নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

"হৈম"

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

নারী আমি তোমার আঁচল থেকে পালিয়ে বেড়াই।জন্ম থেকে আজ অবধি।কাল অবধিও।তবু নারী, তোমার নাড়ীর বাঁধন শক্ত বলেই, সেই মায়ার জালে নিজের ছায়া আটকে ফেলি বালক অবোধ। তুমি বলেই যেতে যেতে আবার তোমার কোলেই ফিরি।
বহুদিন পর তাকে পেলাম।দেখলাম।জয়ও বোধহয় করলাম!পবিত্র যৌবনে ভরা মুখটায় ভোরের শিশিরের সৌন্দর্য।দূর থেকে ফ্রেমে বন্দী তাকে দেখার প্রশান্তি যদি এতটা হয়, না জানি খুব কাছ থেকে দেখার কিংবা একটু খানি ছোয়ার আবেগ কত তীব্র।

শোন হেম ভয় পেয় না, আমি তোমায়
ছুতে চাই না। ধরতে চাই না।
তোমার গন্ধ শুকতে চাই না।
তুমি আছ, ভালই আছ। একটি কথাই শুনতে চাই।

আমি তোমায় তেমনি করে ছাড়া খোপায় আওলা দেখে, বাওলা গানের গায়ক হতে চাই।আমি তোমায় মলিন মুখে রঙিন ভেবে, ভালোবাসতে চাই।
আমি তোমার জন্য ভবের পাগল, পথিক মাঝি, নষ্ট কবি হবো।আমি তোমার জন্য সাত সমুদ্দুর তরী বাইব।প্রিয়, তুমি শুধু আগের মতো শুভ্র হাসি হেস।এক পলকে লজ্জ্বা চোখে আমার পানে চেয়।তুমি আমার ভালোবাসায় প্রথম দিনের গোলাপ হয়ে থেক।
রাতের শেষে, একলা ভোরে ভালোবাসা নিও।তুমি আমার ভালোবাসায় প্রথম দিনের সেই গোলাপই থেক।একটু খানি হেস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

সরোজ মেহেদী বলেছেন: সুন্দর মানুষের চোখে অনেক কিছুই সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.