মুসলিম-খৃষ্টান-বিদ্বেষী বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিলে বাংলায় বামপন্থার জয় হবে।
এই নতুন ফাল্গুনে আমি যখন আমার বুড়ো গলাটাকে নানান পদ্ধতিতে সচল রাখছি
বিছানায় বসে এই শিরদাঁড়াহীন কবিতাটা লিখছি
আমারই এক ছেলে মহম্মদ বিন নওয়াজ গ্রামে গ্রামে ঘুরছে অত্যাচারিত গরীব মুসলমানদের
খবর নিতে, বিনা দোষে আটক বাংলার এক গরীব মুসলমান ছেলের উকিল
ভয়ে মুখ খুলছেন না
ঠিক এইভাবে মাওবাদী সন্দেহে আমার গরীব গ্রামবাসীদের আটক করা হয়েছে
ঠিক এইভাবে এক সাধারণ গ্রামবাংলার মেয়ে জেলখানায় প্রসব করেছিলেন জেলুকে
এই নতুন ফাল্গুনের সকালে আমি যখন আর্থ্রাইটিসের বিরুদ্ধে লড়ার জন্য ব্যায়াম করছি
আমার সহনাগরিক ইউনুসের শরীর চিতাবাঘের মতো লাফাতে প্রস্তুত
ফারুক আহ্মেদ তাঁর 'উদার আকাশ' নিয়ে লড়ে যাচ্ছেন গ্রামে গ্রামে আসল খবর পৌঁছে দিতে
মনীষা মৃন্ময়ী দ্রুপদ সৈকত তাঁদের মুসলমান সহযোদ্ধাদের পোস্টগুলো শেয়ার করছেন বারবার
যাতে নিপীড়িতদের খবর অন্তত ফেসবুকে ছড়িয়ে পড়ে
এই নতুন ফাল্গুনের সকালে
নেটে ছড়িয়ে দেওয়া এঁটো কফির কাপ ধরে রাখা কোরাণ শরিফের ছবি
সেই ছবিরই তিন বাঙালিকে মুচকি হেসে বলছে
"সালাম!
তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।"
+++++++++
কবীর সুমন ১৬,০২,২০১৫
©somewhere in net ltd.